কলকাতা, 8 সেপ্টেম্বর : ভবানীপুর উপনির্বাচনে বামফ্রন্টের প্রার্থী হচ্ছেন শ্রীজীব বিশ্বাস । আইনজীবী শ্রীজীব বিশ্বাস 30 সেপ্টেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন । স্বাভাবিকভাবেই লড়াই কঠিন প্রতিপক্ষ প্রার্থীদের কাছে । যদিও এই নিয়ে সরাসরি মুখ খুলতে রাজি নন প্রাক্তন ডিওয়াইএফআই নেতা । তবে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাদের লড়াই সারা বছরের । তাই একটি নির্বাচনে লড়াই দিয়ে তার মূল্যায়ন করা ঠিক নয় । অন্যদিকে সামশেরগঞ্জ ও জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থীরও নাম ঘোষণা করা হয়েছে ৷
কংগ্রেস ভবানীপুর উপনির্বাচনে প্রার্থী না দেওয়ার কথা ঘোষণা করেছে । কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে লড়াইয়ের জমি ছাড়তে রাজি নয় বামেরা । ইতিমধ্যে তারা কেবলমাত্র ভবানীপুর উপনির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের ঘোষণাকে কটাক্ষ করেছে । এই কেন্দ্রের উপনির্বাচন ঘিরে রাজ্যের মুখ্যসচিবের বাড়তি উদ্যোগকে সমালোচনা করেছে বামেরা । এই অবস্থায় বিধানসভা নির্বাচনে এখনও পর্যন্ত একটিও আসন না পাওয়া বামফ্রন্ট শাসকদলের সবচেয়ে হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে লড়াই করে ঘুরে দাঁড়ানোর বার্তা দিতে চায় ।
আরও পড়ুন, Mamata Banerjee: নন্দীগ্রামে প্রচুর ছাপ্পা হয়েছে, ভবানীপুরের কর্মিসভায় তোপ মমতার
বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । বিজেপির প্রার্থী হয়েছিলেন শুভেন্দু অধিকারী । দুই হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে মাটি কামড়ানো লড়াই ছুড়ে দিয়েছিলেন বাম প্রার্থী মিনাক্ষী মুখোপাধ্যায় । সেকথা মাথায় রেখেই ভবানীপুর উপনির্বাচনের প্রার্থী নিয়ে আলোচনায় বসে মিনাক্ষীর নামও উঠেছিল । কথা হয়েছিল নন্দিনী মুখোপাধ্যায়ের নাম নিয়েও । শেষপর্যন্ত শ্রীজীব বিশ্বাসকে মনোনীত করা হয় ।
এদিকে, 30 সেপ্টেম্বর ভবানীপুরের পাশাপাশি আরও দুই কেন্দ্রে নির্বাচন রয়েছে ৷ তবে ভবানীপুরে উপনির্বাচন ৷ আর সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে হচ্ছে সাধারণ নির্বাচন ৷ কারণ নির্বাচনের আগেই ওই দুই কেন্দ্রের প্রার্থী মারা যান ৷ এই দুই কেন্দ্রেও প্রার্থী ঘোষণা করেছে বামেরা ৷ 56-র সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনিত সিপিএম প্রার্থী হচ্ছেন মহঃ মোদাসসার হোসেন ৷ 58 জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের মফ্রন্ট মনোনিত আর এস পি প্রার্থী হচ্ছেন জানে আলম মিঞা ৷