কলকাতা, 30 এপ্রিল : কোরোনার তথ্য গোপন, রেশন দুর্নীতি সহ একাধিক অভিযোগে আজ পথে নামে বামেরা । বিমান বসু, সুজন চক্রবর্তীদের এই আন্দোলনকে এবার কটাক্ষ করলেন তৃণমূল নেতা তাপস রায়। বলেন, "সংকীর্ণ রাজনীতির রাস্তায় হাঁটছেন বাংলার বাম নেতারা। যা দুর্ভাগ্যজনক।"
লকডাউনের মাঝেই আজ আবারও পথে নেমে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে শামিল হলেন বাম নেতারা। কোরোনার তথ্য গোপন, রেশন দুর্নীতি সহ একাধিক অভিযোগ তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন তাঁরা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বামেদের পথে নেমে আন্দোলন করা নিয়ে ক্ষুব্ধ রাজ্যের শাসক দল ।
এপ্রসঙ্গে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা তাপস রায় বলেন, "খুব দুর্ভাগ্যজনক । বিশ্বজুড়ে কোরোনা ত্রাস। আর একেবারে সংকীর্ণ রাজনীতির রাস্তায় হাঁটছেন বাংলার বাম নেতারা। তাঁদের কাছে যথেষ্ট প্রামাণ্য নেই। থাকার কথাও নয়। তা সত্ত্বেও হঠাৎ করে রেশনে দুর্নীতি এবং কোরোনা মৃত্যুর খবর নিয়ে কথা বলছেন।"
তাপসবাবু আরও বলেন, "এই মুহূর্তে বর্তমান সরকারের বিরোধিতা করার জন্য আর কিছু পাচ্ছেন না তাঁরা । দীর্ঘ 9 বছরেও পাওয়া যায়নি। তাই এখন এসব করে মানুষকে আরও ভয় দেখানোর চেষ্টা করছেন । কিন্তু বাংলার মানুষ সব দেখছে।"