কলকাতা, 17জুন : কোরোনা নিয়ে আবার উদ্বেগ বাড়ল কলকাতা পৌরনিগমের । সাত নম্বর ওয়ার্ডের একই বস্তিতে 16 জন কোরোনা সংক্রমিত হয়েছেন । দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এই বস্তি এলাকা ।
বস্তিতে সংক্রমণের সম্ভাবনা ক্রমশ কমে আসছিল । কলকাতা শহরের আবাসনগুলিতে সংক্রমনের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল । কিন্তু এইবার সেই ছবিতে বদলের আশঙ্কা দেখা যাচ্ছে । তাছাড়া বস্তি এলাকায় সংক্রমণ ঘটলে তা দ্রুত ছড়িয়ে পড়বে । এবং তা সামাল দেওয়া খুব কঠিন হবে । তাই নতুন করে বস্তি এলাকায় কোরোনা ভাইরাস সংক্রমণ দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে কলকাতা পৌরনিগমের ।
বাগবাজার এলাকা সাত নম্বর ওয়ার্ডের একটি বস্তিতে একসঙ্গে 45 জনের সোয়াব পরীক্ষা করেছিল কলকাতা পৌরনিগম । 45 জনের মধ্যে 16 জনই কোরোনা আক্রান্ত । এঁদের মধ্যে একজনকে বাঙুর হাসপাতালে এবং বাকি 15 জনকে রাজারহাটে একটি হাসপাতালে ভরতি করা হয়েছে ।
সাত নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর জানিয়েছেন, আপাতত ওই বস্তি সিল করে দেওয়া হয়েছে । সেই সঙ্গে জীবাণুনাশক স্প্রে করার কাজও শুরু করা হয়েছে । দ্রুত সেই এলাকা জীবাণুমুক্ত হবে । একসঙ্গে 16জন আক্রান্ত হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায় । কলকাতা পৌরনিগমের তরফে নজরদারি চালানো হচ্ছে । কোরোনা প্রতিরোধক ওষুধ খাওয়ানো হচ্ছে বস্তির প্রতিটি ঘরে ।
32 নম্বর ওয়ার্ডে আজ প্রথম লালা রস অর্থাৎ সোয়াব টেস্ট করা হয় । ওয়ার্ডে কোনও ব্যক্তি কোরোনা সংক্রমিত ছিলেন না । কিন্তু এই পরীক্ষায় রিপোর্ট আসার পর দেখা যায় আটজন কোরোনা আক্রান্ত হয়েছেন । আনলক 1-এর পরে গত কয়েকদিনে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা ।
উত্তর কলকাতার বাগমারি এলাকায় সংক্রমণ বৃদ্ধি পেয়েছে । ফলে চিন্তার ভাঁজ পড়েছে কলকাতা পৌরনিগমের কর্তৃপক্ষের কপালে । ফোর্ট উইলিয়ামে 18 জন একসঙ্গে কোরোনা আক্রান্ত হয়েছেন । সেইসঙ্গে মুচিবাজার এলাকায় একসঙ্গে পাঁচজন আক্রান্ত হয়েছেন । বাজারের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এই বাজার সিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরনিগম ।