ETV Bharat / state

Sujan Chakraborty : এবার কি তৃণমূল কংগ্রেসের অফিস থেকে সরকার চলবে ? প্রশ্ন সুজনের

বিধানসভার ঘরে সব্যসাচী দত্তের হাতে তৃণমূলের পতাকা তুলে দেওয়ার ঘটনায় সমালোচনার মুখে তৃণমূল কংগ্রেস ৷ বাম নেতা সুজন চক্রবর্তীর আক্ষেপ করে বললেন, বিধানসভা ভবন এখন গণতন্ত্র বিরোধী কাজের জায়গা হয়ে গিয়েছে ৷

বামনেতা সুজন চক্রবর্তী
বামনেতা সুজন চক্রবর্তী
author img

By

Published : Oct 10, 2021, 8:47 AM IST

কলকাতা, 10 অক্টোবর : বিধানসভায় পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘরে সব্যসাচী দত্তর তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তনের ঘটনা ঘিরে বিতর্ক শুরু হয়েছে । অধ্যক্ষ (Speaker) বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সব্যসাচী দত্তর তৃণমূলে ফিরে আসা বিধানসভা চত্বরে না হওয়া বাঞ্ছনীয় ছিল । পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম অবশ্য এতে সংবিধান লঙ্ঘিত হয়েছে বলে মনে করেন না । তাঁর সাফাই, কোনও ঘরে বসে সংশ্লিষ্ট মন্ত্রী কী করবেন, তার দায়িত্ব সেই মন্ত্রীর । ফলে বিরুদ্ধ মতের চোরাস্রোত শাসকদলের অন্দরে । তবে প্রধান বিরোধী দলনেতা (Leader of Opposition) শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ইতিমধ্যেই এই বিষয়ে সরব হয়েছেন । এতে বিধানসভার সম্মান লুণ্ঠিত হয়েছে বলে জোরালো সমালোচনা করেছেন তিনি । এবার এই কাজের কড়া সমালোচনা করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) ।

তিনি বলেন, "আমাদের পশ্চিমবাংলায় এখন গণতন্ত্র সংহারের যে রূপ, এটা অতীতে কখনও বাংলায় কেউ দেখেনি ৷ দেশেও কেউ কখনও দেখেনি ৷" তিনি আক্ষেপ করে বলেন, "গণতন্ত্রের পীঠস্থান লেজিসলেচার (Legislature), পার্লামেন্ট অথবা বিধানসভা ৷ দুর্ভাগ্যজনক ভাবে বিধানসভা ভবন গণতন্ত্র বিরোধী, সংবিধান বিরোধী কাজের জন্য ব্যবহার করা হচ্ছে ৷ এটা কখনও হয়নি ৷"

আরও পড়ুন : Sabyasachi Dutta : ‘আবেগ’ ভুলে তৃণমূলে ফিরলেন সব্যসাচী

তৃণমূলকে আক্রমণ করে তিনি বলেন, "নির্বাচিত বিধায়ক, সাংসদদের দলত্যাগ করিয়ে, পঞ্চায়েত, পৌরসভা দখল করে রাজ্যে দলবদলের খেলা চলছে ৷ নবান্নকে দলতন্ত্রের কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে ৷" তাঁর অভিযোগ দলের নিজস্ব অনুষ্ঠানে সরকারি পরিকল্পনা ঘোষণা এবং সরকারি অনুষ্ঠানে দলের কর্মসূচি ঘোষণা করা হচ্ছে ৷ এসব চললেও শেষে স্পিকারের পাশের ঘরে পরিষদীয় মন্ত্রীর নেতৃত্বে দলীয় পতাকা হাতে নিয়ে দল বদলের ঘটনা ঘটল, এত গণতন্ত্রের ষষ্ঠীপুজো হয়ে গেল বলে রীতিমতো ক্ষোভ উগরে দেন বামনেতা ৷ তাঁর প্রশ্ন "এরপর কি তৃণমূল কংগ্রেসের অফিস থেকে সরকার পরিচালিত হবে ?"

বিধানসভার ঘরে দল বদলের ঘটনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে দুর্গামূর্তি তৈরি নিয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন বাম নেতা সুজন চক্রবর্তী

দমদম পার্কের একটি পুজোর থিম কৃষক আন্দোলন ৷ এ নিয়ে বিজেপি পক্ষের আইনজীবী পুজোকর্তাদের নোটিস পাঠিয়েছে ৷ তথাগত রায় একে সমর্থন করে বলেছেন, "শিল্পীর স্বাধীনতার একটা সীমা থাকা দরকার ৷" এ বিষয়ে না জেনে কোনও মন্তব্য করবেন না বলে জানান বাম নেতা ৷ তবে সংবাদমাধ্যমে প্রকাশিত, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে তৈরি মূর্তিতে দশটা হাত দিয়ে তাঁকে দেবী দুর্গার মতো করে বন্দনা করা হচ্ছে ৷ এ নিয়ে তথাগত রায়ের আপত্তি না থাকার সমালোচনা করে তিনি বলেন, "আরএসএস-এর দেবী দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায় ৷" তথাগত রায়কে একহাত নিয়ে তিনি বলেন, "তিনি চান মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবী দুর্গার মতো করে আরএসএস পুজো করেছে ৷ সেই ভাবে যেন বিজেপিও চলতে পারে ৷ বিজেপি আর তৃণমূল একসঙ্গে চলুক, তাতে কোনও আপত্তি নেই ৷"

আরও পড়ুন : Air India: ₹18,000 কোটিতে এয়ার ইন্ডিয়া কিনছে টাটা গোষ্ঠী

এয়ার ইন্ডিয়া (Air India) টাটা গোষ্ঠীর (Tata Sons) কাছে বিক্রি করে দেওয়াকে 'খুব বিপজ্জনক' আখ্যা দেন বাম নেতা সুজন চক্রবর্তী ৷ তিনি জানান, এভাবে দেশের রাজপথ, এয়ারপোর্ট, রেল সব বিক্রি করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার ৷ যোগাযাগ ব্যবস্থার ক্ষেত্রেও বিএসএনএল-কে (BSNL) সরিয়ে জিও (JIO) নিয়ে আসাটাও এক ধরনের বিক্রি ৷ কেন্দ্রে বিজেপি সরকারকে আক্রমণ করে তিনি বলেন, "দেশের এয়ারপোর্টগুলিকে আদানি, অম্বানিদের হাতে দিয়ে দেওয়া হয়েছে ৷ মেহুল চোক্সি, নীরব মোদিকেও সাহায্য করা হয়েছে ৷ টাটার হাতে এয়ার ইন্ডিয়াকে দেওয়ার মধ্যে সেই দেশ বিক্রির প্রক্রিয়া বহমান রাখছে কেন্দ্র ৷"

কলকাতা, 10 অক্টোবর : বিধানসভায় পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘরে সব্যসাচী দত্তর তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তনের ঘটনা ঘিরে বিতর্ক শুরু হয়েছে । অধ্যক্ষ (Speaker) বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সব্যসাচী দত্তর তৃণমূলে ফিরে আসা বিধানসভা চত্বরে না হওয়া বাঞ্ছনীয় ছিল । পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম অবশ্য এতে সংবিধান লঙ্ঘিত হয়েছে বলে মনে করেন না । তাঁর সাফাই, কোনও ঘরে বসে সংশ্লিষ্ট মন্ত্রী কী করবেন, তার দায়িত্ব সেই মন্ত্রীর । ফলে বিরুদ্ধ মতের চোরাস্রোত শাসকদলের অন্দরে । তবে প্রধান বিরোধী দলনেতা (Leader of Opposition) শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ইতিমধ্যেই এই বিষয়ে সরব হয়েছেন । এতে বিধানসভার সম্মান লুণ্ঠিত হয়েছে বলে জোরালো সমালোচনা করেছেন তিনি । এবার এই কাজের কড়া সমালোচনা করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) ।

তিনি বলেন, "আমাদের পশ্চিমবাংলায় এখন গণতন্ত্র সংহারের যে রূপ, এটা অতীতে কখনও বাংলায় কেউ দেখেনি ৷ দেশেও কেউ কখনও দেখেনি ৷" তিনি আক্ষেপ করে বলেন, "গণতন্ত্রের পীঠস্থান লেজিসলেচার (Legislature), পার্লামেন্ট অথবা বিধানসভা ৷ দুর্ভাগ্যজনক ভাবে বিধানসভা ভবন গণতন্ত্র বিরোধী, সংবিধান বিরোধী কাজের জন্য ব্যবহার করা হচ্ছে ৷ এটা কখনও হয়নি ৷"

আরও পড়ুন : Sabyasachi Dutta : ‘আবেগ’ ভুলে তৃণমূলে ফিরলেন সব্যসাচী

তৃণমূলকে আক্রমণ করে তিনি বলেন, "নির্বাচিত বিধায়ক, সাংসদদের দলত্যাগ করিয়ে, পঞ্চায়েত, পৌরসভা দখল করে রাজ্যে দলবদলের খেলা চলছে ৷ নবান্নকে দলতন্ত্রের কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে ৷" তাঁর অভিযোগ দলের নিজস্ব অনুষ্ঠানে সরকারি পরিকল্পনা ঘোষণা এবং সরকারি অনুষ্ঠানে দলের কর্মসূচি ঘোষণা করা হচ্ছে ৷ এসব চললেও শেষে স্পিকারের পাশের ঘরে পরিষদীয় মন্ত্রীর নেতৃত্বে দলীয় পতাকা হাতে নিয়ে দল বদলের ঘটনা ঘটল, এত গণতন্ত্রের ষষ্ঠীপুজো হয়ে গেল বলে রীতিমতো ক্ষোভ উগরে দেন বামনেতা ৷ তাঁর প্রশ্ন "এরপর কি তৃণমূল কংগ্রেসের অফিস থেকে সরকার পরিচালিত হবে ?"

বিধানসভার ঘরে দল বদলের ঘটনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে দুর্গামূর্তি তৈরি নিয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন বাম নেতা সুজন চক্রবর্তী

দমদম পার্কের একটি পুজোর থিম কৃষক আন্দোলন ৷ এ নিয়ে বিজেপি পক্ষের আইনজীবী পুজোকর্তাদের নোটিস পাঠিয়েছে ৷ তথাগত রায় একে সমর্থন করে বলেছেন, "শিল্পীর স্বাধীনতার একটা সীমা থাকা দরকার ৷" এ বিষয়ে না জেনে কোনও মন্তব্য করবেন না বলে জানান বাম নেতা ৷ তবে সংবাদমাধ্যমে প্রকাশিত, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে তৈরি মূর্তিতে দশটা হাত দিয়ে তাঁকে দেবী দুর্গার মতো করে বন্দনা করা হচ্ছে ৷ এ নিয়ে তথাগত রায়ের আপত্তি না থাকার সমালোচনা করে তিনি বলেন, "আরএসএস-এর দেবী দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায় ৷" তথাগত রায়কে একহাত নিয়ে তিনি বলেন, "তিনি চান মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবী দুর্গার মতো করে আরএসএস পুজো করেছে ৷ সেই ভাবে যেন বিজেপিও চলতে পারে ৷ বিজেপি আর তৃণমূল একসঙ্গে চলুক, তাতে কোনও আপত্তি নেই ৷"

আরও পড়ুন : Air India: ₹18,000 কোটিতে এয়ার ইন্ডিয়া কিনছে টাটা গোষ্ঠী

এয়ার ইন্ডিয়া (Air India) টাটা গোষ্ঠীর (Tata Sons) কাছে বিক্রি করে দেওয়াকে 'খুব বিপজ্জনক' আখ্যা দেন বাম নেতা সুজন চক্রবর্তী ৷ তিনি জানান, এভাবে দেশের রাজপথ, এয়ারপোর্ট, রেল সব বিক্রি করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার ৷ যোগাযাগ ব্যবস্থার ক্ষেত্রেও বিএসএনএল-কে (BSNL) সরিয়ে জিও (JIO) নিয়ে আসাটাও এক ধরনের বিক্রি ৷ কেন্দ্রে বিজেপি সরকারকে আক্রমণ করে তিনি বলেন, "দেশের এয়ারপোর্টগুলিকে আদানি, অম্বানিদের হাতে দিয়ে দেওয়া হয়েছে ৷ মেহুল চোক্সি, নীরব মোদিকেও সাহায্য করা হয়েছে ৷ টাটার হাতে এয়ার ইন্ডিয়াকে দেওয়ার মধ্যে সেই দেশ বিক্রির প্রক্রিয়া বহমান রাখছে কেন্দ্র ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.