কলকাতা, 17 এপ্রিল : লকডাউন অমান্য করে কারণে -অকারণে রাস্তায় বের হচ্ছেন এমন সংখ্যাটা কম নয় । রাজ্যের প্রতিটি জেলাতেই কম-বেশি প্রায় একই চিত্র নজরে আসছে । কলকাতায় এই ধরনের ঘটনা শক্ত হাতে সামলাচ্ছে পুলিশ । চলছে চেকিং । পার্কসার্কাসে চেকিংয়ের সময় পুলিশকে তোয়াক্কা না করেই দ্রুত গতিতে বাইক ছুটিয়ে বেরিয়ে গেছিলেন এক ব্যক্তি । পরে তিনি ধরা পড়েন । পুলিশের সঙ্গে অভব্য আচরণ ও লকডাউন আইন অমান্য করায় তাঁকে আলিপুর আদালতে তোলা হয় । যাতে এক অভিনব শাস্তি দেন বিচারক । যে শাস্তি খুশি মনে মেনে নিয়ে এখন কলকাতা পুলিশের সঙ্গে রোজ নিয়মভঙ্গকারীদের সচেতন করে চলেছেন ওই ব্যক্তি । নিজেও বুঝেছেন ভুলটা ।
লকডাউন ভেঙেছিলেন তপসিয়া থানা এলাকার এই বাসিন্দা । শনিবার বিকেলে বছর 45 -এর ওই ব্যক্তি পার্কসার্কাস এলাকায় দুরন্ত গতিতে বাইক চালাচ্ছিলেন । ছিল না বাইকের বৈধ কাগজপত্র । এমনকী, পুলিশ তাঁকে থামাতে চাইলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন । পরে তাঁকে পাকড়াও করা হলে পুলিশের সঙ্গে দুর্ব্যবহারও করেন । লকডাউন না মেনে অপ্রয়োজনে বাইরে বের হওয়ার জন্য পুলিশ তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেন । গ্রেপ্তার করা হয় তাঁকে । পরে আলিপুর আদালতে তোলা হলে তাঁকে এক অভিনব এবং বেনজির শাস্তি দেওয়া হয় ।
বিচারক নির্দেশ দেন, ওই ব্যক্তি পুলিশের সঙ্গে মিলে রাস্তায় নেমে লকডাউনের নিয়মভঙ্গকারীদের সচেতন করবেন । আদালতের নির্দেশ মেনে গত তিন- চার দিন ধরে এই কাজই করে চলেছেন তিনি ।