ETV Bharat / state

Re-Open Sufal Bangla Stall: মহার্ঘ্য সবজির দাম ! 'উধাও' সুফল বাংলার স্টল ফেরাতে মেয়রের কাছে আর্জি - কাউন্সিলর বিশ্বরূপ দে

আগুন সবজির দাম ৷ উধাও সুফল বাংলার স্টল ফেরাতে মেয়র ফিরহাদ হাকিমের কাছে আর্জি জানালেন কাউন্সিলর বিশ্বরূপ দে। বৌবাজার এলাকায় সুফল বাংলার স্টল আচমকা বন্ধ হয়ে যাওয়ায় কলকাতা পৌরনিগমের মাসিক অধিবেশনে প্রশ্ন তোলেন এলাকার কাউন্সিলর ৷

Etv Bharat
উধাও সুফল বাংলার স্টল ফেরাতে মেয়রের কাছে আর্জি
author img

By

Published : Jul 15, 2023, 10:50 PM IST

কলকাতা, 15 জুলাই: সবজির দাম এখন পেট্রোল, ডিজেলকে-ও হার মানিয়েছে। টমেটো থেকে ক্যাপসিকাম, আদা হোক বা রসুন 200-300 টাকা প্রতি কেজি। বাকি সবজিও ঘুরছে 100-150 টাকা প্রতি কেজিতে। আর ঠিক এই সময়ে আচমকাই উধাও সরকারের 'সুফল বাংলা'র স্টল। নাগরিকদের স্বস্তি দিতে শনিবার মেয়র ফিরহাদ হাকিমের কাছে সেই স্টল ফেরানোর আর্জি জানালেন কাউন্সিলর বিশ্বরূপ দে।

মাসেখানেক ধরে সবজি বাজারে হাত ছোঁয়ানো দায় আমজনতার। সেই জায়গায় দাঁড়িয়ে সরকারের সুফল বাংলা স্টল কিছুটা স্বস্তি দিত নাগরিকদের ৷ তবে আচমকাই সেই স্টল উধাও হওয়াতে সমস্যায় পড়েছেন বৌবাজার এলাকার মানুষ। সমস্যার কথা বুঝেই কলকাতা পৌরনিগমের মাসিক অধিবেশনে সেই স্টল ফেরানোর বিষয়ে সওয়াল করলেন এলাকার কাউন্সিলর বিশ্বরূপ দে।

তিনি বলেন, "সুফল বাংলার স্টলগুলো থেকে বাজার দরের তুলনায় বেশ খানিকটা কম দামেই সবজি বিক্রি হতো। তাহলে কেন বন্ধ হল ?" তাঁর জবাবে মেয়র ফিরহাদ হাকিম বলেন, "সবজি কম দামে কিনলে তবেই তো তারা কমে বিক্রি করবে। যদিও এখানে কর্পোরেশনের করার কিছু নেই। কারণ ওই স্টলগুলো রাজ্যের কৃষি বিপণন দফতরের আওতাধীন। আমার চেতলায় তো চলছে। আপনি তালিকা দিন, দেখছি চালু করা যায় কি না।"

উল্লেখ্য, বিগত কয়েকদিনে অগ্নিমূল্য বাজারে সবজিতে হাত দিলেই লাগছে ছ্যাঁকা ৷ মধ্যবিত্তের পকেটে পড়েছে টান ৷ টমেটো 350-400 টাকা প্রতি কেজি । আদা 250-300 টাকা প্রতি কেজি । ক্যাপসিকাম 180-200 টাকা প্রতি কেজি। ঢেঁড়স কিনতে হচ্ছিল 100 টাকা কেজি দরে । বেগুনের দাম 160 টাকা কেজি। পটল বিকোচ্ছে 80 টাকা কেজি দরে।

আরও পড়ুন: ডিনারে নিরামিষ পদ ! আমিরশাহীতে মোদির জন্য 'শাহী' আয়োজন

কেউ বলছেন আবহাওয়ার রকম ফেরে বৃষ্টি উধাও ৷ তাই সবজি কম আসায় দাম বেড়েছে। আবার কারও কথায় পঞ্চায়েত ভোট চলায় মাঠমুখো হননি চাষীরা। তাই বাজারে যোগান কমতেই দাম বেড়েছে। নানা মুনির নানা মত থাকলেও বাস্তব এটাই যে দু'বেলা পেট ভরাতে গিয়ে সবজির দামে হাত পুড়েছে আমজনতার।

কলকাতা, 15 জুলাই: সবজির দাম এখন পেট্রোল, ডিজেলকে-ও হার মানিয়েছে। টমেটো থেকে ক্যাপসিকাম, আদা হোক বা রসুন 200-300 টাকা প্রতি কেজি। বাকি সবজিও ঘুরছে 100-150 টাকা প্রতি কেজিতে। আর ঠিক এই সময়ে আচমকাই উধাও সরকারের 'সুফল বাংলা'র স্টল। নাগরিকদের স্বস্তি দিতে শনিবার মেয়র ফিরহাদ হাকিমের কাছে সেই স্টল ফেরানোর আর্জি জানালেন কাউন্সিলর বিশ্বরূপ দে।

মাসেখানেক ধরে সবজি বাজারে হাত ছোঁয়ানো দায় আমজনতার। সেই জায়গায় দাঁড়িয়ে সরকারের সুফল বাংলা স্টল কিছুটা স্বস্তি দিত নাগরিকদের ৷ তবে আচমকাই সেই স্টল উধাও হওয়াতে সমস্যায় পড়েছেন বৌবাজার এলাকার মানুষ। সমস্যার কথা বুঝেই কলকাতা পৌরনিগমের মাসিক অধিবেশনে সেই স্টল ফেরানোর বিষয়ে সওয়াল করলেন এলাকার কাউন্সিলর বিশ্বরূপ দে।

তিনি বলেন, "সুফল বাংলার স্টলগুলো থেকে বাজার দরের তুলনায় বেশ খানিকটা কম দামেই সবজি বিক্রি হতো। তাহলে কেন বন্ধ হল ?" তাঁর জবাবে মেয়র ফিরহাদ হাকিম বলেন, "সবজি কম দামে কিনলে তবেই তো তারা কমে বিক্রি করবে। যদিও এখানে কর্পোরেশনের করার কিছু নেই। কারণ ওই স্টলগুলো রাজ্যের কৃষি বিপণন দফতরের আওতাধীন। আমার চেতলায় তো চলছে। আপনি তালিকা দিন, দেখছি চালু করা যায় কি না।"

উল্লেখ্য, বিগত কয়েকদিনে অগ্নিমূল্য বাজারে সবজিতে হাত দিলেই লাগছে ছ্যাঁকা ৷ মধ্যবিত্তের পকেটে পড়েছে টান ৷ টমেটো 350-400 টাকা প্রতি কেজি । আদা 250-300 টাকা প্রতি কেজি । ক্যাপসিকাম 180-200 টাকা প্রতি কেজি। ঢেঁড়স কিনতে হচ্ছিল 100 টাকা কেজি দরে । বেগুনের দাম 160 টাকা কেজি। পটল বিকোচ্ছে 80 টাকা কেজি দরে।

আরও পড়ুন: ডিনারে নিরামিষ পদ ! আমিরশাহীতে মোদির জন্য 'শাহী' আয়োজন

কেউ বলছেন আবহাওয়ার রকম ফেরে বৃষ্টি উধাও ৷ তাই সবজি কম আসায় দাম বেড়েছে। আবার কারও কথায় পঞ্চায়েত ভোট চলায় মাঠমুখো হননি চাষীরা। তাই বাজারে যোগান কমতেই দাম বেড়েছে। নানা মুনির নানা মত থাকলেও বাস্তব এটাই যে দু'বেলা পেট ভরাতে গিয়ে সবজির দামে হাত পুড়েছে আমজনতার।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.