ETV Bharat / state

হৃদরোগে আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু, রিপোর্টে কোভিড পজিটিভ

Death on Covid in Kolkata: একবালপুরের হাসপাতালে করোনা পজিটিভ বৃদ্ধের মৃত্যুতে কলকাতায় ফের মাথাচাড়া দিচ্ছে আতঙ্ক ৷ বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার দিনই বৃহস্পতিবার মৃত্যু হয় ওই বৃদ্ধের ৷

Etv Bharat
করোনা পজিটিভ বৃদ্ধের মৃত্যু কলকাতায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 29, 2023, 6:31 AM IST

Updated : Dec 29, 2023, 12:30 PM IST

কলকাতা, 29 ডিসেম্বর: শহরে কোভিড পজিটিভ বৃদ্ধের মৃত্যু। একবালপুরের এক বেসরকারি হাসপাতালে বৃহস্পতিবার ভর্তি হয়েছিলেন 70 বছরের ওই বৃদ্ধ । হৃদরোগ-সহ বেশ কিছু সমস্যা ছিল তাঁর । সেপটিক শকেও ছিলেন তিনি । মৃত্যুর পর জানা যায় ওই ব্যক্তি করোনা পজিটিভ ।

যদিও বৃদ্ধের মৃত্যু নিয়ে কার্যত চুপ স্বাস্থ্য দফতর । সেখান থেকে এই বিষয়ে কিছুই জানা যাচ্ছে না। হাসপাতালের অনুমান হৃদরোগজনিত সমস্যাই মৃত্যুর কারণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের তথ্য অনুযায়ী, একদিনেই করোনায় মৃত্যু হয়েছে 6 জনের, এর মধ্যে এক জন ছিলেন কলকাতার । এই রিপোর্টের পরই কলকাতায় ফের কোভিড পজিটিভের মৃত্যু ।

মৃত ছয় জনের মধ্যে পাঁচজন দেশের অন্যান্য রাজ্যের । দু'জন মহারাষ্ট্রের, বাকি দিল্লি, কর্নাটক ও কেরলের । কোভিড আক্রান্ত হয়েছেন 700 জনেরও বেশি । দেশজুড়ে সক্রিয় আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই চার হাজার ছাড়িয়ে গিয়েছে ।

বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা মিললেও এখনও পর্যন্ত সেগুলি করোনার নয়া ভ্যারিয়েন্ট জেএন 1 কি না তার হদিশ মেলেনি । তবে দেশে সাব-ভ্যারিয়েন্ট JN.1 মিলেছে 109 জনের দেহে । যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে বলা হয়েছে, এখনও পর্যন্ত এই সাব ভ্যারিয়েন্টে সেরকম ভয়ের কোনও কারণ নেই । দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ জানিয়েছেন, ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট হল জে.এন 1 ৷ এই সাব ভ্যারিয়েন্টটি বিএ.2.86 বা পিরোলা নামে পরিচিত ওমিক্রন সাব ভ্যারিয়েন্টের একটি অংশ ৷ এই সাব ভ্যারিয়েন্টে প্রথম আক্রান্ত হন কেরলের বাসিন্দা ৷

দেশে আক্রান্তের সংখ্যা বাড়ায় দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস কোভিডের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে ৷ সেই নির্দেশিকায় বলা হয়েছে, করোনা পজিটিভ ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করতে হবে ৷

আরও পড়ুন :

1 করোনা প্রস্তুতি বুঝে নিতে রাজ্যের 31 হাসপাতালে মক ড্রিল

2 ফের রাজ্যে করোনার চোখ রাঙানি, নতুন করে আক্রান্ত 5; চিকিৎসা পরিকাঠামো খতিয়ে দেখতে পরিদর্শনে স্বাস্থ্য দফতর

3 হাইকোর্টে করোনা উদ্বেগ ! রাজ্যের গাইডলাইন এলেই রেজিস্টার জেনারেলকে জানানোর নির্দেশ প্রধান বিচারপতির

কলকাতা, 29 ডিসেম্বর: শহরে কোভিড পজিটিভ বৃদ্ধের মৃত্যু। একবালপুরের এক বেসরকারি হাসপাতালে বৃহস্পতিবার ভর্তি হয়েছিলেন 70 বছরের ওই বৃদ্ধ । হৃদরোগ-সহ বেশ কিছু সমস্যা ছিল তাঁর । সেপটিক শকেও ছিলেন তিনি । মৃত্যুর পর জানা যায় ওই ব্যক্তি করোনা পজিটিভ ।

যদিও বৃদ্ধের মৃত্যু নিয়ে কার্যত চুপ স্বাস্থ্য দফতর । সেখান থেকে এই বিষয়ে কিছুই জানা যাচ্ছে না। হাসপাতালের অনুমান হৃদরোগজনিত সমস্যাই মৃত্যুর কারণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের তথ্য অনুযায়ী, একদিনেই করোনায় মৃত্যু হয়েছে 6 জনের, এর মধ্যে এক জন ছিলেন কলকাতার । এই রিপোর্টের পরই কলকাতায় ফের কোভিড পজিটিভের মৃত্যু ।

মৃত ছয় জনের মধ্যে পাঁচজন দেশের অন্যান্য রাজ্যের । দু'জন মহারাষ্ট্রের, বাকি দিল্লি, কর্নাটক ও কেরলের । কোভিড আক্রান্ত হয়েছেন 700 জনেরও বেশি । দেশজুড়ে সক্রিয় আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই চার হাজার ছাড়িয়ে গিয়েছে ।

বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা মিললেও এখনও পর্যন্ত সেগুলি করোনার নয়া ভ্যারিয়েন্ট জেএন 1 কি না তার হদিশ মেলেনি । তবে দেশে সাব-ভ্যারিয়েন্ট JN.1 মিলেছে 109 জনের দেহে । যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে বলা হয়েছে, এখনও পর্যন্ত এই সাব ভ্যারিয়েন্টে সেরকম ভয়ের কোনও কারণ নেই । দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ জানিয়েছেন, ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট হল জে.এন 1 ৷ এই সাব ভ্যারিয়েন্টটি বিএ.2.86 বা পিরোলা নামে পরিচিত ওমিক্রন সাব ভ্যারিয়েন্টের একটি অংশ ৷ এই সাব ভ্যারিয়েন্টে প্রথম আক্রান্ত হন কেরলের বাসিন্দা ৷

দেশে আক্রান্তের সংখ্যা বাড়ায় দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস কোভিডের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে ৷ সেই নির্দেশিকায় বলা হয়েছে, করোনা পজিটিভ ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করতে হবে ৷

আরও পড়ুন :

1 করোনা প্রস্তুতি বুঝে নিতে রাজ্যের 31 হাসপাতালে মক ড্রিল

2 ফের রাজ্যে করোনার চোখ রাঙানি, নতুন করে আক্রান্ত 5; চিকিৎসা পরিকাঠামো খতিয়ে দেখতে পরিদর্শনে স্বাস্থ্য দফতর

3 হাইকোর্টে করোনা উদ্বেগ ! রাজ্যের গাইডলাইন এলেই রেজিস্টার জেনারেলকে জানানোর নির্দেশ প্রধান বিচারপতির

Last Updated : Dec 29, 2023, 12:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.