ETV Bharat / state

মুখ্যমন্ত্রী অফিসারদের কাজ করতে দিচ্ছেন না, অভিযোগ মহম্মদ সেলিমের - Covid-19 pandemic

রাজ্য যদি পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরার অনুমতি না দেয় তাহলে কি শ্রমিকরা ফিরবেন না ?" প্রশ্ন তুলেছেন মহম্মদ সেলিম ।

মহম্মদ সেলিম
মহম্মদ সেলিম
author img

By

Published : May 9, 2020, 6:45 PM IST

কলকাতা, 9 মে: কোরোনা পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের অফিসারের কাজ করতে দিচ্ছেন না । ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের ফেরানো নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের চিঠি প্রসঙ্গে কথা বলতে গিয়ে এমনই মন্তব্য করলেন CPI(M) পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম ।

CPI(M) কেন্দ্রীয় কমিটির সদস্যের মতে, "অমিত শাহ যে গাইডলাইন তৈরি করেছেন তাতে শ্রমিকদের মৃত্যু হতে পারে । এই পরিস্থিতিতে রাজ্যের পরিবহনমন্ত্রী উধাও হয়ে গিয়েছেন । গোলাগুলি, ভোট লুট এবং চিটফান্ডের সময় এইসব মন্ত্রীকে খুঁজে পাওয়া যাবে । এখন মুখ্যমন্ত্রীর টিম ভেঙে পড়েছে । তিনি অফিসারদের কাজ করতে দিচ্ছেন না । এখন রাজ্য যদি পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরার অনুমতি না দেয় তাহলে কি শ্রমিকরা ফিরবেন না ?" প্রশ্ন তুলেছেন মহম্মদ সেলিম ।

তাঁর দাবি, "অবিলম্বে রেল দপ্তরের প্রশিক্ষিত কর্মী, প্যারামিলিটারি সহ সকলকে শ্রমিক উদ্ধারের কাজে লাগাতে হবে । প্রয়োজনে রাজ্যের ছাত্র, যুবক, বিজ্ঞান কর্মী, স্বাস্থ্যকর্মীরা এবং রাজ্যের বামপন্থী সব শক্তিকে কাজে লাগানো হবে পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানোর জন্য ।" ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, "অমিত শাহ নাটক করছেন । শ্রমিকদের ফেরানো নিয়ে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার অযথা জটিলতা সৃষ্টি করছে । চিঠি-চাপাটি,টুইট, তর্কাতর্কি হচ্ছে দুই সরকারের মধ্যে ।"

মহম্মদ সেলিমের অভিযোগ, "দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছে না দেশ এবং রাজ্য সরকার । দিল্লির হত্যা এবং নমস্তে ট্রাম্প করেছিলেন অমিত শাহ । আর রাজ্য সরকারের পক্ষাঘাত হয়েছে । নড়াচড়া বন্ধ করে দিয়েছেন তারা । রাজ্য সরকারের কোনও হেল্পলাইন, টেলিফোন নম্বর এবং মোবাইল অ্যাপস কাজ করছে না । তৃণমূলের নেতারা শুধু চাল চুরি ছাড়া অন্য কোথাও সক্রিয় নেই । অন্যদিকে কেন্দ্র শুধু ঘোষণা করে চলেছে । অতিরিক্ত ট্রেন চালাবার হিম্মত নেই কেন্দ্রীয় সরকারের । এখন ঠেলায় পড়ে প্রাইভেট বাস, গণপরিবহন ব্যবস্থা চালু করতেই হবে রাজ্য সরকারকে । দৈহিক দূরত্ব মেনে রাজ্য সরকারের উচিত বিশেষ ট্রেনের ব্যবস্থা করা । থার্মাল টেস্টের প্রয়োজন রয়েছে । দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গুজরাট এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে কোরোনা ভাইরাসের টেস্টের ব্যাপারে সক্রিয়তা নেই । কোরোনা মোকাবিলায় গুজরাট এবং পশ্চিমবঙ্গ মুখ থুবড়ে পড়েছে । 100 দিন আগে কেরালায় প্রথম ধরা পড়ে কোরোনা ভাইরাসের সংক্রমণ । এখন মাত্র 16 জন আক্রান্ত হয়ে কেরালার হাসপাতালে ভরতি ।"

কেরালা যা পারল, গোটা দেশ এবং পশ্চিমবঙ্গ কেন পারল না তা নিয়ে প্রশ্ন তুলেছেন মহম্মদ সেলিম । তাঁর মত, এই বিপদের সময় রাজ্যকে সাহায্য করতে এগিয়ে আসছে না কেন্দ্র সরকার । এই নিয়ে মহম্মদ সেলিম বলেছেন, "বিপদগ্রস্ত শ্রমিকদের দিকে তাকাচ্ছে না সরকার । অথচ সংবিধানে রয়েছে পরিযায়ী শ্রমিকদের যাবতীয় দায়িত্ব এবং কোয়ারানটিনে রাখার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের নিতে হবে । মহামারী মোকাবিলায় রাজ্য-কেন্দ্রকেই যৌথভাবে দায়িত্ব সহকারে কাজ করতে হবে । স্বাস্থ্যের জরুরি অবস্থা জারি হয়েছে গোটা দেশে । অন্য সময় কেন্দ্রীয় সরকার অযথা রাজ্যের কাজে হস্তক্ষেপ করে । এই সময় রাজ্যকে সাহায্য করতে এগিয়ে আসছে না কেন্দ্রীয় সরকার ।"

কলকাতা, 9 মে: কোরোনা পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের অফিসারের কাজ করতে দিচ্ছেন না । ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের ফেরানো নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের চিঠি প্রসঙ্গে কথা বলতে গিয়ে এমনই মন্তব্য করলেন CPI(M) পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম ।

CPI(M) কেন্দ্রীয় কমিটির সদস্যের মতে, "অমিত শাহ যে গাইডলাইন তৈরি করেছেন তাতে শ্রমিকদের মৃত্যু হতে পারে । এই পরিস্থিতিতে রাজ্যের পরিবহনমন্ত্রী উধাও হয়ে গিয়েছেন । গোলাগুলি, ভোট লুট এবং চিটফান্ডের সময় এইসব মন্ত্রীকে খুঁজে পাওয়া যাবে । এখন মুখ্যমন্ত্রীর টিম ভেঙে পড়েছে । তিনি অফিসারদের কাজ করতে দিচ্ছেন না । এখন রাজ্য যদি পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরার অনুমতি না দেয় তাহলে কি শ্রমিকরা ফিরবেন না ?" প্রশ্ন তুলেছেন মহম্মদ সেলিম ।

তাঁর দাবি, "অবিলম্বে রেল দপ্তরের প্রশিক্ষিত কর্মী, প্যারামিলিটারি সহ সকলকে শ্রমিক উদ্ধারের কাজে লাগাতে হবে । প্রয়োজনে রাজ্যের ছাত্র, যুবক, বিজ্ঞান কর্মী, স্বাস্থ্যকর্মীরা এবং রাজ্যের বামপন্থী সব শক্তিকে কাজে লাগানো হবে পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানোর জন্য ।" ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, "অমিত শাহ নাটক করছেন । শ্রমিকদের ফেরানো নিয়ে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার অযথা জটিলতা সৃষ্টি করছে । চিঠি-চাপাটি,টুইট, তর্কাতর্কি হচ্ছে দুই সরকারের মধ্যে ।"

মহম্মদ সেলিমের অভিযোগ, "দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছে না দেশ এবং রাজ্য সরকার । দিল্লির হত্যা এবং নমস্তে ট্রাম্প করেছিলেন অমিত শাহ । আর রাজ্য সরকারের পক্ষাঘাত হয়েছে । নড়াচড়া বন্ধ করে দিয়েছেন তারা । রাজ্য সরকারের কোনও হেল্পলাইন, টেলিফোন নম্বর এবং মোবাইল অ্যাপস কাজ করছে না । তৃণমূলের নেতারা শুধু চাল চুরি ছাড়া অন্য কোথাও সক্রিয় নেই । অন্যদিকে কেন্দ্র শুধু ঘোষণা করে চলেছে । অতিরিক্ত ট্রেন চালাবার হিম্মত নেই কেন্দ্রীয় সরকারের । এখন ঠেলায় পড়ে প্রাইভেট বাস, গণপরিবহন ব্যবস্থা চালু করতেই হবে রাজ্য সরকারকে । দৈহিক দূরত্ব মেনে রাজ্য সরকারের উচিত বিশেষ ট্রেনের ব্যবস্থা করা । থার্মাল টেস্টের প্রয়োজন রয়েছে । দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গুজরাট এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে কোরোনা ভাইরাসের টেস্টের ব্যাপারে সক্রিয়তা নেই । কোরোনা মোকাবিলায় গুজরাট এবং পশ্চিমবঙ্গ মুখ থুবড়ে পড়েছে । 100 দিন আগে কেরালায় প্রথম ধরা পড়ে কোরোনা ভাইরাসের সংক্রমণ । এখন মাত্র 16 জন আক্রান্ত হয়ে কেরালার হাসপাতালে ভরতি ।"

কেরালা যা পারল, গোটা দেশ এবং পশ্চিমবঙ্গ কেন পারল না তা নিয়ে প্রশ্ন তুলেছেন মহম্মদ সেলিম । তাঁর মত, এই বিপদের সময় রাজ্যকে সাহায্য করতে এগিয়ে আসছে না কেন্দ্র সরকার । এই নিয়ে মহম্মদ সেলিম বলেছেন, "বিপদগ্রস্ত শ্রমিকদের দিকে তাকাচ্ছে না সরকার । অথচ সংবিধানে রয়েছে পরিযায়ী শ্রমিকদের যাবতীয় দায়িত্ব এবং কোয়ারানটিনে রাখার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের নিতে হবে । মহামারী মোকাবিলায় রাজ্য-কেন্দ্রকেই যৌথভাবে দায়িত্ব সহকারে কাজ করতে হবে । স্বাস্থ্যের জরুরি অবস্থা জারি হয়েছে গোটা দেশে । অন্য সময় কেন্দ্রীয় সরকার অযথা রাজ্যের কাজে হস্তক্ষেপ করে । এই সময় রাজ্যকে সাহায্য করতে এগিয়ে আসছে না কেন্দ্রীয় সরকার ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.