ETV Bharat / state

রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ, চিন্তা বাড়াচ্ছে কলকাতা

গতকাল পর্যন্ত কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা হয়েছে 1 লাখ 32 হাজার 107 জন ৷ কলকাতায় দৈনিক আক্রান্তের সংখ্যা ফের শীর্ষে ৷

author img

By

Published : Mar 27, 2021, 1:23 PM IST

রাজ্যে কলকাতায় দৈনিক আক্রান্তের সংখ্যা ফের শীর্ষে
রাজ্যে কলকাতায় দৈনিক আক্রান্তের সংখ্যা ফের শীর্ষে

কলকাতা, 27 মার্চ : ফের করোনার দৈনিক সংক্রমণ রাজ্যেও দ্রুত বাড়ছে । 26 মার্চ দৈনিক সংক্রমণের সংখ্যা পৌঁছেছে 646-তে । এই সংখ্যা 25 মার্চ ছিল 516, 24 মার্চ ছিল 462। এবং, এরাজ্যের মধ্যে ফের করোনা সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা । কেন কলকাতায় করোনার সংক্রমণে রাজ্যের মধ্যে সব থেকে বেশি ? কী বলছেন চিকিৎসকরা ?

দেশের অন্য বিভিন্ন রাজ্যের পাশাপাশি এ রাজ্যেও ফের করোনার দৈনিক সংক্রমণের সংখ্যা দ্রুত বাড়ছে । 25 মার্চ এরাজ্যে দৈনিক সংক্রমণের সংখ্যা 516 ছিল । 26 মার্চ এই সংখ্যা একলাফে পৌঁছে গিয়েছে 646-এ । এবং, ফের এ রাজ্যের মধ্যে সংক্রমণে শীর্ষে রয়েছে কলকাতা । স্বাস্থ্য দফতর জানিয়েছে, 26 মার্চ কলকাতায় দৈনিক সংক্রমণের সংখ্যা পৌঁছেছে 239-এ । 26 মার্চ উত্তর 24 পরগনায় দৈনিক এই সংক্রমণের সংখ্যা পৌঁছেছে 153-তে । 26 মার্চ হাওড়ায় এই দৈনিক সংক্রমণের সংখ্যা পৌঁছেছে 56 এবং দক্ষিণ 24 পরগনায় সংখ্যা পৌঁছেছে 37-এ । 25 মার্চ করোনার সংক্রমণের সংখ্যা কলকাতায় 167, উত্তর 24 পরগনা 115, দক্ষিণ 24 পরগনা 36, হাওড়ায় 33 ছিল ।

এ দিকে, 26 মার্চ পর্যন্ত এরাজ্যের মধ্যে কলকাতায় করোনায় আক্রান্ত হয়েছেন 1 লাখ 32 হাজার 107 জন । কলকাতা রয়েছে শীর্ষ স্থানে । করোনা সংক্রমণে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর 24 পরগনা, আক্রান্ত হয়েছেন 1 লাখ 25 হাজার 133 জন । তৃতীয় স্থানে দক্ষিণ 24 পরগনা, 37 হাজার 646 জন ৷ চতুর্থ নম্বরে হাওড়া, আক্রান্তের সংখ্যা 36 হাজার 462 জন । পঞ্চম স্থানে হুগলি গতকাল পর্যন্ত আক্রান্ত 29 হাজার 961 জন ।

আরও পড়ুন : 5 মাস পর ফের 60 হাজারের গণ্ডি ছাড়াল করোনা

কলকাতায় করোনা সংক্রমণের সংখ্যা এ রাজ্যের মধ্যে কেন সব থেকে বেশি ? চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের তরফে, চিকিৎসক কৌশিক লাহিড়ী বলেন, "মানুষজনের মাথায় নেই যে এতো বড় বিপদ চোখের সামনে রয়েছে । এখানে এখন ভোট । কোনও রাজনৈতিক দলের তরফে করোনা সংক্রমণ প্রতিরোধের জন্য কোনও বিধিনিষেধ মানা হচ্ছে না । এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের তরফেও সেভাবে কঠোর হতে দেখা যাচ্ছে না । রাস্তাঘাটে এক-দুই শতাংশ মানুষের মুখেও মাস্ক দেখা যাচ্ছে না । বৃহস্পতিবার শুধুমাত্র মুম্বইতে 5 হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন । আমরা যদি এভাবেই চলতে থাকি, আমরাও পিছিয়ে থাকব না ।" গোটা রাজ্যের প্রাণকেন্দ্র কলকাতা । এই রাজধানী শহরে সারা রাজ্যের মানুষ আসেন জীবিকা নির্বাহ সহ অন্যান্য বিভিন্ন কারণে । নিয়ম যদি মানা না হয়, যা হওয়ার তাই হবে । এ কথার পাশাপাশি চিকিৎসক কৌশিক লাহিড়ী বলেন, "যাঁরা প্রশাসক, তাঁরাও এখন ভোট নিয়ে ব্যস্ত । যাঁরা রাজনৈতিক নেতা-নেত্রী, তাঁদের কারও মুখেই এটা নিয়ে আলোচনা নেই । এমনকী, মিটিং-মিছিলেও নেতা-মন্ত্রীরা মুখে মাস্ক পরছেন না । এ সব কারণে যা হওয়ার, সেটাই হচ্ছে, হতে চলেছে ।"

এ রাজ্যের সরকারি চিকিৎসকদের একটি সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক, চিকিৎসক সজল বিশ্বাস বলেন, "কলকাতায় করোনা সংক্রমণ বেশি হওয়ার জন্য বিভিন্ন কারণ রয়েছে । যার মধ্যে একটা বড় বিষয়, এখানে ভিড়ভাট্টা অনেক বেশি, জনসমাগম অনেক বেশি । স্বাভাবিকভাবেই, একজনের থেকে অন্য জনের শরীরে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে ।" তবে, শুধুমাত্র কলকাতা নয় । এই শহরের পাশাপাশি কলকাতা সংলগ্ন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং হুগলি জেলার বিভিন্ন অংশেও মূলত এই ভিড়ভাট্টার কারণে সংক্রমণ বেশি দেখা যাচ্ছে ।

এ কথা জানিয়ে চিকিৎসক সজল বিশ্বাস বলেন, "কলকাতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন । অন্যান্য রাজ্যেও যেখানে সংক্রমণের হার বেশি রয়েছে, সেখান থেকেও সরাসরি অনেক মানুষ কলকাতায় আসেন । এই কারণে, কলকাতায় সংক্রমণ অনেক বেশি ।"

সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক বলেন, "সব জায়গায় যে কারণে করোনার সংক্রমণ বাড়ছে, সেটা মূলত সরকারের তরফে যে ভূমিকা নেওয়ার কথা ছিল, সেই ভূমিকা পালন করা হচ্ছে না । অ্যাক্টিভ সার্ভেল্যান্স, প্যাসিভ সার্ভেল্যান্স, আর্লি কেস ডিটেকশনের ব্যবস্থাপনা এখনও পর্যন্ত করা হয়নি । যে কারণে, করোনা সংক্রমণ সব জায়গাতেই বাড়ছে । কলকাতায় আরও বেশি বাড়ছে ।"

কলকাতা, 27 মার্চ : ফের করোনার দৈনিক সংক্রমণ রাজ্যেও দ্রুত বাড়ছে । 26 মার্চ দৈনিক সংক্রমণের সংখ্যা পৌঁছেছে 646-তে । এই সংখ্যা 25 মার্চ ছিল 516, 24 মার্চ ছিল 462। এবং, এরাজ্যের মধ্যে ফের করোনা সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা । কেন কলকাতায় করোনার সংক্রমণে রাজ্যের মধ্যে সব থেকে বেশি ? কী বলছেন চিকিৎসকরা ?

দেশের অন্য বিভিন্ন রাজ্যের পাশাপাশি এ রাজ্যেও ফের করোনার দৈনিক সংক্রমণের সংখ্যা দ্রুত বাড়ছে । 25 মার্চ এরাজ্যে দৈনিক সংক্রমণের সংখ্যা 516 ছিল । 26 মার্চ এই সংখ্যা একলাফে পৌঁছে গিয়েছে 646-এ । এবং, ফের এ রাজ্যের মধ্যে সংক্রমণে শীর্ষে রয়েছে কলকাতা । স্বাস্থ্য দফতর জানিয়েছে, 26 মার্চ কলকাতায় দৈনিক সংক্রমণের সংখ্যা পৌঁছেছে 239-এ । 26 মার্চ উত্তর 24 পরগনায় দৈনিক এই সংক্রমণের সংখ্যা পৌঁছেছে 153-তে । 26 মার্চ হাওড়ায় এই দৈনিক সংক্রমণের সংখ্যা পৌঁছেছে 56 এবং দক্ষিণ 24 পরগনায় সংখ্যা পৌঁছেছে 37-এ । 25 মার্চ করোনার সংক্রমণের সংখ্যা কলকাতায় 167, উত্তর 24 পরগনা 115, দক্ষিণ 24 পরগনা 36, হাওড়ায় 33 ছিল ।

এ দিকে, 26 মার্চ পর্যন্ত এরাজ্যের মধ্যে কলকাতায় করোনায় আক্রান্ত হয়েছেন 1 লাখ 32 হাজার 107 জন । কলকাতা রয়েছে শীর্ষ স্থানে । করোনা সংক্রমণে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর 24 পরগনা, আক্রান্ত হয়েছেন 1 লাখ 25 হাজার 133 জন । তৃতীয় স্থানে দক্ষিণ 24 পরগনা, 37 হাজার 646 জন ৷ চতুর্থ নম্বরে হাওড়া, আক্রান্তের সংখ্যা 36 হাজার 462 জন । পঞ্চম স্থানে হুগলি গতকাল পর্যন্ত আক্রান্ত 29 হাজার 961 জন ।

আরও পড়ুন : 5 মাস পর ফের 60 হাজারের গণ্ডি ছাড়াল করোনা

কলকাতায় করোনা সংক্রমণের সংখ্যা এ রাজ্যের মধ্যে কেন সব থেকে বেশি ? চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের তরফে, চিকিৎসক কৌশিক লাহিড়ী বলেন, "মানুষজনের মাথায় নেই যে এতো বড় বিপদ চোখের সামনে রয়েছে । এখানে এখন ভোট । কোনও রাজনৈতিক দলের তরফে করোনা সংক্রমণ প্রতিরোধের জন্য কোনও বিধিনিষেধ মানা হচ্ছে না । এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের তরফেও সেভাবে কঠোর হতে দেখা যাচ্ছে না । রাস্তাঘাটে এক-দুই শতাংশ মানুষের মুখেও মাস্ক দেখা যাচ্ছে না । বৃহস্পতিবার শুধুমাত্র মুম্বইতে 5 হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন । আমরা যদি এভাবেই চলতে থাকি, আমরাও পিছিয়ে থাকব না ।" গোটা রাজ্যের প্রাণকেন্দ্র কলকাতা । এই রাজধানী শহরে সারা রাজ্যের মানুষ আসেন জীবিকা নির্বাহ সহ অন্যান্য বিভিন্ন কারণে । নিয়ম যদি মানা না হয়, যা হওয়ার তাই হবে । এ কথার পাশাপাশি চিকিৎসক কৌশিক লাহিড়ী বলেন, "যাঁরা প্রশাসক, তাঁরাও এখন ভোট নিয়ে ব্যস্ত । যাঁরা রাজনৈতিক নেতা-নেত্রী, তাঁদের কারও মুখেই এটা নিয়ে আলোচনা নেই । এমনকী, মিটিং-মিছিলেও নেতা-মন্ত্রীরা মুখে মাস্ক পরছেন না । এ সব কারণে যা হওয়ার, সেটাই হচ্ছে, হতে চলেছে ।"

এ রাজ্যের সরকারি চিকিৎসকদের একটি সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক, চিকিৎসক সজল বিশ্বাস বলেন, "কলকাতায় করোনা সংক্রমণ বেশি হওয়ার জন্য বিভিন্ন কারণ রয়েছে । যার মধ্যে একটা বড় বিষয়, এখানে ভিড়ভাট্টা অনেক বেশি, জনসমাগম অনেক বেশি । স্বাভাবিকভাবেই, একজনের থেকে অন্য জনের শরীরে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে ।" তবে, শুধুমাত্র কলকাতা নয় । এই শহরের পাশাপাশি কলকাতা সংলগ্ন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং হুগলি জেলার বিভিন্ন অংশেও মূলত এই ভিড়ভাট্টার কারণে সংক্রমণ বেশি দেখা যাচ্ছে ।

এ কথা জানিয়ে চিকিৎসক সজল বিশ্বাস বলেন, "কলকাতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন । অন্যান্য রাজ্যেও যেখানে সংক্রমণের হার বেশি রয়েছে, সেখান থেকেও সরাসরি অনেক মানুষ কলকাতায় আসেন । এই কারণে, কলকাতায় সংক্রমণ অনেক বেশি ।"

সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক বলেন, "সব জায়গায় যে কারণে করোনার সংক্রমণ বাড়ছে, সেটা মূলত সরকারের তরফে যে ভূমিকা নেওয়ার কথা ছিল, সেই ভূমিকা পালন করা হচ্ছে না । অ্যাক্টিভ সার্ভেল্যান্স, প্যাসিভ সার্ভেল্যান্স, আর্লি কেস ডিটেকশনের ব্যবস্থাপনা এখনও পর্যন্ত করা হয়নি । যে কারণে, করোনা সংক্রমণ সব জায়গাতেই বাড়ছে । কলকাতায় আরও বেশি বাড়ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.