কলকাতা, 3 মে : শেষ 24 ঘণ্টায় রাজ্যে 17 হাজার 501 জন করোনায় আক্রান্ত হয়েছেন । মৃত্যু হয়েছে 98 জনের । স্বাস্থ্যদফতরের সর্বশেষ বুলেটিনে প্রকাশিত তথ্য অনুযায়ী, সামান্য বেড়েছে সুস্থতার হার । রাজ্যে বর্তমানে সুস্থতার হার 85.06 শতাংশ ।
কলকাতা ও উত্তর 24 পরগনায় দৈনিক সংক্রমণ সবথেকে বেশি । শেষ 24 ঘণ্টায় এই দুই জেলায় করোনায় আক্রান্ত 7955 জন । কলকাতায় মৃত্যু হয়েছে 21 জনের, উত্তর 24 পরগনায় 23 জনের ।
এই নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মোট 8 লাখ 80 হাজার 894 জন করোনায় আক্রান্ত হয়েছেন । এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 11 হাজার 637 জনের । এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা 1 লাখ 19 হাজার 961 ।
আরও পড়ুন : করোনার টিকার জুলাই মাস পর্যন্ত অর্ডার দেওয়া রয়েছে, জানাল স্বাস্থ্যমন্ত্রক
রাজ্যে এখন করোনা রোগীদের জন্য সংরক্ষিত বেড রয়েছে 15 হাজার 483টি ৷ স্বাস্থ্য দফতরের করোনা বুলেটিন অনুযায়ী, এই মুহূর্তে 44.11 শতাংশ বেডে রোগীরা ভর্তি রয়েছেন ৷ গত বছর যে সব সরকারি হাসপাতালে কোভিড-19-এর রোগীদের জন্য পৃথক ওয়ার্ডের ব্যবস্থা করা হয়নি, এ বছর সেই সব হাসপাতালে কোভিড রোগীদের জন্য পৃথক ওয়ার্ড চালু করা হচ্ছে ।