ETV Bharat / state

কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে ক্ষোভ CPI-এর - পোস্টার

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে CPI-এর কমিউনিস্ট পার্টির শতবর্ষ পালনকে কটাক্ষ করে পোস্টার পড়ছে শহরের বিভিন্ন জায়গায় । ইন্ডোর স্টেডিয়ামের পাশেই পোস্টার দেন কর্মীরা । রাজভবনের গেটের দিকেও এই পোস্টার পড়ে ।

পোস্টার
author img

By

Published : Oct 17, 2019, 6:04 PM IST

কলকাতা, 17 অক্টোবর: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন চলাকালীন শহরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাল CPI ৷ মার্কসবাদী কমিউনিস্ট পার্টি আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা দিবস পালন করে ৷ ঠিক একই সময় অনুষ্ঠানস্থান থেকে ঢিল ছোড়া দূরত্বে বিক্ষোভ দেখাল CPI ৷ শহরের বিভিন্ন জায়গায় এই অনুষ্ঠানকে ঘিরে কটাক্ষ পোস্টার লাগানো হয় ৷ তবে CPI-এর এই বিক্ষোভকে আনঅফিসিয়াল বলে মন্তব্য করেছেন CPI রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় । তবে আজ যে CPI(M)-এর উদ্যোগে কমিউনিস্ট পার্টির শতবর্ষের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে তার আমন্ত্রণপত্র পাননি বলে স্বপনবাবুর । এই ব্যাপারে তিনি দুঃখ প্রকাশ করেছেন ৷

ক্ষোভ প্রকাশ করেছেন CPI(M) বিধায়ক তন্ময় ভট্টাচার্য । তিনি বলেন, "ওরা ওদের নীতি, বিশ্বাস থেকে কমিউনিস্ট পার্টির জন্মশতবর্ষ আজ নয় বলে মনে করেন । আমরা ইতিহাস মেনে আজকে ভারতের কমিউনিস্ট পার্টির শতবর্ষ পালন করছি । ওরাও একটা কমিউনিস্ট পার্টি আমরাও একটা কমিউনিস্ট পার্টি ৷ ওদের একটা নীতি ও বিশ্বাস রয়েছে। আমাদের একটা নীতি এবং বিশ্বাস রয়েছে । ওদের বিশ্বাসকে আমরা অসম্মান করব না । আর আমাদের বিশ্বাসকে ওরা অসম্মান করলে সেটাকে মেনে নেওয়া যায় না ।"

তন্ময়বাবু জানান, 1920 সালের 17-ই অক্টোবর তাসখন্দে সাতজন মানুষ কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা করেছিলেন । সেই পার্টি তখন প্রকাশ্যে আসতে পারছিল না । 1921 সালে সেই পার্টি যারা কংগ্রেস থেকে গোপনে কাজ করত । প্রথম অধিবেশনেই স্বাধীনতার দাবি উত্থাপন করা হয় । 1925 সালে প্রথম কানপুরের সম্মেলন হয় । কিন্তু CPI মনে করে কমিউনিস্ট পার্টির জন্ম 1925 সালে ।

কলকাতা, 17 অক্টোবর: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন চলাকালীন শহরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাল CPI ৷ মার্কসবাদী কমিউনিস্ট পার্টি আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা দিবস পালন করে ৷ ঠিক একই সময় অনুষ্ঠানস্থান থেকে ঢিল ছোড়া দূরত্বে বিক্ষোভ দেখাল CPI ৷ শহরের বিভিন্ন জায়গায় এই অনুষ্ঠানকে ঘিরে কটাক্ষ পোস্টার লাগানো হয় ৷ তবে CPI-এর এই বিক্ষোভকে আনঅফিসিয়াল বলে মন্তব্য করেছেন CPI রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় । তবে আজ যে CPI(M)-এর উদ্যোগে কমিউনিস্ট পার্টির শতবর্ষের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে তার আমন্ত্রণপত্র পাননি বলে স্বপনবাবুর । এই ব্যাপারে তিনি দুঃখ প্রকাশ করেছেন ৷

ক্ষোভ প্রকাশ করেছেন CPI(M) বিধায়ক তন্ময় ভট্টাচার্য । তিনি বলেন, "ওরা ওদের নীতি, বিশ্বাস থেকে কমিউনিস্ট পার্টির জন্মশতবর্ষ আজ নয় বলে মনে করেন । আমরা ইতিহাস মেনে আজকে ভারতের কমিউনিস্ট পার্টির শতবর্ষ পালন করছি । ওরাও একটা কমিউনিস্ট পার্টি আমরাও একটা কমিউনিস্ট পার্টি ৷ ওদের একটা নীতি ও বিশ্বাস রয়েছে। আমাদের একটা নীতি এবং বিশ্বাস রয়েছে । ওদের বিশ্বাসকে আমরা অসম্মান করব না । আর আমাদের বিশ্বাসকে ওরা অসম্মান করলে সেটাকে মেনে নেওয়া যায় না ।"

তন্ময়বাবু জানান, 1920 সালের 17-ই অক্টোবর তাসখন্দে সাতজন মানুষ কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা করেছিলেন । সেই পার্টি তখন প্রকাশ্যে আসতে পারছিল না । 1921 সালে সেই পার্টি যারা কংগ্রেস থেকে গোপনে কাজ করত । প্রথম অধিবেশনেই স্বাধীনতার দাবি উত্থাপন করা হয় । 1925 সালে প্রথম কানপুরের সম্মেলন হয় । কিন্তু CPI মনে করে কমিউনিস্ট পার্টির জন্ম 1925 সালে ।

Intro:নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যখন ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি, তখন শহরের বিভিন্ন জায়গায় পোস্টার দিল সিপিআই। তারা বিক্ষোভ দেখিয়েছেন অনুষ্ঠানস্থল থেকে ঢিল ছোঁড়া দূরত্বে। যদিও সিপিআই বিক্ষোভকে আন অফিসিয়াল বলে মন্তব্য করেছেন সিপিআই রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়। যদিও আজকের সিপিআইএমের উদ্যোগে কমিউনিস্ট পার্টির শতবর্ষের অনুষ্ঠানের আমন্ত্রণপত্র না পেয়ে ব্যথিত সিপিআই রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়।


Body:নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সিপিআইএমের কমিউনিস্ট পার্টির শতবর্ষ পালন কে কটাক্ষ করে পোস্টার পড়লো শহরের বিভিন্ন জায়গায়। নেতাজি ইন্ডোরের পাশেই পোস্টার দিলো সিপিআই কর্মীরা। রাজ ভবনের গেটের দিকে এই পোস্টার পড়েছে।
যদিও বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, ওরা ওদের নীতি বিশ্বাস থেকে কমিউনিস্ট পার্টির জন্মশতবর্ষ আজ নয় বলে মনে করেন। আমরা ইতিহাস মেনে আজকে ভারতের কমিউনিস্ট পার্টির শতবর্ষ পালন করছি। ওদের বিশ্বাসকে আমরা অসম্মান করব না। আর আমাদের বিশ্বাসকে ওরা অসম্মান করলে সেটাকে মেনে নেওয়া যায় না।
১৯২০ সালের ১৭ ই অক্টোবর তাসখন্দে সাতজন মানুষ কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা করেছিলেন। সেই পার্টি তখন প্রকাশ্যে আসতে পারছিল না। ১৯২১ সালে সেই পার্টি যারা কংগ্রেস থেকে গোপনে কাজ করতেন। তাঁরা প্রথম অধিবেশন করলেন স্বাধীনতার দাবি উত্থাপন করে।১৯২৫ সালে প্রথম কানপুরের সম্মেলন হয়। সিপিআই মনে করে কমিউনিস্ট পার্টির জন্ম ১৯২৫ সালে। ওরাও একটা কমিউনিস্ট পার্টি আমরাও একটা কমিউনিস্ট পার্টি। ওদের একটা বিশ্বাস রয়েছে। আমাদের একটা নীতি এবং বিশ্বাস রয়েছে। বললেন সিপিআইএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.