কলকাতা, 14 অক্টোবর : সোশ্যাল মিডিয়ার খবরের ভিত্তিতে মামলায় দমদম পার্ক ভারত চক্রের পুজোয় হস্তক্ষেপ করবে না আদালত ৷ জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট ৷ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ এই মামলার শুনানিতে এই কথা জানিয়েছেন । তবে, 25 অক্টোবরের মধ্যে এই বিষয়ে পুলিশকে একটি রিপোর্ট দাখিল করতে বলেছেন বিচারপতি ৷ তারপর পরবর্তী পদক্ষেপ করবে আদালত।
সোশ্যাল মিডিয়ার খবরের ভিত্তিতে দমদম ভারত চক্রের পুজো নিয়ে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে । এই পুজোর এবছরের থিম 'ধান দেবো না মান দেবো না'৷ এই থিমের সঙ্গে ভাবনা মিলিয়েই এই পুজোয় উঠে এসেছে দেশে চলমান কৃষক আন্দোলনের প্রসঙ্গ। উঠে এসেছে সাম্প্রতিক লখিমপুরকাণ্ডও ৷ এই অনুষঙ্গেই মণ্ডপের একটা অংশে জুতোর ব্যবহার করেছেন মণ্ডপ শিল্পী। এর বিরুদ্ধেই প্রশ্ন উঠেছিল সোশ্যাল মিডিয়ায় ৷ বিষয়টি নিয়ে সরব হয়েছিল রাজ্য বিজেপিও। আইনজীবী তথা বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল কলকাতা হাইকোর্টে এর বিরুদ্ধে চিঠি দিয়েছিলেন। সেটিই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মামলা হিসেবে গ্রহণ করেন।
আরও পড়ুন : Calcutta High Court : ভারত চক্রের পুজোয় জুতোর ব্যবহার নিয়ে মামলা হাইকোর্টে
এদিন এই মামলার শুনানিতে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, "ইতিহাসে দেখা গিয়েছে বিভিন্ন আন্দোলনের উপর যখন আক্রমণ নেমে আসে, সেখানেই লড়াইয়ের পর প্রচুর জুতো পড়ে থাকতে দেখা যায়। উত্তরপ্রদেশেও যখন আন্দোলনরত কৃষকদের উপর আক্রমণ হচ্ছিল সেখানেও মৃত কৃষকদের জুতো পড়ে থাকতে দেখা গিয়েছে । তাই এই থিমে জুতোর ব্যবহার হয়েছে। এই মণ্ডপের দুটি অংশ আছে । প্রথম অংশে মণ্ডপ এবং দ্বিতীয় অংশে থিমের থেকে মাতৃ মণ্ডপের দূরত্ব প্রায় 11 ফুট । তাই কোনও ভাবেই মাতৃ মণ্ডপকে অপমানিত করার যুক্তি এখানে ধোপে টেকে না ।"
পাশাপাশি ক্লাবের তরফে এদিন আদালতে বলা হয়, যারা মামলাকারী তারা কেউ নিজেরা ওই মণ্ডপ ঘুরে দেখেননি । সোশ্যাল মিডিয়ায় খবরের ভিত্তিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন । এরপরই বিচারপতি কৌশিক চন্দ জানান, আপাতত কলকাতা হাইকোর্ট এই বিষয়ে হস্তক্ষেপ করবে না । 25 অক্টোবরের মধ্যে এই বিষয়ে পুলিশকে একটি রিপোর্ট দাখিল করতে বলেছেন বিচারপতি ৷ তারপর পরবর্তী পদক্ষেপ করবে আদালত।