কলকাতা, 3 মে: ফের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া ভাষায় সমালোচনা করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । তিনি তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামিল হওয়াকেই কড়া ভাষায় সমালোচনা করলেন ।
বুধবার সাংবাদিকদের মহম্মদ সেলিম বলেন, "মোমের পুতুল গলে যেতেই পিসি যাচ্ছে । পিসি ভাইপো একই দলে নামছে । ভাইপোকে দিয়ে জল মাপাতে গিয়েছিল । ডাল গলছে না । তাই, ফুল ফোর্সকে কাজে লাগানো হচ্ছে । আবার কালীঘাটের ফোর্সকে পাঠানো হচ্ছে । নতুন তৃণমূলে কাজ হচ্ছে না বলে পুরনো চাল ভাতে বাড়ে বলে পুরনো চালকে যোগ দিচ্ছে হচ্ছে ।"
প্রসঙ্গত, গত 25 এপ্রিল কোচবিহার তৃণমূলে নবজোয়ার কর্মসূচি শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ এই কর্মসূচিতে টানা দু’মাস ধরে শুধু তাঁর জনসংযোগ করার কথা ৷ যা শেষ হওয়ার কথা দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে ৷ সেই কর্মসূচিতে এতদিন শুধু অভিষেক থাকলেও শনিবার উপস্থিত হবেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷
একই সঙ্গে বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে ও অফিসে কেন্দ্রীয় এজেন্সির হানা প্রসঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদক বলেন, ‘‘কৃষ্ণ কল্যাণী এখনও কাগজে কলমে বিজেপি বিধায়ক । কিন্তু, তৃণমূলের বিধায়ক । আবার পিএসি চেয়ারম্যান । মুকুল এখন আবার বিজেপি । কে কখন কোথায়, তা বোঝা যাচ্ছে না । তৃণমূলে থাকলে দিল্লির এজেন্সি । আর বেড়া টপকে বিজেপিতে গেলে রাজ্যের এজেন্সি । আমরা বিমল গুরুং এর সময় দেখেছি । শুভেন্দু, মুকুলকে ডেকেছিল । নিমকি, সিঙাড়া খাইয়ে বিজেপিতে যোগ দেবে কবে তা জানতে চেয়েছিল । একই ভাবে সিআইডি ডাকে । ওরা ইনভেস্টিগেশন এজেন্সি নয়, রিক্রুটমেন্ট এজেন্সি ।"
কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে মহিলা তৃণমূলের 36 ঘণ্টার ধর্নায় বসা প্রসঙ্গ মহম্মদ সেলিম বলেন, "অপদার্থ এমপি তৃণমূলের । দিল্লিতে যাচ্ছে না কেন ? মাঠে না বসে গ্যালারিতে বসছে । মোদিকে আম পাঠাবে । আর এখানে আমাশা হবে ।" মানিক ভট্টাচার্যের একাধিকবার প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান পদে বসা প্রসঙ্গ তুলে সেলিম বলেন, "আগেই বলেছি, মন্ত্রিসভা সব জানত । এরা সব নাট বল্টু । নাটের গুরু কালীঘাটে বসে আছে । মানিক ভট্টাচার্য কে ? ঘনিষ্ট বন্ধুকে নির্বাচিত না করলে এটা হত না ।"
আরও পড়ুন: লক্ষ্মীবারে ইংরেজবাজারে তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে একমঞ্চে মমতা ও অভিষেক