কলকাতা, 10 অক্টোবর : বিধানসভায় পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘরে সব্যসাচী দত্তর তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তনের ঘটনা ঘিরে বিতর্ক শুরু হয়েছে । অধ্যক্ষ (Speaker) বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সব্যসাচী দত্তর তৃণমূলে ফিরে আসা বিধানসভা চত্বরে না হওয়া বাঞ্ছনীয় ছিল । পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম অবশ্য এতে সংবিধান লঙ্ঘিত হয়েছে বলে মনে করেন না । তাঁর সাফাই, কোনও ঘরে বসে সংশ্লিষ্ট মন্ত্রী কী করবেন, তার দায়িত্ব সেই মন্ত্রীর । ফলে বিরুদ্ধ মতের চোরাস্রোত শাসকদলের অন্দরে । তবে প্রধান বিরোধী দলনেতা (Leader of Opposition) শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ইতিমধ্যেই এই বিষয়ে সরব হয়েছেন । এতে বিধানসভার সম্মান লুণ্ঠিত হয়েছে বলে জোরালো সমালোচনা করেছেন তিনি । এবার এই কাজের কড়া সমালোচনা করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) ।
তিনি বলেন, "আমাদের পশ্চিমবাংলায় এখন গণতন্ত্র সংহারের যে রূপ, এটা অতীতে কখনও বাংলায় কেউ দেখেনি ৷ দেশেও কেউ কখনও দেখেনি ৷" তিনি আক্ষেপ করে বলেন, "গণতন্ত্রের পীঠস্থান লেজিসলেচার (Legislature), পার্লামেন্ট অথবা বিধানসভা ৷ দুর্ভাগ্যজনক ভাবে বিধানসভা ভবন গণতন্ত্র বিরোধী, সংবিধান বিরোধী কাজের জন্য ব্যবহার করা হচ্ছে ৷ এটা কখনও হয়নি ৷"
আরও পড়ুন : Sabyasachi Dutta : ‘আবেগ’ ভুলে তৃণমূলে ফিরলেন সব্যসাচী
তৃণমূলকে আক্রমণ করে তিনি বলেন, "নির্বাচিত বিধায়ক, সাংসদদের দলত্যাগ করিয়ে, পঞ্চায়েত, পৌরসভা দখল করে রাজ্যে দলবদলের খেলা চলছে ৷ নবান্নকে দলতন্ত্রের কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে ৷" তাঁর অভিযোগ দলের নিজস্ব অনুষ্ঠানে সরকারি পরিকল্পনা ঘোষণা এবং সরকারি অনুষ্ঠানে দলের কর্মসূচি ঘোষণা করা হচ্ছে ৷ এসব চললেও শেষে স্পিকারের পাশের ঘরে পরিষদীয় মন্ত্রীর নেতৃত্বে দলীয় পতাকা হাতে নিয়ে দল বদলের ঘটনা ঘটল, এত গণতন্ত্রের ষষ্ঠীপুজো হয়ে গেল বলে রীতিমতো ক্ষোভ উগরে দেন বামনেতা ৷ তাঁর প্রশ্ন "এরপর কি তৃণমূল কংগ্রেসের অফিস থেকে সরকার পরিচালিত হবে ?"
দমদম পার্কের একটি পুজোর থিম কৃষক আন্দোলন ৷ এ নিয়ে বিজেপি পক্ষের আইনজীবী পুজোকর্তাদের নোটিস পাঠিয়েছে ৷ তথাগত রায় একে সমর্থন করে বলেছেন, "শিল্পীর স্বাধীনতার একটা সীমা থাকা দরকার ৷" এ বিষয়ে না জেনে কোনও মন্তব্য করবেন না বলে জানান বাম নেতা ৷ তবে সংবাদমাধ্যমে প্রকাশিত, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে তৈরি মূর্তিতে দশটা হাত দিয়ে তাঁকে দেবী দুর্গার মতো করে বন্দনা করা হচ্ছে ৷ এ নিয়ে তথাগত রায়ের আপত্তি না থাকার সমালোচনা করে তিনি বলেন, "আরএসএস-এর দেবী দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায় ৷" তথাগত রায়কে একহাত নিয়ে তিনি বলেন, "তিনি চান মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবী দুর্গার মতো করে আরএসএস পুজো করেছে ৷ সেই ভাবে যেন বিজেপিও চলতে পারে ৷ বিজেপি আর তৃণমূল একসঙ্গে চলুক, তাতে কোনও আপত্তি নেই ৷"
আরও পড়ুন : Air India: ₹18,000 কোটিতে এয়ার ইন্ডিয়া কিনছে টাটা গোষ্ঠী
এয়ার ইন্ডিয়া (Air India) টাটা গোষ্ঠীর (Tata Sons) কাছে বিক্রি করে দেওয়াকে 'খুব বিপজ্জনক' আখ্যা দেন বাম নেতা সুজন চক্রবর্তী ৷ তিনি জানান, এভাবে দেশের রাজপথ, এয়ারপোর্ট, রেল সব বিক্রি করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার ৷ যোগাযাগ ব্যবস্থার ক্ষেত্রেও বিএসএনএল-কে (BSNL) সরিয়ে জিও (JIO) নিয়ে আসাটাও এক ধরনের বিক্রি ৷ কেন্দ্রে বিজেপি সরকারকে আক্রমণ করে তিনি বলেন, "দেশের এয়ারপোর্টগুলিকে আদানি, অম্বানিদের হাতে দিয়ে দেওয়া হয়েছে ৷ মেহুল চোক্সি, নীরব মোদিকেও সাহায্য করা হয়েছে ৷ টাটার হাতে এয়ার ইন্ডিয়াকে দেওয়ার মধ্যে সেই দেশ বিক্রির প্রক্রিয়া বহমান রাখছে কেন্দ্র ৷"