কলকাতা, 30 ডিসেম্বর : প্রয়াত প্রবীণ সিপিআইএম নেতা ও প্রাক্তন বিধায়ক রাজদেও গোয়ালা (Rajdeo Goala Dies) ৷ গত কয়েকদিন ধরেই তাঁর শারীরিক অবস্থা ছিল সংকটজনক । তিনি তেঘরিয়ার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি ছিলেন । বৃহস্পতিবার রাত দুটো নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল 93 বছর । রেখে গেলেন স্ত্রী, পুত্র এবং কন্যাকে ৷
বামপন্থী আন্দোলনের অন্যতম পুরোধা এই ব্যক্তি সিপিএমের রাজ্য কমিটির প্রাক্তন সদস্য ছিলেন । বেলগাছিয়া পশ্চিম বিধানসভা কেন্দ্রের 3 বারের প্রাক্তন বিধায়ক রাজদেও গোয়ালা ছিলেন ট্রেড ইউনিয়ন আন্দোলনের অন্যতম নেতা । অসংগঠিত শ্রমিকদের জন্য সারাজীবন লড়াই করে গিয়েছেন তিনি । তাঁর মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে ।
আরও পড়ুন: পড়ুয়া ও শিক্ষকদের গ্রিটিংস কার্ড পাঠাবেন মুখ্যমন্ত্রী, পালিত হবে স্টুডেন্টস উইক
ট্রেড ইউনিয়ন আন্দোলনের অন্যতম নেতা অনাদি সাহু বলেন, "রাজদেও গোয়ালার মৃত্যুতে দলের বড় ক্ষতি হয়ে গেল । শ্রমিকদের উন্নয়নে তাঁর চিন্তা, শ্রমিকদের ন্যায্য আদায়ে তাঁর লড়াই নতুন প্রজন্মের কাছে শিক্ষনীয় হয়ে থাকবে ।" আজ এই প্রবীণ নেতার মরদেহ কলকাতা ট্রেড ইউনিয়ন দফতর, কলকাতা জেলা সিপিএম অফিস, রাজ্য সিপিএমের সদর দফতর আলিমুদ্দিন স্ট্রিটের অফিসে শেষ শ্রদ্ধা জানাতে নিয়ে যাওয়া হবে । রাজদেও গোয়ালার মরদেহ বেলা 12টা নাগাদ কলকাতা জেলা কমিটির দফতর প্রমোদ দাশগুপ্ত ভবনে আনা হবে এবং সিটুর কলকাতা জেলা কমিটির দফতর কৃষ্ণপদ ঘোষ স্মৃতি ভবনে আনা হবে বেলা 1টার পর। এরপর তাঁর নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে।