ETV Bharat / state

Biman Slams Abhishek: সিবিআই ডাকতে পারে বুঝেই নবজোয়ার যাত্রা, অভিষেককে কটাক্ষ বিমানের

কুন্তলের চিঠি মামলায় সিবিআইয়ের কাছে শনিবার হাজিরা দিয়েছেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেই নিয়ে তাঁকে কটাক্ষ করলেন বিমান বসু ৷ বর্ষীয়ান এই সিপিএম নেতার দাবি, সিবিআই ডাকতে পারে বুঝেই নবজোয়ার যাত্রা করছেন অভিষেক ৷

Biman Slams Abhishek
Biman Slams Abhishek
author img

By

Published : May 20, 2023, 2:29 PM IST

Updated : May 20, 2023, 3:24 PM IST

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রাকে কটাক্ষ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর

কলকাতা, 20 মে: সিবিআইয়ের ডাকে সাড়া দিয়ে শনিবার সকালে নির্ধারিত সময়ে নিজাম প্যালেসে পৌঁছেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । যা নিয়ে সকাল থেকে তোলপাড় চলছে রাজ্য রাজনীতিতে । এই প্রসঙ্গেই মন্তব্য করতে গিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রাকে কটাক্ষ করেছেন।

বিমান বসুর মতে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চুরি ও দুর্নীতি মামলায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারে, তা আগেই অনুমান করতে পেরেছিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । এই কারণেই নজর ঘোরাতে তথাকথিত নবজোয়ার যাত্রা শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

তিনি আরও বলেন, "বাঁকুড়াতে আমি গিয়েছিলাম । শুনলাম, বাঁকুড়ায় যে গাড়ির মিছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন তাতে 103টি গাড়ি ছিল । সব মিলিয়ে 103টি গাড়ি ছিল, তা কেউ কেউ গুনেছেন । এতগুলো গাড়ি তো প্রধানমন্ত্রীর কোনও অনুষ্ঠানে থাকে না । রাষ্ট্রপতির কোনও প্রোগ্রামে থাকে না । মুখ্যমন্ত্রীর সময় তো থাকেই না । আর যে কারণেই এই এতগুলো গাড়ি ছিল, সেই কারণে সেই দেমাগে নানারকম মন্তব্য করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । কিন্তু যত বড় নেতা, তার মাপ বুঝে কথা বলা উচিত ।"

এদিকে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ নিয়ে টুইট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর সরকারের উন্নয়নকে দমানোর চেষ্টা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন । একই সঙ্গে 34 বছরের বামফ্রন্টের সরকারকে আক্রমণ করেছেন মমতা ৷ রাজ্যে উন্নয়নের যজ্ঞ চলছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী ।

সেই প্রসঙ্গেই তৃণমূল নেতা মদন মিত্রের এসএসকেএম প্রসঙ্গ তুলে তৃণমূল সরকারকেই কড়া সমালোচনা করলেন বিমান বসু । তিনি বলেন, "কীরকম উন্নয়ন চলছে, তা মদন মিত্রের কথাতেই বোঝা যাচ্ছে । আজকে তো শুনলাম । দেখলাম টিভিতে । মদন মিত্র এসএসকেএমের পরিষেবা নিয়ে কী বলেছেন । কিন্তু, এসএসকেএম নিয়ে তো রাজ্যজুড়ে নানা কর্মযজ্ঞের কথা তুলে ধরা হয় । মদন মিত্র তো তৃণমূল নেতা । নতুন করে কী বলব ।"

আরও পড়ুন: অভিষেককে সিবিআই নোটিশ নিয়ে উত্তর এড়ালেন ফিরহাদ, সরব বিরোধীরা

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রাকে কটাক্ষ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর

কলকাতা, 20 মে: সিবিআইয়ের ডাকে সাড়া দিয়ে শনিবার সকালে নির্ধারিত সময়ে নিজাম প্যালেসে পৌঁছেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । যা নিয়ে সকাল থেকে তোলপাড় চলছে রাজ্য রাজনীতিতে । এই প্রসঙ্গেই মন্তব্য করতে গিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রাকে কটাক্ষ করেছেন।

বিমান বসুর মতে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চুরি ও দুর্নীতি মামলায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারে, তা আগেই অনুমান করতে পেরেছিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । এই কারণেই নজর ঘোরাতে তথাকথিত নবজোয়ার যাত্রা শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

তিনি আরও বলেন, "বাঁকুড়াতে আমি গিয়েছিলাম । শুনলাম, বাঁকুড়ায় যে গাড়ির মিছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন তাতে 103টি গাড়ি ছিল । সব মিলিয়ে 103টি গাড়ি ছিল, তা কেউ কেউ গুনেছেন । এতগুলো গাড়ি তো প্রধানমন্ত্রীর কোনও অনুষ্ঠানে থাকে না । রাষ্ট্রপতির কোনও প্রোগ্রামে থাকে না । মুখ্যমন্ত্রীর সময় তো থাকেই না । আর যে কারণেই এই এতগুলো গাড়ি ছিল, সেই কারণে সেই দেমাগে নানারকম মন্তব্য করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । কিন্তু যত বড় নেতা, তার মাপ বুঝে কথা বলা উচিত ।"

এদিকে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ নিয়ে টুইট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর সরকারের উন্নয়নকে দমানোর চেষ্টা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন । একই সঙ্গে 34 বছরের বামফ্রন্টের সরকারকে আক্রমণ করেছেন মমতা ৷ রাজ্যে উন্নয়নের যজ্ঞ চলছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী ।

সেই প্রসঙ্গেই তৃণমূল নেতা মদন মিত্রের এসএসকেএম প্রসঙ্গ তুলে তৃণমূল সরকারকেই কড়া সমালোচনা করলেন বিমান বসু । তিনি বলেন, "কীরকম উন্নয়ন চলছে, তা মদন মিত্রের কথাতেই বোঝা যাচ্ছে । আজকে তো শুনলাম । দেখলাম টিভিতে । মদন মিত্র এসএসকেএমের পরিষেবা নিয়ে কী বলেছেন । কিন্তু, এসএসকেএম নিয়ে তো রাজ্যজুড়ে নানা কর্মযজ্ঞের কথা তুলে ধরা হয় । মদন মিত্র তো তৃণমূল নেতা । নতুন করে কী বলব ।"

আরও পড়ুন: অভিষেককে সিবিআই নোটিশ নিয়ে উত্তর এড়ালেন ফিরহাদ, সরব বিরোধীরা

Last Updated : May 20, 2023, 3:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.