ETV Bharat / state

একদিনে রাজ্যে সুস্থ 534, নতুন করে আক্রান্ত 415 - রাজ্যের কোরোনা খবর

রাজ্যে এই নিয়ে পরপর তিন দিন । কোরোনায় নতুন করে সংক্রমিতের সংখ্যাকে ছাপিয়ে গেল একদিনে সুস্থ হয়ে ওঠার সংখ্যা । আজ রাজ্যে 534 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

state corona update
state corona update
author img

By

Published : Jun 17, 2020, 1:31 AM IST

কলকাতা, 16 জুন : কলকাতায় কোরোনা সংক্রমণ দিন দিন বেড়ে চলেছে । গত 24 ঘণ্টায় আরও 170 জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিস । এই নিয়ে কলকাতায় মোট সংক্রমণের সংখ্যা বেড়ে হল 3 হাজার 946 । সুস্থও হয়ে উঠছেন অনেকে । এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন 1 হাজার 548 জন । স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী, শেষ 24 ঘণ্টায় 62 জন কোরোনামুক্ত হয়েছেন । এই মুহূর্তে কলকাতায় কোরোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন 2 হাজার 97 জন । মৃত্যু হয়েছে 301 জনের । আজ আরও চারজনের মৃত্যুর খবর সামনে এসেছে ।

এদিকে আজ রাজ্যে কোরোনায় আক্রান্ত হয়েছেন 415 জন । সুস্থ হয়ে উঠেছেন 534 জন । এই নিয়ে পরপর তিনদিন নতুন করে কোরোনায় আক্রান্তের সংখ্যাকে ছাপিয়ে গেল সুস্থ হয়ে ওঠার সংখ্যা । রাজ্যে এই মুহূর্তে কোরোনায় আক্রান্তের সংখ্যা 11 হাজার 909 । সুস্থ হয়ে উঠেছেন 6 হাজার 28 জন । এদিকে রাজ্যে শেষ 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 10 জনের । রাজ্যে মোট কোরোনায় মৃত্যুর সংখ্যা 495 । এই মুহূর্তে রাজ্যে কোরোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে 5 হাজার 386 জন । শেষ 24 ঘণ্টায় আজ ঝাড়গ্রাম ছাড়া বাকি সব জেলা থেকেই নতুন করে সংক্রমণের খবর সামনে এসেছে । পরিস্থিতি সামাল দিতে রাজ্যে নমুনা পরীক্ষার ল্যাবরেটরি রয়েছে 45টি । এই সপ্তাহে আরও দু'টি ল্যাবরেটরি যুক্ত হয়েছে । এর মধ্যে একটি ল্যাবরেটরি এখনও অনুমোদন পায়নি । রাজ্যে মোট সরকারি কোয়ারানটিনের সংখ্যা 582টি । বর্তমানে সেখানে 12 হাজার 237 জন রয়েছেন । এপর্যন্ত সরকারি কোয়ারানটিন থেকে ছাড়া পেয়েছেন 84 হাজার 701 জন । বর্তমানে হোম কোয়ারানটিনে রয়েছেন 1 লাখ 52 হাজার 724 জন । এপর্যন্ত ছাড়া পেয়েছেন 1 লাখ 24 হাজার 239 জন । ভিনরাজ্য থেকে যারা ফিরছে তাদের জন্য এই মুহূর্তে রাজ্যে 9 হাজার 763টি কোয়ারানটিন সেন্টারের ব্যবস্থা করা হয়েছে । বর্তমানে সেখানে 85 হাজার 343 জন রয়েছে । ছাড়া পেয়েছে 1 লাখ 59 হাজার 017 জন । এই মুহূর্তে রাজ্যে কোরোনা হাসপাতালের সংখ্যা 77টি । এর মধ্যে 24টি সরকারি ও 53টি বেসরকারি হাসপাতাল । কোরোনা হাসপাতালগুলিতে মোট শয্য়ার সংখ্যা 10 হাজার 105 । ICU যুক্ত শয্যার সংখ্যা 948। এই মুহূর্তে হাসপাতালগুলিতে মোট ভেন্টিলেটরের সংখ্য়া 395 ।

কলকাতা, 16 জুন : কলকাতায় কোরোনা সংক্রমণ দিন দিন বেড়ে চলেছে । গত 24 ঘণ্টায় আরও 170 জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিস । এই নিয়ে কলকাতায় মোট সংক্রমণের সংখ্যা বেড়ে হল 3 হাজার 946 । সুস্থও হয়ে উঠছেন অনেকে । এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন 1 হাজার 548 জন । স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী, শেষ 24 ঘণ্টায় 62 জন কোরোনামুক্ত হয়েছেন । এই মুহূর্তে কলকাতায় কোরোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন 2 হাজার 97 জন । মৃত্যু হয়েছে 301 জনের । আজ আরও চারজনের মৃত্যুর খবর সামনে এসেছে ।

এদিকে আজ রাজ্যে কোরোনায় আক্রান্ত হয়েছেন 415 জন । সুস্থ হয়ে উঠেছেন 534 জন । এই নিয়ে পরপর তিনদিন নতুন করে কোরোনায় আক্রান্তের সংখ্যাকে ছাপিয়ে গেল সুস্থ হয়ে ওঠার সংখ্যা । রাজ্যে এই মুহূর্তে কোরোনায় আক্রান্তের সংখ্যা 11 হাজার 909 । সুস্থ হয়ে উঠেছেন 6 হাজার 28 জন । এদিকে রাজ্যে শেষ 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 10 জনের । রাজ্যে মোট কোরোনায় মৃত্যুর সংখ্যা 495 । এই মুহূর্তে রাজ্যে কোরোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে 5 হাজার 386 জন । শেষ 24 ঘণ্টায় আজ ঝাড়গ্রাম ছাড়া বাকি সব জেলা থেকেই নতুন করে সংক্রমণের খবর সামনে এসেছে । পরিস্থিতি সামাল দিতে রাজ্যে নমুনা পরীক্ষার ল্যাবরেটরি রয়েছে 45টি । এই সপ্তাহে আরও দু'টি ল্যাবরেটরি যুক্ত হয়েছে । এর মধ্যে একটি ল্যাবরেটরি এখনও অনুমোদন পায়নি । রাজ্যে মোট সরকারি কোয়ারানটিনের সংখ্যা 582টি । বর্তমানে সেখানে 12 হাজার 237 জন রয়েছেন । এপর্যন্ত সরকারি কোয়ারানটিন থেকে ছাড়া পেয়েছেন 84 হাজার 701 জন । বর্তমানে হোম কোয়ারানটিনে রয়েছেন 1 লাখ 52 হাজার 724 জন । এপর্যন্ত ছাড়া পেয়েছেন 1 লাখ 24 হাজার 239 জন । ভিনরাজ্য থেকে যারা ফিরছে তাদের জন্য এই মুহূর্তে রাজ্যে 9 হাজার 763টি কোয়ারানটিন সেন্টারের ব্যবস্থা করা হয়েছে । বর্তমানে সেখানে 85 হাজার 343 জন রয়েছে । ছাড়া পেয়েছে 1 লাখ 59 হাজার 017 জন । এই মুহূর্তে রাজ্যে কোরোনা হাসপাতালের সংখ্যা 77টি । এর মধ্যে 24টি সরকারি ও 53টি বেসরকারি হাসপাতাল । কোরোনা হাসপাতালগুলিতে মোট শয্য়ার সংখ্যা 10 হাজার 105 । ICU যুক্ত শয্যার সংখ্যা 948। এই মুহূর্তে হাসপাতালগুলিতে মোট ভেন্টিলেটরের সংখ্য়া 395 ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.