ETV Bharat / state

76th Independence Day জাতীয় পতাকা উত্তোলন করে কেন্দ্রকে একযোগে আক্রমণ সিপিএম ও কংগ্রেসের - CPIM and Congress Attacked the Central Government

76তম স্বাধীনতা দিবসে পতাকা উত্তলন করে কেন্দীর সরকারের বিরুদ্ধে তোপ দাগল কংগ্রেস-সিপিএম (CPIM and Congress Attacked the Central Government) ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 15, 2022, 1:54 PM IST

কলকাতা, 15 অগস্ট: দেশের 76তম স্বাধীনতা দিবস পালন করে কেন্দ্রের মোদি সরকারকে একযোগে কড়া আক্রমণ করল সিপিএম-কংগ্রেস । বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, প্রদেশ কংগ্রেস সহ সভাপতি অসিত মিত্ররা মোদির নেতৃত্বে দেশের সার্বিক পরিস্থিতি খারাপ হচ্ছে বলে অভিযোগ করেন (CPIM and Congress Attacked the Central Government) ।

বিমান বসু বলেন, "ব্রিটিশ সাম্রাজ্যবাদের মতো দেশের সাধারণ মানুষের মধ্যে বিভেদ ছড়ানোর চেষ্টা চলছে । যে মানুষের মাথার ছাদ নেই, থাকার জায়গা নেই, সেখানে দাঁড়িয়ে হর ঘর তিরঙ্গার কথা বলা হচ্ছে । তাও যদি সরকারি উদ্যোগে প্রত্যেকের বাড়িতে বিনামূল্যে জাতীয় পতাকা পৌঁছে দেওয়া হতো, মানা যেত । সেটাও হচ্ছে না । রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পরিবারতন্ত্র কায়েম করতে চাইছে বিজেপি সরকার ।" আজকের স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি সাভারকারের কথা বলেছেন । সেই সাভারকারই ব্রিটিশদের কাছে মুচলেকা দিয়েছিলেন । সাভারকর স্বাধীনতা সংগ্রামী হলে মুচলেকা কেন দিয়েছিলেন?

জাতীয় পতাকা উত্তোলন করে কেন্দ্রকে একযোগে আক্রমণ সিপিএম ও কংগ্রেসের

আরও পড়ুন: স্বাধীনতার সকালে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী মোদি, সোনিয়া,রাহুল ও মমতার

ভারতের 76তম স্বাধীনতা দিবস সাড়ম্বরে পালিত হল সিপএমের সদর দফতর মুজাফফর আহমেদ ভবনে । বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু পতাকা উত্তোলন করেন । একইসঙ্গে স্বাধীনতা সংগ্রামের শহিদদের প্রতি পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান সিপিআইএম নেতৃত্ব । বিমান বসু এদিন কেন্দ্রের বিরুদ্ধে নানা ইস্যুতে তোপ দাগেন ।

অন্যদিকে এদিন প্রদেশ কংগ্রেস ভবনেও জাতীয় পতাকা উত্তোলন করে দেশের প্রতি সম্মান জানানো হয় । প্রদেশ কংগ্রেস সহ সভাপতি অসিত মিত্র পতাকা উত্তোলন করেন । এরপর জাতীয় সংগীত গাওয়া হয় । পরে গান্ধীজীর মূর্তিতেও মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয় । পাশাপাশি নানা ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন অসিত।

কলকাতা, 15 অগস্ট: দেশের 76তম স্বাধীনতা দিবস পালন করে কেন্দ্রের মোদি সরকারকে একযোগে কড়া আক্রমণ করল সিপিএম-কংগ্রেস । বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, প্রদেশ কংগ্রেস সহ সভাপতি অসিত মিত্ররা মোদির নেতৃত্বে দেশের সার্বিক পরিস্থিতি খারাপ হচ্ছে বলে অভিযোগ করেন (CPIM and Congress Attacked the Central Government) ।

বিমান বসু বলেন, "ব্রিটিশ সাম্রাজ্যবাদের মতো দেশের সাধারণ মানুষের মধ্যে বিভেদ ছড়ানোর চেষ্টা চলছে । যে মানুষের মাথার ছাদ নেই, থাকার জায়গা নেই, সেখানে দাঁড়িয়ে হর ঘর তিরঙ্গার কথা বলা হচ্ছে । তাও যদি সরকারি উদ্যোগে প্রত্যেকের বাড়িতে বিনামূল্যে জাতীয় পতাকা পৌঁছে দেওয়া হতো, মানা যেত । সেটাও হচ্ছে না । রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পরিবারতন্ত্র কায়েম করতে চাইছে বিজেপি সরকার ।" আজকের স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি সাভারকারের কথা বলেছেন । সেই সাভারকারই ব্রিটিশদের কাছে মুচলেকা দিয়েছিলেন । সাভারকর স্বাধীনতা সংগ্রামী হলে মুচলেকা কেন দিয়েছিলেন?

জাতীয় পতাকা উত্তোলন করে কেন্দ্রকে একযোগে আক্রমণ সিপিএম ও কংগ্রেসের

আরও পড়ুন: স্বাধীনতার সকালে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী মোদি, সোনিয়া,রাহুল ও মমতার

ভারতের 76তম স্বাধীনতা দিবস সাড়ম্বরে পালিত হল সিপএমের সদর দফতর মুজাফফর আহমেদ ভবনে । বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু পতাকা উত্তোলন করেন । একইসঙ্গে স্বাধীনতা সংগ্রামের শহিদদের প্রতি পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান সিপিআইএম নেতৃত্ব । বিমান বসু এদিন কেন্দ্রের বিরুদ্ধে নানা ইস্যুতে তোপ দাগেন ।

অন্যদিকে এদিন প্রদেশ কংগ্রেস ভবনেও জাতীয় পতাকা উত্তোলন করে দেশের প্রতি সম্মান জানানো হয় । প্রদেশ কংগ্রেস সহ সভাপতি অসিত মিত্র পতাকা উত্তোলন করেন । এরপর জাতীয় সংগীত গাওয়া হয় । পরে গান্ধীজীর মূর্তিতেও মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয় । পাশাপাশি নানা ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন অসিত।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.