ETV Bharat / state

Summons Against CPM Leaders: কুণাল ঘোষের মামলায় সমন জারি বিমান-সেলিম-শতরূপের বিরুদ্ধে - কুণাল ঘোষের মামলায় সমন

শতরূপ ঘোষের গাড়ি কেনা নিয়ে কটাক্ষ করেছিলেন কুণাল ঘোষ ৷ এর পালটা তাঁকে 'টেস্ট টিউব বেবি' বলেন শতরূপ ৷ এর জেরেই মানহানি মামলায় সমন পাঠানো হল বিমান বসু, মহম্মদ সেলিম ও শতরূপ ঘোষকে ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By

Published : Apr 29, 2023, 8:05 PM IST

কলকাতা, 29 এপ্রিল: সিপিএম নেতা বিমান বসু, মহম্মদ সেলিম, শতরূপ ঘোষের বিরুদ্ধে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের করা মানহানি মামলায় সমন জারি করল নগর দায়রা আদালত । শনিবার, নগর দায়রা আদালতের 19 তম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই সিপিএম নেতাদের বিরুদ্ধে সমন জারি করেছেন । আগামী 13 জুন তাঁদের আদালতে হাজিরা দিতে বলা হয়েছে ৷

উল্লেখ্য, সিপিএমের যুবনেতা শতরূপ ঘোষের গাড়ি কেনা নিয়ে একটি টুইট করে কটাক্ষ করেছিলেন কুণাল ঘোষ । তার জবাবে আলিমুদ্দিন স্ট্রিটের পার্টি অফিসে বসে তৃণমূল মুখপাত্রকে পালটা 'টেস্ট টিউব বেবি' বলে ব্যক্তিগত আক্রমণ করেন শতরূপ । এর পাশাপাশি আরও বেশকিছু আপত্তিকর মন্তব্যও করেছিলেন এই সিপিএম নেতা ৷

শতরূপের এই মন্তব্যে তাঁর পরিবারকে অপমান করা হয়েছে দাবি করে তাঁকে আইনি চিঠি পাঠিয়ে ক্ষমা চাইতে বলেছিলেন কুণাল ঘোষ ৷ তাঁর হয়ে আইনজীবী অয়ন চক্রবর্তী সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও বিমান বসুকেও চিঠি পাঠিয়েছিলেন, কারণ আলিমুদ্দিনে বসে যখন শতরূপ ওই মন্তব্য করেছেন তখন তার দায় তাঁদের উপরেও বর্তায় বলে সেই আইনি চিঠিতে বলা হয় ৷

কিন্তু সেই চিঠিমতো তিন দিনের মধ্যে শতরূপ ক্ষমা না চাওয়ায় এই তিন সিপিএম নেতার বিরুদ্ধে সমন জারি করেছে আদালত । আগামী 13 জুন আদালতে হাজিরা দিতে হবে তাঁদের ৷ উল্লেখ্য, শতরূপ ঘোষ সম্প্রতি 22 লক্ষ টাকা দিয়ে একটি গাড়ি কেনেন, যার মধ্যে 18 লক্ষ টাকা তাঁর বাবার দেওয়া বাকিটা তিনি নিজে দিয়েছেন বলে তাঁর দাবি । এই নিয়ে কটাক্ষ করে কুণাল ঘোষ বলেন, "2021 সালে নির্বাচনী হলফনামায় শতরূপ তাঁর মোট সম্পদ 2 লক্ষ টাকা বলে জানান । এখন 2023 তিনি মারুতি সুজুকি কিনেছেন ।"এর পালটা শতরূপ বলেন কুনাল ঘোষ গাড়ি বলতে প্রিজন ভ্যান বোঝেন ! তাই অন্য কেউ গাড়ি কিনলেই উনি ক্ষেপে যায়।

আরও পড়ুন: 'বিজেপিতেই আছি, কোনওদিন তৃণমূলে যোগদান করিনি', রাজ্যে ফিরে বললেন মুকুল

কলকাতা, 29 এপ্রিল: সিপিএম নেতা বিমান বসু, মহম্মদ সেলিম, শতরূপ ঘোষের বিরুদ্ধে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের করা মানহানি মামলায় সমন জারি করল নগর দায়রা আদালত । শনিবার, নগর দায়রা আদালতের 19 তম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই সিপিএম নেতাদের বিরুদ্ধে সমন জারি করেছেন । আগামী 13 জুন তাঁদের আদালতে হাজিরা দিতে বলা হয়েছে ৷

উল্লেখ্য, সিপিএমের যুবনেতা শতরূপ ঘোষের গাড়ি কেনা নিয়ে একটি টুইট করে কটাক্ষ করেছিলেন কুণাল ঘোষ । তার জবাবে আলিমুদ্দিন স্ট্রিটের পার্টি অফিসে বসে তৃণমূল মুখপাত্রকে পালটা 'টেস্ট টিউব বেবি' বলে ব্যক্তিগত আক্রমণ করেন শতরূপ । এর পাশাপাশি আরও বেশকিছু আপত্তিকর মন্তব্যও করেছিলেন এই সিপিএম নেতা ৷

শতরূপের এই মন্তব্যে তাঁর পরিবারকে অপমান করা হয়েছে দাবি করে তাঁকে আইনি চিঠি পাঠিয়ে ক্ষমা চাইতে বলেছিলেন কুণাল ঘোষ ৷ তাঁর হয়ে আইনজীবী অয়ন চক্রবর্তী সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও বিমান বসুকেও চিঠি পাঠিয়েছিলেন, কারণ আলিমুদ্দিনে বসে যখন শতরূপ ওই মন্তব্য করেছেন তখন তার দায় তাঁদের উপরেও বর্তায় বলে সেই আইনি চিঠিতে বলা হয় ৷

কিন্তু সেই চিঠিমতো তিন দিনের মধ্যে শতরূপ ক্ষমা না চাওয়ায় এই তিন সিপিএম নেতার বিরুদ্ধে সমন জারি করেছে আদালত । আগামী 13 জুন আদালতে হাজিরা দিতে হবে তাঁদের ৷ উল্লেখ্য, শতরূপ ঘোষ সম্প্রতি 22 লক্ষ টাকা দিয়ে একটি গাড়ি কেনেন, যার মধ্যে 18 লক্ষ টাকা তাঁর বাবার দেওয়া বাকিটা তিনি নিজে দিয়েছেন বলে তাঁর দাবি । এই নিয়ে কটাক্ষ করে কুণাল ঘোষ বলেন, "2021 সালে নির্বাচনী হলফনামায় শতরূপ তাঁর মোট সম্পদ 2 লক্ষ টাকা বলে জানান । এখন 2023 তিনি মারুতি সুজুকি কিনেছেন ।"এর পালটা শতরূপ বলেন কুনাল ঘোষ গাড়ি বলতে প্রিজন ভ্যান বোঝেন ! তাই অন্য কেউ গাড়ি কিনলেই উনি ক্ষেপে যায়।

আরও পড়ুন: 'বিজেপিতেই আছি, কোনওদিন তৃণমূলে যোগদান করিনি', রাজ্যে ফিরে বললেন মুকুল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.