ETV Bharat / state

Ballygunge By Poll 2022 Result : বুদ্ধদেব ভট্টাচার্যের ওয়ার্ডে জিতল সিপিএম

ফের কি প্রাসঙ্গিক হয়ে উঠছে কাস্তে হাতুড়ি ? বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওয়ার্ডে এগিয়ে থেকে শেষ পর্যন্ত জয় তুল নিল সিপিএম (Ballygunge By Poll 2022 Result) ৷

Ballygunge By Poll CPIM
বুদ্ধদেব ভট্টাচার্যের ওয়ার্ডে জিতল সিপিএম
author img

By

Published : Apr 16, 2022, 12:21 PM IST

Updated : Apr 16, 2022, 4:54 PM IST

কলকাতা, 16 এপ্রিল : প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর 65 নম্বর ওয়ার্ডে এক সময় 1 হাজার 200 ভোটে এগিয়ে ছিল সিপিএম । এই ওয়ার্ডের গণনা শেষে তৃণমূলকে পিছনে ফেলে দেয় লাল ঝান্ডাধারীরা (CPIM Candidate Saira Shah Halim leads for 1200 votes in Ballygunge By Poll) ৷

বালিগঞ্জে দ্বাদশ রাউন্ডের গণনা শেষে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট 33 হাজার 660টি । 25 হাজার 473টি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে বামেরা । অনেকটা পিছনে পড়ে বিজেপির প্রাপ্ত ভোট 5 হাজার 438 । আর কংগ্রেসের প্রার্থীর ঝুলিতে গিয়েছে 4 হাজার 525টি ভোট ।

শেষ পর্যন্ত শাসকদলের প্রার্থী বাবুল সুপ্রিয় প্রায় 20 হাজার ভোটে হারান নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএমের সায়রা শাহ হালিমকে (TMC candidate Babul Supriyo wins in Ballygunge Assembly Constituency) ৷ বামফ্রন্ট বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে দ্বিতীয় স্থানে শেষ করলেও 64 ও 65 নম্বর ওয়ার্ডে জিতেছে তারা ৷

আরও পড়ুন :আসানসোলে বিহারীবাবুর বাজিমাত, নিজের কেন্দ্রেই হারলেন অগ্নিমিত্রা

কলকাতা, 16 এপ্রিল : প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর 65 নম্বর ওয়ার্ডে এক সময় 1 হাজার 200 ভোটে এগিয়ে ছিল সিপিএম । এই ওয়ার্ডের গণনা শেষে তৃণমূলকে পিছনে ফেলে দেয় লাল ঝান্ডাধারীরা (CPIM Candidate Saira Shah Halim leads for 1200 votes in Ballygunge By Poll) ৷

বালিগঞ্জে দ্বাদশ রাউন্ডের গণনা শেষে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট 33 হাজার 660টি । 25 হাজার 473টি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে বামেরা । অনেকটা পিছনে পড়ে বিজেপির প্রাপ্ত ভোট 5 হাজার 438 । আর কংগ্রেসের প্রার্থীর ঝুলিতে গিয়েছে 4 হাজার 525টি ভোট ।

শেষ পর্যন্ত শাসকদলের প্রার্থী বাবুল সুপ্রিয় প্রায় 20 হাজার ভোটে হারান নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএমের সায়রা শাহ হালিমকে (TMC candidate Babul Supriyo wins in Ballygunge Assembly Constituency) ৷ বামফ্রন্ট বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে দ্বিতীয় স্থানে শেষ করলেও 64 ও 65 নম্বর ওয়ার্ডে জিতেছে তারা ৷

আরও পড়ুন :আসানসোলে বিহারীবাবুর বাজিমাত, নিজের কেন্দ্রেই হারলেন অগ্নিমিত্রা

Last Updated : Apr 16, 2022, 4:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.