ETV Bharat / state

Omicron Scare in Airport : ওমিক্রন আবহেও করোনাবিধি তলানিতে কলকাতা বিমানবন্দরে - covid guidelines are not following in kolkata airport

ওমিক্রন নিয়ে নয়া আতঙ্কের মধ্য়েও কলকাতা বিমানবন্দরে মানা হচ্ছে না করোনাবিধি (covid guidelines are not following in kolkata airport) ৷ হচ্ছে না যাত্রীদের থার্মাল স্ক্রিনিং বা ভ্যাকসিনেশনের ডবল ডোজের সার্টিফিকেটের পরীক্ষা

Omicron Scare
ওমিক্রন আবহেও করোনা-বিধি তলানিতে কলকাতা বিমানবন্দরে
author img

By

Published : Dec 6, 2021, 6:10 PM IST

কলকাতা, 6 ডিসেম্বর : করোনা আবহে নতুন সংযোজন ওমিক্রন ৷ কোভিডের এই নতুন প্রজাতি নতুন করে আতঙ্ক ছড়িয়েছে বিশ্বে ৷ ভারতও তার ব্যতিক্রম নয় ৷ ওমিক্রনের সংক্রমণ এড়াতে ইতিমধ্যেই দেশের বিভিন্ন বিমানবন্দরে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ৷ হচ্ছে যাত্রীদের থার্মাল স্ক্রিনিং ৷ তাঁদের কাছে করোনা টিকার 2টি ডোজের সার্টিফিকেট রয়েছে কিনা তাও পরীক্ষা করা হচ্ছে ৷ কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রমী চিত্র ধরা পড়েছে কলকাতা বিমানবন্দরে ৷ এখানে মানা হচ্ছে না কোভিডবিধি (covid guidelines are not following in kolkata airport) ৷ হচ্ছে না যাত্রীদের থার্মাল স্ক্রিনিং বা ভ্যাকসিনেশনের ডবল ডোজের সার্টিফিকেটের পরীক্ষা ৷

যাত্রীরাও এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ তাঁরা জানিয়েছেন, থার্মাল স্ক্রিনিং না অন্য কোনও পরীক্ষা তো হচ্ছেই না, এমনকি ভ্যাকসিনের সার্টিফিকেটও দেখতে চাইছেন না বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা ৷ যাত্রীদের লাগেজেরও স্যানিটাইজেশন হচ্ছে না ৷

আরও পড়ুন : Omicron in India : ওমিক্রনের হানা এবার রাজস্থানে, জয়পুরে সংক্রমিত 9

কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের এমন গা-ছাড়া মনোভাব দেখে উদ্বিগ্ন বিমানযাত্রীরাও ৷ ওমিক্রন সংক্রমণ ছড়ানোর ভয় পাচ্ছেন তাঁরা ৷ দেশের একাধিক রাজ্যে ইতিমধ্যেই ওমিক্রন সংক্রমণের প্রমাণ মিলেছে ৷ করোনার এই নয়া প্রজাতির সংক্রমণে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন ৷ তারপরেও কেন কলকাতা বিমানবন্দরের এমন অবস্থা সেই প্রশ্ন উঠছে ৷ বিষয়টি নিয়ে অবশ্য মুখ খুলতে চায়নি বিমানবন্দর কর্তৃপক্ষ ৷

কলকাতা, 6 ডিসেম্বর : করোনা আবহে নতুন সংযোজন ওমিক্রন ৷ কোভিডের এই নতুন প্রজাতি নতুন করে আতঙ্ক ছড়িয়েছে বিশ্বে ৷ ভারতও তার ব্যতিক্রম নয় ৷ ওমিক্রনের সংক্রমণ এড়াতে ইতিমধ্যেই দেশের বিভিন্ন বিমানবন্দরে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ৷ হচ্ছে যাত্রীদের থার্মাল স্ক্রিনিং ৷ তাঁদের কাছে করোনা টিকার 2টি ডোজের সার্টিফিকেট রয়েছে কিনা তাও পরীক্ষা করা হচ্ছে ৷ কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রমী চিত্র ধরা পড়েছে কলকাতা বিমানবন্দরে ৷ এখানে মানা হচ্ছে না কোভিডবিধি (covid guidelines are not following in kolkata airport) ৷ হচ্ছে না যাত্রীদের থার্মাল স্ক্রিনিং বা ভ্যাকসিনেশনের ডবল ডোজের সার্টিফিকেটের পরীক্ষা ৷

যাত্রীরাও এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ তাঁরা জানিয়েছেন, থার্মাল স্ক্রিনিং না অন্য কোনও পরীক্ষা তো হচ্ছেই না, এমনকি ভ্যাকসিনের সার্টিফিকেটও দেখতে চাইছেন না বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা ৷ যাত্রীদের লাগেজেরও স্যানিটাইজেশন হচ্ছে না ৷

আরও পড়ুন : Omicron in India : ওমিক্রনের হানা এবার রাজস্থানে, জয়পুরে সংক্রমিত 9

কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের এমন গা-ছাড়া মনোভাব দেখে উদ্বিগ্ন বিমানযাত্রীরাও ৷ ওমিক্রন সংক্রমণ ছড়ানোর ভয় পাচ্ছেন তাঁরা ৷ দেশের একাধিক রাজ্যে ইতিমধ্যেই ওমিক্রন সংক্রমণের প্রমাণ মিলেছে ৷ করোনার এই নয়া প্রজাতির সংক্রমণে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন ৷ তারপরেও কেন কলকাতা বিমানবন্দরের এমন অবস্থা সেই প্রশ্ন উঠছে ৷ বিষয়টি নিয়ে অবশ্য মুখ খুলতে চায়নি বিমানবন্দর কর্তৃপক্ষ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.