ETV Bharat / state

Gangasagar Mela 2022: গঙ্গাসাগর মেলার শিবিরে থাকছে না করোনাবিধি, তবু সতর্ক পৌরপ্রশাসন - কেএমসি

গঙ্গাসাগর মেলার (Gangasagar Mela 2022) সময়েই কলকাতার বাবুঘাটের কাছে বসবে মিনি গঙ্গাসাগরের শিবির ৷ এবারের শিবিরে কোভিড বিধিনিষেধ (Covid Guidelines) থাকছে না ৷ তা সত্ত্বেও ঘুম উড়েছে পৌর প্রশাসনের ৷ কেন এই পরিস্থিতি ?

Covid Guidelines will not be applicable for the Camp in Kolkata during Gangasagar Mela 2022
ফাইল ছবি ৷
author img

By

Published : Dec 24, 2022, 6:18 PM IST

কলকাতা, 24 ডিসেম্বর: বছর শুরুতেই বসছে গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela 2022) ৷ ইতিমধ্যেই তার প্রস্তুতি বৈঠক করে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সাগরে পৌঁছনোর আগে কলকাতার শিবিরে আশ্রয় নেবেন পুণ্যার্থী ও সাধু-সন্তরা ৷ করোনা আবহে দু'বছর কাটিয়ে দেওয়ার পর এবার আর সেই শিবিরে কোভিড সংক্রান্ত কোনও বিধিনিষেধ (Covid Guidelines) থাকছে না ৷ এদিকে, চিন-সহ অন্য়ান্য দেশে আবারও বাড়ছে সংক্রমণ ৷ এই অবস্থায় বিধিনিষেধহীন শিবির নিয়ে সতর্ক থাকছে প্রশাসন ৷ পর্যাপ্ত পরিমাণে মজুত রাখা হচ্ছে মাস্ক ও স্যানিটাইজার ৷ থাকছে করোনা নির্ণয়কারী পরীক্ষাকেন্দ্র ৷ শনিবার কলকাতায় গঙ্গাসাগর মেলার শিবির নিয়ে প্রস্তুতি বৈঠক করলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷

এদিন কলকাতা পৌরনিগমেই (Kolkata Municipal Corporation) সংশ্লিষ্ট বৈঠকটি করেন মেয়র ৷ তাতে যোগ দেন দক্ষিণ 24 পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা, কলকাতা পৌরনিগমের কমিশনার বিনোদ কুমার, কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক সুনীল কুমার যাদব, পরিবহণ দফতরের সচিব-সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের পৌর আধিকারিক ও রাজ্যের বিভিন্ন দফতরের প্রতিনিধিরা ৷

আরও পড়ুন: এবছর গঙ্গাসাগর মেলায় হবে সাগর আরতি, জানালেন মুখ্যমন্ত্রী

কেএমসি (KMC) সূত্রে খবর, এদিনের বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ৷ সেই অনুসারে ঠিক করা হয়েছে, শিবিরের সর্বত্র আলো থাকবে ৷ পর্যাপ্ত পরিমাণে থাকবে শৌচালয় ৷ শিবির সংলগ্ন রাস্তা-সহ গোটা এলাকা পরিষ্কার, পরিচ্ছন্ন করে রাখা হবে ৷ শিবিরে জলের ব্যবস্থা করবে জনস্বাস্থ্য ও কারিগরি দফতর ৷ পুণ্যার্থীদের সহায়তার জন্য উপস্থিত থাকবেন বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা ৷

সাগরের মেলায় যাওয়ার জন্য প্রত্যেক পুণ্য়ার্থীকে একটি করে টিকিট সংগ্রহ করতে হবে ৷ নির্দিষ্ট অর্থের বিনিময়ে এই টিকিট দেবে রাজ্যের পরিবহণ দফতর ৷ ফলে সংশ্লিষ্ট ব্যক্তিকে যাতায়াতের সময় আলাদা আলাদা যানের জন্য পৃথক টিকিট কাটতে হবে না ৷ এই একটি টিকিটই যথেষ্ট হবে ৷ শিবির চত্বরে করোনাবিধি কার্যকর না থাকলেও প্রশাসন যেকোনও পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকবে ৷ মেলা চলাকালীন হঠাৎ যদি স্বাস্থ্য সংক্রান্ত কোনও নির্দেশিকা জারি করা হয়, তাহলে সঙ্গে সঙ্গে তা কার্যকর করা হবে ৷ তার জন্য পৌরকর্মীদের প্রস্তুত থাকতে হবে ৷

অন্যদিকে, মেলা উপলক্ষে শহরে বাইরে থেকে আসা লাখো মানুষের ভিড় জমবে ৷ ফলে রাস্তায় যানজটের সম্ভাবনা থাকছেই ৷ সেই ভিড় নিয়ন্ত্রণ ও যানজট সামাল দেওয়া কলকাতা পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ ৷ কারণ, মেলার সময়েই কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত-শ্রীলঙ্কা আন্তর্জতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে ৷ পাশাপশি, সেই সময়েই জি-20 সম্মেলনে আগত বিদেশি প্রতিনিধিরা ক্রুজে গঙ্গাবক্ষে ভ্রমণ করবেন ৷ ফলে শহরকে স্বচ্ছ রাখাটাও পৌরকর্মীদের জন্য বড় পরীক্ষা হতে চলেছে ৷ তাই পৌরনিগমের সমস্তস্তরের এবং বিভাগের কর্মী ও আধিকারিকদের সতর্ক ও তৎপর থাকার নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম ৷

কলকাতা, 24 ডিসেম্বর: বছর শুরুতেই বসছে গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela 2022) ৷ ইতিমধ্যেই তার প্রস্তুতি বৈঠক করে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সাগরে পৌঁছনোর আগে কলকাতার শিবিরে আশ্রয় নেবেন পুণ্যার্থী ও সাধু-সন্তরা ৷ করোনা আবহে দু'বছর কাটিয়ে দেওয়ার পর এবার আর সেই শিবিরে কোভিড সংক্রান্ত কোনও বিধিনিষেধ (Covid Guidelines) থাকছে না ৷ এদিকে, চিন-সহ অন্য়ান্য দেশে আবারও বাড়ছে সংক্রমণ ৷ এই অবস্থায় বিধিনিষেধহীন শিবির নিয়ে সতর্ক থাকছে প্রশাসন ৷ পর্যাপ্ত পরিমাণে মজুত রাখা হচ্ছে মাস্ক ও স্যানিটাইজার ৷ থাকছে করোনা নির্ণয়কারী পরীক্ষাকেন্দ্র ৷ শনিবার কলকাতায় গঙ্গাসাগর মেলার শিবির নিয়ে প্রস্তুতি বৈঠক করলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷

এদিন কলকাতা পৌরনিগমেই (Kolkata Municipal Corporation) সংশ্লিষ্ট বৈঠকটি করেন মেয়র ৷ তাতে যোগ দেন দক্ষিণ 24 পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা, কলকাতা পৌরনিগমের কমিশনার বিনোদ কুমার, কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক সুনীল কুমার যাদব, পরিবহণ দফতরের সচিব-সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের পৌর আধিকারিক ও রাজ্যের বিভিন্ন দফতরের প্রতিনিধিরা ৷

আরও পড়ুন: এবছর গঙ্গাসাগর মেলায় হবে সাগর আরতি, জানালেন মুখ্যমন্ত্রী

কেএমসি (KMC) সূত্রে খবর, এদিনের বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ৷ সেই অনুসারে ঠিক করা হয়েছে, শিবিরের সর্বত্র আলো থাকবে ৷ পর্যাপ্ত পরিমাণে থাকবে শৌচালয় ৷ শিবির সংলগ্ন রাস্তা-সহ গোটা এলাকা পরিষ্কার, পরিচ্ছন্ন করে রাখা হবে ৷ শিবিরে জলের ব্যবস্থা করবে জনস্বাস্থ্য ও কারিগরি দফতর ৷ পুণ্যার্থীদের সহায়তার জন্য উপস্থিত থাকবেন বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা ৷

সাগরের মেলায় যাওয়ার জন্য প্রত্যেক পুণ্য়ার্থীকে একটি করে টিকিট সংগ্রহ করতে হবে ৷ নির্দিষ্ট অর্থের বিনিময়ে এই টিকিট দেবে রাজ্যের পরিবহণ দফতর ৷ ফলে সংশ্লিষ্ট ব্যক্তিকে যাতায়াতের সময় আলাদা আলাদা যানের জন্য পৃথক টিকিট কাটতে হবে না ৷ এই একটি টিকিটই যথেষ্ট হবে ৷ শিবির চত্বরে করোনাবিধি কার্যকর না থাকলেও প্রশাসন যেকোনও পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকবে ৷ মেলা চলাকালীন হঠাৎ যদি স্বাস্থ্য সংক্রান্ত কোনও নির্দেশিকা জারি করা হয়, তাহলে সঙ্গে সঙ্গে তা কার্যকর করা হবে ৷ তার জন্য পৌরকর্মীদের প্রস্তুত থাকতে হবে ৷

অন্যদিকে, মেলা উপলক্ষে শহরে বাইরে থেকে আসা লাখো মানুষের ভিড় জমবে ৷ ফলে রাস্তায় যানজটের সম্ভাবনা থাকছেই ৷ সেই ভিড় নিয়ন্ত্রণ ও যানজট সামাল দেওয়া কলকাতা পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ ৷ কারণ, মেলার সময়েই কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত-শ্রীলঙ্কা আন্তর্জতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে ৷ পাশাপশি, সেই সময়েই জি-20 সম্মেলনে আগত বিদেশি প্রতিনিধিরা ক্রুজে গঙ্গাবক্ষে ভ্রমণ করবেন ৷ ফলে শহরকে স্বচ্ছ রাখাটাও পৌরকর্মীদের জন্য বড় পরীক্ষা হতে চলেছে ৷ তাই পৌরনিগমের সমস্তস্তরের এবং বিভাগের কর্মী ও আধিকারিকদের সতর্ক ও তৎপর থাকার নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.