ETV Bharat / state

CPIM Seeks Feedback: সাধারণের মতামত জানতে ফর্ম হাতে দুয়ারে সিপিএম - দুয়ারে সিপিআইএম

পঞ্চায়েত নির্বাচনের আগে (Panchayat Election) সাধারণ মানুষের মতামত জানতে ফর্ম হাতে দুয়ারে হাজির হতে চলেছে সিপিআইএম (CPIM Seeks Feedback)৷ 'আপনার মতামত' শীর্ষক সেই ফর্মে 18টি প্রশ্ন থাকবে (CPIM distributes form to get public opinion)৷

CPIM distributes form to get public opinion before Panchayat Election
সাধারণের মতামত জানতে ফর্ম হাতে দুয়ারে সিপিএম
author img

By

Published : Nov 2, 2022, 1:51 PM IST

কলকাতা, 2 নভেম্বর: পঞ্চায়েত নির্বাচনের আগে মানুষের দুয়ারে সিপিআইএম (CPIM Seeks Feedback)। "আপনার মতামত" শীর্ষক 18টি প্রশ্ন সাজানো ফর্ম হাতে সাধারণের ঘরে ঘরে পৌঁছচ্ছেন সিপিআইএম কর্মী-সমর্থকরা । পাড়ায় পাড়ায় বসানো হচ্ছে ড্রপবক্স । ফর্মে সাজানো প্রশ্নের উত্তর লিখে সাধারণ মানুষ ড্রপবক্সে জমা দিতে পারেন (CPIM distributes form to get public opinion)। Md Salim: 'গুজরাত মডেল বলা বন্ধ করুন, বলুন মোদি মডেল' ! টুইটারের তোপ সেলিমের

প্রাথমিকভাবে আসানসোল-দুর্গাপুর পৌরসভা এলাকায় এই ফর্ম হাতে সিপিআইএম কর্মী সমর্থকরা সাধারণের ঘরে পৌঁছচ্ছেন । আগামী দিনে এই কর্মসূচি গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিটি গ্রামে সাধারণের ঘরে পৌঁছনো হবে বলে সিপিআইএম সূত্রের খবর । বামপন্থী ছাত্র যুব মহিলা গণসংগঠনের কর্মী সমর্থকরা সাধারণ মানুষের থেকে এইভাবে মতামত সংগ্রহ করছেন । যাতে হারানো জমি কিছুটা হলেও পঞ্চায়েত নির্বাচনের আগে ফেরানো সম্ভব হয় ।

কী কী প্রশ্ন আছে সেই ফর্মে ? সিপিআইএম সূত্রে খবর, এলাকায় বামপন্থীদের অবস্থান এবং শাসকদলের তথা সরকারের আচার-আচরণ ও সুযোগ-সুবিধা সংক্রান্ত প্রশ্ন রয়েছে । যেমন, 'এলাকায় গত 10 বছরে কোন কারখানা হয়েছে ? আপনার পরে কে কে নতুন কেউ চাকরি পেয়েছে গত 10 বছরে ? সার্টিফিকেট বা কাউন্সিলর কিংবা গ্রাম সদস্যকে প্রয়োজনে পান ? চিকিৎসা পরিষদ ক্রমশই দুর্মূল্য হয়ে উঠেছে এ বিষয়ে আপনার মত কী ? নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে কোটি কোটি টাকা চুরির অভিযোগ উঠছে, এ রকম হলে চলবে তো ? এ রকম 18টি প্রশ্নে সাজানো ফর্ম গতকাল মঙ্গলবারই দুর্গাপুরের দেশবন্ধু নগর, দুর্গাপুর স্টেশন, সাগর ডাঙা মুসলিম পাড়া-সহ বিভিন্ন এলাকায় বিতরণ করা হয়েছে ।

CPIM distributes forms to get public opinion before Panchayat Election
দুয়ারে সিপিএম

আরও পড়ুন: 'গুজরাত মডেল বলা বন্ধ করুন, বলুন মোদি মডেল' ! টুইটারের তোপ সেলিমের

হঠাৎ কেন এই উদ্যোগ ? দুর্গাপুর এলাকার এক সিপিআইএম নেতার কথায়, "গত কয়েকটি নির্বাচনে, বিশেষ করে 2017 সালে দুর্গাপুর পৌরসভার ভোট এক কলঙ্কিত অধ্যায় । ভোট লুট, হিংসা এতটাই ভয়াবহ ছিল, যা আগে কখনও মানুষ দেখেনি । এখন যেভাবে প্রশাসন চলছে, তাতে নাগরিক পরিষেবা তলানিতে । সার্বিকভাবে মানুষের অভিজ্ঞতাকে সঞ্চয় করে আমরা দ্রুত ভোট চাইছি ।"

কলকাতা, 2 নভেম্বর: পঞ্চায়েত নির্বাচনের আগে মানুষের দুয়ারে সিপিআইএম (CPIM Seeks Feedback)। "আপনার মতামত" শীর্ষক 18টি প্রশ্ন সাজানো ফর্ম হাতে সাধারণের ঘরে ঘরে পৌঁছচ্ছেন সিপিআইএম কর্মী-সমর্থকরা । পাড়ায় পাড়ায় বসানো হচ্ছে ড্রপবক্স । ফর্মে সাজানো প্রশ্নের উত্তর লিখে সাধারণ মানুষ ড্রপবক্সে জমা দিতে পারেন (CPIM distributes form to get public opinion)। Md Salim: 'গুজরাত মডেল বলা বন্ধ করুন, বলুন মোদি মডেল' ! টুইটারের তোপ সেলিমের

প্রাথমিকভাবে আসানসোল-দুর্গাপুর পৌরসভা এলাকায় এই ফর্ম হাতে সিপিআইএম কর্মী সমর্থকরা সাধারণের ঘরে পৌঁছচ্ছেন । আগামী দিনে এই কর্মসূচি গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিটি গ্রামে সাধারণের ঘরে পৌঁছনো হবে বলে সিপিআইএম সূত্রের খবর । বামপন্থী ছাত্র যুব মহিলা গণসংগঠনের কর্মী সমর্থকরা সাধারণ মানুষের থেকে এইভাবে মতামত সংগ্রহ করছেন । যাতে হারানো জমি কিছুটা হলেও পঞ্চায়েত নির্বাচনের আগে ফেরানো সম্ভব হয় ।

কী কী প্রশ্ন আছে সেই ফর্মে ? সিপিআইএম সূত্রে খবর, এলাকায় বামপন্থীদের অবস্থান এবং শাসকদলের তথা সরকারের আচার-আচরণ ও সুযোগ-সুবিধা সংক্রান্ত প্রশ্ন রয়েছে । যেমন, 'এলাকায় গত 10 বছরে কোন কারখানা হয়েছে ? আপনার পরে কে কে নতুন কেউ চাকরি পেয়েছে গত 10 বছরে ? সার্টিফিকেট বা কাউন্সিলর কিংবা গ্রাম সদস্যকে প্রয়োজনে পান ? চিকিৎসা পরিষদ ক্রমশই দুর্মূল্য হয়ে উঠেছে এ বিষয়ে আপনার মত কী ? নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে কোটি কোটি টাকা চুরির অভিযোগ উঠছে, এ রকম হলে চলবে তো ? এ রকম 18টি প্রশ্নে সাজানো ফর্ম গতকাল মঙ্গলবারই দুর্গাপুরের দেশবন্ধু নগর, দুর্গাপুর স্টেশন, সাগর ডাঙা মুসলিম পাড়া-সহ বিভিন্ন এলাকায় বিতরণ করা হয়েছে ।

CPIM distributes forms to get public opinion before Panchayat Election
দুয়ারে সিপিএম

আরও পড়ুন: 'গুজরাত মডেল বলা বন্ধ করুন, বলুন মোদি মডেল' ! টুইটারের তোপ সেলিমের

হঠাৎ কেন এই উদ্যোগ ? দুর্গাপুর এলাকার এক সিপিআইএম নেতার কথায়, "গত কয়েকটি নির্বাচনে, বিশেষ করে 2017 সালে দুর্গাপুর পৌরসভার ভোট এক কলঙ্কিত অধ্যায় । ভোট লুট, হিংসা এতটাই ভয়াবহ ছিল, যা আগে কখনও মানুষ দেখেনি । এখন যেভাবে প্রশাসন চলছে, তাতে নাগরিক পরিষেবা তলানিতে । সার্বিকভাবে মানুষের অভিজ্ঞতাকে সঞ্চয় করে আমরা দ্রুত ভোট চাইছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.