ETV Bharat / state

Covid 19 Vaccination : প্রথম ও দ্বিতীয় ডোজ়ের জন্য সময়সূচিতে বদল কলকাতায়

করোনা টিকার বিশেষত কোভিশিল্ডের আকাল অব্যাহত । অনেক সময়ই মানুষ টিকা নিতে এসে ফিরে যাচ্ছেন । এই সমস্যা দূর করতে এবার থেকে টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ়ের জন্য পৃথক দিন নির্ধারণ করে দিল কলকাতা পৌরনিগম ।

Covid 19 Vaccination
ছবি
author img

By

Published : Aug 13, 2021, 7:13 PM IST

কলকাতা, 13 অগস্ট : বদল হচ্ছে করোনার টিকাকরণের সময়সূচি । আগামী সপ্তাহ থেকে টিকাকরণের প্রথম ও দ্বিতীয় ডোজ়ের দিন ভাগ করে দিল কলকাতা পৌরনিগম । এবার থেকে বুধবার, বৃহস্পতিবার ও শনিবার দেওয়া হবে করোনার প্রথম টিকার ডোজ় । দ্বিতীয় ডোজ় দেওয়া হবে সোমবার, বুধবার ও শুক্রবার ।

এতদিন পর্যন্ত কলকাতায় সকাল ন'টা থেকে দুপুর দু'টো পর্যন্ত দেওয়া হত করোনার প্রথম ডোজ়ের টিকা এবং দুপুর দু'টো থেকে বেলা চারটে পর্যন্ত দেওয়া হত দ্বিতীয় ডোজ়ের টিকা । টিকাকরণের পরিবর্তিত সময়সূচি শুরু হচ্ছে আগামী সপ্তাহ থেকে ।

এতদিন পর্যন্ত বুধবার করে করোনার টিকা দেওয়া হত না । বুধবার করে শিশুদের অন্যান্য অসুখের টিকাকরণ করা হত । এবার থেকে বুধবার বেলা একটার পর করোনার দ্বিতীয় ডোজ় দেওয়া হবে । এবার থেকে সপ্তাহে 6 দিন করে দেওয়া হবে করোনার টিকা ।

বর্তমানে কলকাতায় পৌরনিগমের 102টি স্বাস্থ্যকেন্দ্র থেকে এবং 50টি মেগা সেন্টার থেকে কোভিশিল্ড দেওয়া হচ্ছে । 39টি কেন্দ্র থেকে কোভ্যাকসিন দেওয়া হচ্ছে । এই সব ক'টি মেগা সেন্টার ও স্বাস্থ্যকেন্দ্র থেকেই কোভিশিল্ড ও কোভ্যাকসিন টিকা দেওয়া হবে, তবে নতুন সময়সূচিতে।

আরও পড়ুন : Covid Restriction : আপাতত বন্ধ লোকাল ট্রেন, রাজ্যে বিধিনিষেধ বাড়ল 15 দিন

আজ কলকাতা পৌরনিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য তথা স্বাস্থ্য বিভাগের প্রধান অতীন ঘোষ জানিয়েছেন, টিকার দেওয়ার সময় নিয়ে স্বাস্থ্য দফতরের সঙ্গে বৈঠক হয়েছে । বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী সপ্তাহ থেকে মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার করে করোনা টিকার প্রথম ডোজ় দেওয়া হবে । সোমবার, বুধবার ও শুক্রবার দেওয়া হবে দ্বিতীয় ডোজ় ।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, দ্বিতীয় ডোজ়ের টিকাকরণ বাড়াতে নির্দিষ্ট তিনটে দিনে ভাগ করে নেওয়া হয়েছে । অনেক সময় মানুষ টিকা নিতে এসে ফিরে যাচ্ছেন । তাই প্রথম ও দ্বিতীয় ডোজ় নিতে যাতে মানুষকে হয়রানি হতে না হয়, তার জন্যই আলাদা দিন করে দেওয়া হল ।

আপাতত কলকাতা পৌরনিগমের কাছে যথেষ্ট পরিমাণে কোভ্যাকসিন রয়েছে । অভিযোগ, কোভিশিল্ড যে পরিমাণে প্রয়োজন, তার থেকে অনেক কম পাঠাচ্ছে কেন্দ্র । আপাতত যা ভ্যাকসিন রয়েছে তা দিয়ে আগামী কয়েকদিন টিকাকরণ চলবে বলে জানিয়েছেন অতীন ঘোষ ।

কলকাতা, 13 অগস্ট : বদল হচ্ছে করোনার টিকাকরণের সময়সূচি । আগামী সপ্তাহ থেকে টিকাকরণের প্রথম ও দ্বিতীয় ডোজ়ের দিন ভাগ করে দিল কলকাতা পৌরনিগম । এবার থেকে বুধবার, বৃহস্পতিবার ও শনিবার দেওয়া হবে করোনার প্রথম টিকার ডোজ় । দ্বিতীয় ডোজ় দেওয়া হবে সোমবার, বুধবার ও শুক্রবার ।

এতদিন পর্যন্ত কলকাতায় সকাল ন'টা থেকে দুপুর দু'টো পর্যন্ত দেওয়া হত করোনার প্রথম ডোজ়ের টিকা এবং দুপুর দু'টো থেকে বেলা চারটে পর্যন্ত দেওয়া হত দ্বিতীয় ডোজ়ের টিকা । টিকাকরণের পরিবর্তিত সময়সূচি শুরু হচ্ছে আগামী সপ্তাহ থেকে ।

এতদিন পর্যন্ত বুধবার করে করোনার টিকা দেওয়া হত না । বুধবার করে শিশুদের অন্যান্য অসুখের টিকাকরণ করা হত । এবার থেকে বুধবার বেলা একটার পর করোনার দ্বিতীয় ডোজ় দেওয়া হবে । এবার থেকে সপ্তাহে 6 দিন করে দেওয়া হবে করোনার টিকা ।

বর্তমানে কলকাতায় পৌরনিগমের 102টি স্বাস্থ্যকেন্দ্র থেকে এবং 50টি মেগা সেন্টার থেকে কোভিশিল্ড দেওয়া হচ্ছে । 39টি কেন্দ্র থেকে কোভ্যাকসিন দেওয়া হচ্ছে । এই সব ক'টি মেগা সেন্টার ও স্বাস্থ্যকেন্দ্র থেকেই কোভিশিল্ড ও কোভ্যাকসিন টিকা দেওয়া হবে, তবে নতুন সময়সূচিতে।

আরও পড়ুন : Covid Restriction : আপাতত বন্ধ লোকাল ট্রেন, রাজ্যে বিধিনিষেধ বাড়ল 15 দিন

আজ কলকাতা পৌরনিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য তথা স্বাস্থ্য বিভাগের প্রধান অতীন ঘোষ জানিয়েছেন, টিকার দেওয়ার সময় নিয়ে স্বাস্থ্য দফতরের সঙ্গে বৈঠক হয়েছে । বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী সপ্তাহ থেকে মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার করে করোনা টিকার প্রথম ডোজ় দেওয়া হবে । সোমবার, বুধবার ও শুক্রবার দেওয়া হবে দ্বিতীয় ডোজ় ।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, দ্বিতীয় ডোজ়ের টিকাকরণ বাড়াতে নির্দিষ্ট তিনটে দিনে ভাগ করে নেওয়া হয়েছে । অনেক সময় মানুষ টিকা নিতে এসে ফিরে যাচ্ছেন । তাই প্রথম ও দ্বিতীয় ডোজ় নিতে যাতে মানুষকে হয়রানি হতে না হয়, তার জন্যই আলাদা দিন করে দেওয়া হল ।

আপাতত কলকাতা পৌরনিগমের কাছে যথেষ্ট পরিমাণে কোভ্যাকসিন রয়েছে । অভিযোগ, কোভিশিল্ড যে পরিমাণে প্রয়োজন, তার থেকে অনেক কম পাঠাচ্ছে কেন্দ্র । আপাতত যা ভ্যাকসিন রয়েছে তা দিয়ে আগামী কয়েকদিন টিকাকরণ চলবে বলে জানিয়েছেন অতীন ঘোষ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.