ETV Bharat / state

Wellington Winter Clothing Market : করোনার তৃতীয় ঢেউয়ে মন্দা ওয়েলিংটনের শীত পোশাকের বাজারে

author img

By

Published : Jan 17, 2022, 10:50 AM IST

করোনার তৃতীয় ঢেউয়ের জেরে মাথায় হাত ওয়েলিংটনের শীত পোশাক বিক্রেতাদের (Covid Effects in Wellington Winter Clothing Market) ৷ সপ্তাহের কাজের দিনগুলি তো বটেই, ক্রেতার দেখা নেই শনি-রবিবারের বাজারেও ৷ কোভিডের আগে যেখানে প্রতি বছর সপ্তাহের 7 দিনই ভিড় উপচে পড়ত ওয়েলিংটন মার্কেটে (Wellington Winter Clothing Market) ৷ সেখানে ক্রেতাদের দেখা নেই বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা (Losses in Wellington Winter Clothing Market) ৷

Wellington Winter Clothing Market
Wellington Winter Clothing Market

কলকাতা, 17 জানুয়ারি : একদিকে আবহাওয়ার খামখেয়ালিপনা ৷ অন্যদিকে শহরে বেড়ে চলা করোনা পরিস্থিতি ৷ এই দুইয়ের সাঁড়াশি চাপে নাভিশ্বাস উঠছে ওয়েলিংটনের শীত পোশাক বিক্রেতাদের (Wellington Winter Clothing Market) ৷ প্রায় প্রতিদিনই ফাঁকা থাকছে বাজার ৷ যে বাজারে মূলত সিকিম, হিমাচল প্রদেশ, পঞ্জাব-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্য থেকে ব্যবসায়ীরা শীতের বিভিন্ন পোশাকের পসরা নিয়ে বসেন ৷ কিন্তু, মূলত করোনার তৃতীয় ঢেউয়ের জেরে এ বার তাঁদের বাজার একদমই নেই (Losses in Wellington Winter Clothing Market) ৷

ওয়েলিংটনের এক ব্যবসায়ী জানান, সপ্তাহের কাজের দিনগুলিতেই 70-80 হাজার টাকার পোশাক বিক্রি হত ৷ আর শনি, রবিবার ছুটির দিনে সেই অঙ্ক লাখ পেরিয়ে যেত ৷ তবে, বিগত দু’বছর ধরে করোনা সংক্রমণের জেরে ব্যবসা অনেকটাই কমেছে বলে জানাচ্ছেন এখানকার দোকানিরা (Covid Effects in Wellington Winter Clothing Market) ৷ এখানে মূলত সিকিম, হিমাচল প্রদেশ, পঞ্জাবের মত উত্তর ভারতের রাজ্যগুলি থেকে আসা ব্যবসাদারা ওয়েলিংটন মার্কেটে শীতের পোশাকের পসরা নিয়ে বসেন ৷ বাজার চলে মাস চারেকের জন্য ৷ প্রায় 600 থেকে 700 স্টল হত এখানে ৷ তবে, গত বছর থেকে স্টল সংখ্যা অনেকটাই কমে গিয়েছে ৷

করোনার তৃতীয় ঢেউয়ে মন্দা ওয়েলিংটনের শীত পোশাকের বাজারে

আরও পড়ুন : Corona Effect in Gour : গৌড়ের পর্যটনেও করোনার প্রভাব, চিন্তায় স্থানীয় ব্যবসায়ী থেকে পর্যটকরা

এবার 450-500 স্টল হয়েছে ৷ বিক্রি-বাট্টার হাল খুবই খারাপ বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা ৷ দেবাশিস দত্ত নামে এক ব্যবসায়ী জানান, একসময় দিনের 70,000 টাকা বিক্রি হত ৷ সেই বিক্রি বর্তমানে নেমে এসেছে 7-10 হাজার টাকায় ৷ প্রতিদিন দোকান দেওয়া থেকে সারাদিনের যা খরচ সব বাদ দিয়ে আয় প্রায় নেই বলেই জানান তিনি ৷ তবে, আবহাওয়ার থেকে বেশি করোনা পরিস্থিতিকেই শীত পোশাকের বাজারের মন্দার জন্য দায়ী করেছেন ব্যবসায়ীরা ৷ অধিকাংশ দোকানদারদের কথায়, বাজারের হাল এমন থাকলে ফেব্রুয়ারি মাস নয়, জানুয়ারির শেষেই পাততাড়ি গুটিয়ে বাড়ি ফিরতে হবে তাঁদের ৷

কলকাতা, 17 জানুয়ারি : একদিকে আবহাওয়ার খামখেয়ালিপনা ৷ অন্যদিকে শহরে বেড়ে চলা করোনা পরিস্থিতি ৷ এই দুইয়ের সাঁড়াশি চাপে নাভিশ্বাস উঠছে ওয়েলিংটনের শীত পোশাক বিক্রেতাদের (Wellington Winter Clothing Market) ৷ প্রায় প্রতিদিনই ফাঁকা থাকছে বাজার ৷ যে বাজারে মূলত সিকিম, হিমাচল প্রদেশ, পঞ্জাব-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্য থেকে ব্যবসায়ীরা শীতের বিভিন্ন পোশাকের পসরা নিয়ে বসেন ৷ কিন্তু, মূলত করোনার তৃতীয় ঢেউয়ের জেরে এ বার তাঁদের বাজার একদমই নেই (Losses in Wellington Winter Clothing Market) ৷

ওয়েলিংটনের এক ব্যবসায়ী জানান, সপ্তাহের কাজের দিনগুলিতেই 70-80 হাজার টাকার পোশাক বিক্রি হত ৷ আর শনি, রবিবার ছুটির দিনে সেই অঙ্ক লাখ পেরিয়ে যেত ৷ তবে, বিগত দু’বছর ধরে করোনা সংক্রমণের জেরে ব্যবসা অনেকটাই কমেছে বলে জানাচ্ছেন এখানকার দোকানিরা (Covid Effects in Wellington Winter Clothing Market) ৷ এখানে মূলত সিকিম, হিমাচল প্রদেশ, পঞ্জাবের মত উত্তর ভারতের রাজ্যগুলি থেকে আসা ব্যবসাদারা ওয়েলিংটন মার্কেটে শীতের পোশাকের পসরা নিয়ে বসেন ৷ বাজার চলে মাস চারেকের জন্য ৷ প্রায় 600 থেকে 700 স্টল হত এখানে ৷ তবে, গত বছর থেকে স্টল সংখ্যা অনেকটাই কমে গিয়েছে ৷

করোনার তৃতীয় ঢেউয়ে মন্দা ওয়েলিংটনের শীত পোশাকের বাজারে

আরও পড়ুন : Corona Effect in Gour : গৌড়ের পর্যটনেও করোনার প্রভাব, চিন্তায় স্থানীয় ব্যবসায়ী থেকে পর্যটকরা

এবার 450-500 স্টল হয়েছে ৷ বিক্রি-বাট্টার হাল খুবই খারাপ বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা ৷ দেবাশিস দত্ত নামে এক ব্যবসায়ী জানান, একসময় দিনের 70,000 টাকা বিক্রি হত ৷ সেই বিক্রি বর্তমানে নেমে এসেছে 7-10 হাজার টাকায় ৷ প্রতিদিন দোকান দেওয়া থেকে সারাদিনের যা খরচ সব বাদ দিয়ে আয় প্রায় নেই বলেই জানান তিনি ৷ তবে, আবহাওয়ার থেকে বেশি করোনা পরিস্থিতিকেই শীত পোশাকের বাজারের মন্দার জন্য দায়ী করেছেন ব্যবসায়ীরা ৷ অধিকাংশ দোকানদারদের কথায়, বাজারের হাল এমন থাকলে ফেব্রুয়ারি মাস নয়, জানুয়ারির শেষেই পাততাড়ি গুটিয়ে বাড়ি ফিরতে হবে তাঁদের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.