ETV Bharat / state

TMC Shahid Diwas: 21 জুলাই হাসপাতালগুলিকে প্রস্তুত থাকার নির্দেশ স্বাস্থ্য ভবনের, শুরু বিতর্ক - স্বাস্থ্য ভবনের নোটিশ

21 জুলাই কলকাতায় তৃণমূলের সমাবেশ ৷ শহিদ দিবস উপলক্ষে স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য ভবন ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By

Published : Jul 16, 2023, 6:33 PM IST

কলকাতা, 16 জুলাই: তৃণমূলের 21 জুলাই সমাবেশকে সামনে রেখে জারি হয়েছে সরকারি নির্দেশিকা ৷ যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷ সামনেই 21 জুলাই ৷ তৃণমূল কংগ্রেসের শহিদ স্মরণ দিবস ৷ প্রতি বছরের মতো এবারও এই দিনে কলকাতায় তৃণমূলের মেগা ইভেন্ট বা মহা সমাবেশ হতে চলেছে ৷ তবে পঞ্চায়েত ভোটে তৃণমূল কর্মীদের মৃত্যুর প্রেক্ষিতে এবছর দিনটিকে 'শ্রদ্ধা দিবস' হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ওইদিন কলকাতায় 21 জুলাইয়ের সমাবেশে যোগ দেবেন তৃণমূল কর্মী-সমর্থকরা ৷ ইতিমধ্যেই তাঁদের আসা এবং থাকা-খাওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে ৷ তবে রাজ্যের শাসকদলের এই কর্মসূচির জন্য এবার জারি হয়েছে সরকারি নির্দেশিকা ৷ স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে জারি করা ওই নির্দেশিকা ঘিরে শুরু হয়েছে বিতর্ক ৷

এই নির্দেশিকায় বলা হয়েছে, শহিদ দিবস উপলক্ষে 21 জুলাই প্রত্যেকটি হাসপাতাল যেন প্রস্তুত থাকে। তার সঙ্গে প্রতিটি ক্যাম্পে যেন রক্ত মজুত থাকে । 21 জুলাই রাজনৈতিক দল হিসেবে তাদের কর্মসূচি পালন করে তৃণমূল ৷ ঘটনাচক্রে বর্তমানে তারা রাজ্যের শাসকদলও ৷ কিন্তু ক্ষমতাসীন দলের নির্দিষ্ট কর্মসূচির জন্য কেন রাজ্য সরকারের একটি দফতর এভাবে নির্দেশিকা দেবে? উঠছে প্রশ্ন ৷

স্বাস্থ্য দফতরের এই নির্দেশিকাকে ঘিরে প্রশ্ন তুলে রাজ্যপাল, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ও রাজ্যের মুখ্য সচিবকে চিঠি লিখেছে চিকিৎসক সংগঠন । সংগঠনের নেতা চিকিৎসক মানস গুমটা বলেন,"একটা রাজনৈতিক অনুষ্ঠান, সেখানে সরকারি চিকিৎসকরা যাবেন কেন? সার্ভিস রুল বলেও একটা বিষয় থাকে । স্বাস্থ্য দফতরের কাছে একটাই প্রশ্ন, যদি অন্য কোনও রাজনৈতিক দল অনুষ্ঠান করে তাহলে স্বাস্থ্য দফতর একই পদক্ষেপ নেবে তো? অবিলম্বে এই নির্দেশিকা যেন প্রত্যাহার করা হয় ।"

ETV Bharat
স্বাস্থ্যভবনের জারি করা নির্দেশিকা

আরও পড়ুন: চলছে ইডির তদন্ত, ভূতনাথ মন্দিরে পুজো দিলেন সায়নী

অন্যদিকে মেডিক্যাল সার্ভিস সেন্টারের সভাপতি চিকিৎসক নীলরতন নাইয়া জানান, সারা রাজ্যজুড়ে যেখানে ডাক্তার-নার্স-প্যারামেডিক্যাল স্টাফ-স্বাস্থ্যকর্মীরা তাঁদের ডিউটি আওয়ারের থেকেও বেশি ডিউটি করে পরিষেবা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করছেন এবং তা সত্ত্বেও লোকবলের অভাবে স্বাস্থ্য পরিষেবা বজায় রাখা ক্রমাগত সম্ভবপর হচ্ছে না; সেই পরিস্থিতিতে এই ধরনের নির্দেশ স্বাস্থ্যকর্মীদের উপরেও অহেতুক চাপ সৃষ্টির নামান্তর । অবিলম্বে এই নির্দেশ প্রত্যাহার করা উচিত ৷ রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডাঃ সিদ্ধার্থ নিয়োগীকেও এ কারণে সমালোচিত হতে হয়েছে ৷

কলকাতা, 16 জুলাই: তৃণমূলের 21 জুলাই সমাবেশকে সামনে রেখে জারি হয়েছে সরকারি নির্দেশিকা ৷ যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷ সামনেই 21 জুলাই ৷ তৃণমূল কংগ্রেসের শহিদ স্মরণ দিবস ৷ প্রতি বছরের মতো এবারও এই দিনে কলকাতায় তৃণমূলের মেগা ইভেন্ট বা মহা সমাবেশ হতে চলেছে ৷ তবে পঞ্চায়েত ভোটে তৃণমূল কর্মীদের মৃত্যুর প্রেক্ষিতে এবছর দিনটিকে 'শ্রদ্ধা দিবস' হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ওইদিন কলকাতায় 21 জুলাইয়ের সমাবেশে যোগ দেবেন তৃণমূল কর্মী-সমর্থকরা ৷ ইতিমধ্যেই তাঁদের আসা এবং থাকা-খাওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে ৷ তবে রাজ্যের শাসকদলের এই কর্মসূচির জন্য এবার জারি হয়েছে সরকারি নির্দেশিকা ৷ স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে জারি করা ওই নির্দেশিকা ঘিরে শুরু হয়েছে বিতর্ক ৷

এই নির্দেশিকায় বলা হয়েছে, শহিদ দিবস উপলক্ষে 21 জুলাই প্রত্যেকটি হাসপাতাল যেন প্রস্তুত থাকে। তার সঙ্গে প্রতিটি ক্যাম্পে যেন রক্ত মজুত থাকে । 21 জুলাই রাজনৈতিক দল হিসেবে তাদের কর্মসূচি পালন করে তৃণমূল ৷ ঘটনাচক্রে বর্তমানে তারা রাজ্যের শাসকদলও ৷ কিন্তু ক্ষমতাসীন দলের নির্দিষ্ট কর্মসূচির জন্য কেন রাজ্য সরকারের একটি দফতর এভাবে নির্দেশিকা দেবে? উঠছে প্রশ্ন ৷

স্বাস্থ্য দফতরের এই নির্দেশিকাকে ঘিরে প্রশ্ন তুলে রাজ্যপাল, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ও রাজ্যের মুখ্য সচিবকে চিঠি লিখেছে চিকিৎসক সংগঠন । সংগঠনের নেতা চিকিৎসক মানস গুমটা বলেন,"একটা রাজনৈতিক অনুষ্ঠান, সেখানে সরকারি চিকিৎসকরা যাবেন কেন? সার্ভিস রুল বলেও একটা বিষয় থাকে । স্বাস্থ্য দফতরের কাছে একটাই প্রশ্ন, যদি অন্য কোনও রাজনৈতিক দল অনুষ্ঠান করে তাহলে স্বাস্থ্য দফতর একই পদক্ষেপ নেবে তো? অবিলম্বে এই নির্দেশিকা যেন প্রত্যাহার করা হয় ।"

ETV Bharat
স্বাস্থ্যভবনের জারি করা নির্দেশিকা

আরও পড়ুন: চলছে ইডির তদন্ত, ভূতনাথ মন্দিরে পুজো দিলেন সায়নী

অন্যদিকে মেডিক্যাল সার্ভিস সেন্টারের সভাপতি চিকিৎসক নীলরতন নাইয়া জানান, সারা রাজ্যজুড়ে যেখানে ডাক্তার-নার্স-প্যারামেডিক্যাল স্টাফ-স্বাস্থ্যকর্মীরা তাঁদের ডিউটি আওয়ারের থেকেও বেশি ডিউটি করে পরিষেবা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করছেন এবং তা সত্ত্বেও লোকবলের অভাবে স্বাস্থ্য পরিষেবা বজায় রাখা ক্রমাগত সম্ভবপর হচ্ছে না; সেই পরিস্থিতিতে এই ধরনের নির্দেশ স্বাস্থ্যকর্মীদের উপরেও অহেতুক চাপ সৃষ্টির নামান্তর । অবিলম্বে এই নির্দেশ প্রত্যাহার করা উচিত ৷ রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডাঃ সিদ্ধার্থ নিয়োগীকেও এ কারণে সমালোচিত হতে হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.