ETV Bharat / state

ABVP-র সঙ্গে যুক্ত ছিলেন অমিত মিত্র, বিধানসভায় বিস্ফোরক CPI(M) বিধায়ক

author img

By

Published : Feb 14, 2020, 8:59 PM IST

আজ বিধানসভায় অধিবেশন চলাকালীন CPI(M) বিধায়ক তন্ময় ভট্টাচার্য বলেন বিদেশে পড়াকালীন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের মঞ্চে বক্তব্য রেখেছেন অমিত মিত্র । বিধানসভায় অধিবেশন চলাকালীন তন্ময় ভট্টাচার্যের মন্তব্যে শোরগোল শুরু হয় বিধানসভা কক্ষে ।

amit mitra
amit mitra

কলকাতা, 14 ফেব্রুয়ারি : আজ বিধানসভায় অধিবেশন চলাকালীন অর্থমন্ত্রী অমিত মিত্রকে আক্রমণ করলেন CPI(M) বিধায়ক তন্ময় ভট্টাচার্য । তাঁর দাবি, বিদেশে পড়াকালীন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের মঞ্চে বক্তব্য রেখেছেন অমিত মিত্র । তন্ময় ভট্টাচার্যর এই মন্তব্যের কড়া সমালোচনা করলেন অমিত মিত্র ।

বিধানসভায় অধিবেশন চলাকালীন তন্ময় ভট্টাচার্যের মন্তব্যে শোরগোল শুরু হয় বিধানসভা কক্ষে । অমিত মিত্র বিদেশে পড়াকালীন ABVP-র মঞ্চে বক্তব্য রেখেছেন বা তিনি কোনওভাবে ABVP-র সঙ্গে যুক্ত ছিলেন এই কথা মেনে নিতে না রাজি ছিলেন শাসকদলের বিধায়করা । শোরগোল শুরু হওয়ায় তন্ময় ভট্টাচার্যকে কড়াভাবে ভর্ৎসনা করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । সমগ্র বিষয়টি বিধানসভার কার্যবিবরণী থেকে বাদ দেন ।

যদিও তন্ময় ভট্টাচার্যের এই দাবি সম্পূর্ণভাবে অস্বীকার করেন অমিত মিত্র । তিনি জানান, 1973 থেকে 1976 সাল পর্যন্ত তিনি অ্যামেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন । সেই বিশ্ববিদ্যালয়ে ABVP-র কোনও শাখা সংগঠন নেই । তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে প্রিভিলেজ নোটিস আনার কথা বলেন অর্থমন্ত্রী । কিন্তু ততক্ষণে বিধানসভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়েছে তন্ময় ভট্টাচার্যের বক্তব্য । যদিও তন্ময় ভট্টাচার্যের দাবি, ABVP-র মঞ্চে বক্তব্য রাখছেন অমিত মিত্র, এইরকম ভিডিয়ো ক্লিপিং রয়েছে তাঁর কাছে। সঠিক সময়ে তা প্রকাশ্যে আনবেন ।

কলকাতা, 14 ফেব্রুয়ারি : আজ বিধানসভায় অধিবেশন চলাকালীন অর্থমন্ত্রী অমিত মিত্রকে আক্রমণ করলেন CPI(M) বিধায়ক তন্ময় ভট্টাচার্য । তাঁর দাবি, বিদেশে পড়াকালীন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের মঞ্চে বক্তব্য রেখেছেন অমিত মিত্র । তন্ময় ভট্টাচার্যর এই মন্তব্যের কড়া সমালোচনা করলেন অমিত মিত্র ।

বিধানসভায় অধিবেশন চলাকালীন তন্ময় ভট্টাচার্যের মন্তব্যে শোরগোল শুরু হয় বিধানসভা কক্ষে । অমিত মিত্র বিদেশে পড়াকালীন ABVP-র মঞ্চে বক্তব্য রেখেছেন বা তিনি কোনওভাবে ABVP-র সঙ্গে যুক্ত ছিলেন এই কথা মেনে নিতে না রাজি ছিলেন শাসকদলের বিধায়করা । শোরগোল শুরু হওয়ায় তন্ময় ভট্টাচার্যকে কড়াভাবে ভর্ৎসনা করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । সমগ্র বিষয়টি বিধানসভার কার্যবিবরণী থেকে বাদ দেন ।

যদিও তন্ময় ভট্টাচার্যের এই দাবি সম্পূর্ণভাবে অস্বীকার করেন অমিত মিত্র । তিনি জানান, 1973 থেকে 1976 সাল পর্যন্ত তিনি অ্যামেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন । সেই বিশ্ববিদ্যালয়ে ABVP-র কোনও শাখা সংগঠন নেই । তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে প্রিভিলেজ নোটিস আনার কথা বলেন অর্থমন্ত্রী । কিন্তু ততক্ষণে বিধানসভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়েছে তন্ময় ভট্টাচার্যের বক্তব্য । যদিও তন্ময় ভট্টাচার্যের দাবি, ABVP-র মঞ্চে বক্তব্য রাখছেন অমিত মিত্র, এইরকম ভিডিয়ো ক্লিপিং রয়েছে তাঁর কাছে। সঠিক সময়ে তা প্রকাশ্যে আনবেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.