ETV Bharat / state

মুখে মাস্ক, হাতে বন্দুক; কোরোনা এবার বিখ্যাত পটচিত্রেও - Vaskar

কালীঘাট পটচিত্রে বাবু সংস্কৃতির শিল্পকলায় ঢুকে পড়েছে কোরোনা ভাইরাস । কোরোনা ভাইরাসের প্রভাবে যেমন মানুষের জীবনধারা ব‍্যাহত হয়েছে, সবসময় মানুষের মধ্যে অস্থিরতা কাজ করছে- সেই ছবি বাবু সংস্কৃতির পটচিত্রে ব‍্যঙ্গ করে ফুটিয়ে তুলেছেন শিল্পী ।

Kalighat Pat
Kalighat Pat
author img

By

Published : Jun 15, 2020, 7:47 PM IST

কলকাতা, 15 জুন : কালীঘাট পটচিত্রের বাবু সংস্কৃতিতে ঢুকে পড়েছে কোরোনা ভাইরাস । পটচিত্র একটি চিত্রকলা। সাধারণত বিভিন্ন পৌরাণিক কাহিনি, দেব-দেবী, ঈশ্বর বন্দনা ফুটিয়ে তোলা হয় পটচিত্রে । কিন্তু, তার মধ্যেও কালীঘাট পট সম্পূর্ণ স্বতন্ত্র । ঊনবিংশ শতকের তৎকালীন সমাজের চরিত্র ফুটে উঠে তাতে । বিশ্বজোড়া খ্যাতি এই কালীঘাট পটচিত্রের । একটা সময়ে কালীঘাটের পটুয়াপাড়ায় অনেকেই পটচিত্র শিল্পী ছিলেন । এখন একমাত্র ভাস্কর চিত্রকর বয়ে নিয়ে চলেছেন এই ধারাটিকে । বাবু সংস্কৃতিকে বিভিন্ন ব্যঙ্গচিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলাই তাঁর শিল্পকলার বিশেষত্ব এবং যার খ্যাতি বিশ্বজুড়ে । সম্প্রতি তাঁর বাবু সংস্কৃতির শিল্পকলায় ঢুকে পড়েছে কোরোনা ভাইরাস । লকডাউন শুরুর দু'দিন পর থেকে বাবু সংস্কৃতিতে কোরোনার থাবা বসিয়ে পটচিত্র আঁকা শুরু করেন ভাস্কর চিত্রকর। সেই চিত্রগুলির কোনওটা কোরোনা বাবুর চেয়ার দখল করে নিয়েছে, বাবু মুখে মাস্ক পরে, ঝাঁটা হাতে কোরোনা তাড়াতে উদ‍্যত হয়েছেন । আবার কোথাও বাবু বন্দুক দিয়ে কোরোনা মারতে যাচ্ছেন ।

বর্তমানে কোরোনা ভাইরাসের প্রভাবে যেমন মানুষের জীবনধারা ব‍্যাহত হয়েছে, সবসময় মানুষের মধ্যে যে অস্থিরতা কাজ করছে সেই ছবি বাবু সংস্কৃতির পটচিত্রে ব‍্যঙ্গ করে ফুটিয়ে তুলেছেন শিল্পী । কালীঘাট পটচিত্রে কোরোনার অবতারণা নিয়ে ভাস্কর চিত্রকর বলেন, "বাবা শিখিয়েছেন, কখনো নকল করবে না । দেখে আঁকলেও তা নিজের মতো করে করতে হবে। সেভাবেই আমি মোনালিসা, স্ট‍্যাচু অফ লিবার্টি এঁকেছি । যখন কোরোনা এল তখন তা নিয়ে ভাবতে ভাবতে ছবি আঁকা শুরু করি । লকডাউন শুরুর দু'দিন পর থেকেই আমি কোরোনা ভাইরাস নিয়ে ছবি আঁকা শুরু করি । সাত-আটটা ছবি এঁকেছিলাম । নিমেষেই তা বুক হয়ে যায় ।"

Kalighat Pat
বাবু সংস্কৃতিকে তাড়া করছে কোরোনা আতঙ্ক

সাম্প্রতিক সময়ের আঙ্গিকে আঁকা পটচিত্রের বিষয়ে ভাস্করবাবু বলেন, "আমি মূলত বাবু সংস্কৃতি নিয়ে ছবি আঁকি। বাবুও তো মানুষ। জমিদার ছিলেন । তাঁদের নিয়েই আমাদের ছবি আঁকা। সেই বাবু ও এখনকার কোরোনা ভাইরাসকে যুক্ত করেছি । যেমন, বাবুর যে জীবনধারা তাতে সবসময় চেয়ারে বসে জমিদারি করতেন । বাবু কখনো দাঁড়িয়ে কাজ করতেন না । এখন কোরোনার কারণে আমাদের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে, কোথাও বসতে পারছি না । বাবুর মধ‍্যেও সেই অস্থিরতা দেখিয়েছি। চেয়ারে কোরোনা বসে আছে, বাবু ঝাঁটা হাতে দাঁড়িয়ে আছেন তাড়ানোর জন্য । বাবু তো ডাক্তার নন। তাই বাবু রাগের চোটে ঝাঁটা ধরে আছেন ।"

Kalighat Pat
কৃষ্ণাঙ্গ হত‍্যার প্রতিবাদে কালী রূপে স্ট‍্যাচু অফ লিবার্টি

এভাবেই নিজের শিল্পের মধ্যে কোরোনাকে জায়গা দিয়েছেন ভাস্করবাবু । আবার শিব কোরোনা বধ করছেন ত্রিশুল দিয়ে বা মা কালীর ত্রিনয়নের ছটায় কোরোনা পালাচ্ছে- এই ধরনের পটচিত্রও এঁকেছেন তিনি । শুধু কোরোনা নয়। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার প্রতিচ্ছবিও নিজের শিল্পকলায় ফুটিয়ে তুলেছেন ভাস্করবাবু । যেমন, কালো রঙা আমফান ধেয়ে আসছে, আর মুখে মাস্ক পরে তার মুখোমুখি মানুষ । অ্যামেরিকায় কৃষ্ণাঙ্গ হত‍্যার প্রতিবাদে কালী রূপে স্ট‍্যাচু অফ লিবার্টিও এঁকেছেন । শুধু দেশে নয়, বিদেশেও ভাস্করবাবুর শিল্পকলার চাহিদা বিশাল। সুদূর লন্ডন, অ্যামেরিকার মতো বিভিন্ন দেশ থেকে তাঁর পটচিত্রের জন্য অর্ডার আসছে। সবমিলিয়ে এখন ব‍্যস্ততাতেই দিন কাটছে তাঁর।

কলকাতা, 15 জুন : কালীঘাট পটচিত্রের বাবু সংস্কৃতিতে ঢুকে পড়েছে কোরোনা ভাইরাস । পটচিত্র একটি চিত্রকলা। সাধারণত বিভিন্ন পৌরাণিক কাহিনি, দেব-দেবী, ঈশ্বর বন্দনা ফুটিয়ে তোলা হয় পটচিত্রে । কিন্তু, তার মধ্যেও কালীঘাট পট সম্পূর্ণ স্বতন্ত্র । ঊনবিংশ শতকের তৎকালীন সমাজের চরিত্র ফুটে উঠে তাতে । বিশ্বজোড়া খ্যাতি এই কালীঘাট পটচিত্রের । একটা সময়ে কালীঘাটের পটুয়াপাড়ায় অনেকেই পটচিত্র শিল্পী ছিলেন । এখন একমাত্র ভাস্কর চিত্রকর বয়ে নিয়ে চলেছেন এই ধারাটিকে । বাবু সংস্কৃতিকে বিভিন্ন ব্যঙ্গচিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলাই তাঁর শিল্পকলার বিশেষত্ব এবং যার খ্যাতি বিশ্বজুড়ে । সম্প্রতি তাঁর বাবু সংস্কৃতির শিল্পকলায় ঢুকে পড়েছে কোরোনা ভাইরাস । লকডাউন শুরুর দু'দিন পর থেকে বাবু সংস্কৃতিতে কোরোনার থাবা বসিয়ে পটচিত্র আঁকা শুরু করেন ভাস্কর চিত্রকর। সেই চিত্রগুলির কোনওটা কোরোনা বাবুর চেয়ার দখল করে নিয়েছে, বাবু মুখে মাস্ক পরে, ঝাঁটা হাতে কোরোনা তাড়াতে উদ‍্যত হয়েছেন । আবার কোথাও বাবু বন্দুক দিয়ে কোরোনা মারতে যাচ্ছেন ।

বর্তমানে কোরোনা ভাইরাসের প্রভাবে যেমন মানুষের জীবনধারা ব‍্যাহত হয়েছে, সবসময় মানুষের মধ্যে যে অস্থিরতা কাজ করছে সেই ছবি বাবু সংস্কৃতির পটচিত্রে ব‍্যঙ্গ করে ফুটিয়ে তুলেছেন শিল্পী । কালীঘাট পটচিত্রে কোরোনার অবতারণা নিয়ে ভাস্কর চিত্রকর বলেন, "বাবা শিখিয়েছেন, কখনো নকল করবে না । দেখে আঁকলেও তা নিজের মতো করে করতে হবে। সেভাবেই আমি মোনালিসা, স্ট‍্যাচু অফ লিবার্টি এঁকেছি । যখন কোরোনা এল তখন তা নিয়ে ভাবতে ভাবতে ছবি আঁকা শুরু করি । লকডাউন শুরুর দু'দিন পর থেকেই আমি কোরোনা ভাইরাস নিয়ে ছবি আঁকা শুরু করি । সাত-আটটা ছবি এঁকেছিলাম । নিমেষেই তা বুক হয়ে যায় ।"

Kalighat Pat
বাবু সংস্কৃতিকে তাড়া করছে কোরোনা আতঙ্ক

সাম্প্রতিক সময়ের আঙ্গিকে আঁকা পটচিত্রের বিষয়ে ভাস্করবাবু বলেন, "আমি মূলত বাবু সংস্কৃতি নিয়ে ছবি আঁকি। বাবুও তো মানুষ। জমিদার ছিলেন । তাঁদের নিয়েই আমাদের ছবি আঁকা। সেই বাবু ও এখনকার কোরোনা ভাইরাসকে যুক্ত করেছি । যেমন, বাবুর যে জীবনধারা তাতে সবসময় চেয়ারে বসে জমিদারি করতেন । বাবু কখনো দাঁড়িয়ে কাজ করতেন না । এখন কোরোনার কারণে আমাদের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে, কোথাও বসতে পারছি না । বাবুর মধ‍্যেও সেই অস্থিরতা দেখিয়েছি। চেয়ারে কোরোনা বসে আছে, বাবু ঝাঁটা হাতে দাঁড়িয়ে আছেন তাড়ানোর জন্য । বাবু তো ডাক্তার নন। তাই বাবু রাগের চোটে ঝাঁটা ধরে আছেন ।"

Kalighat Pat
কৃষ্ণাঙ্গ হত‍্যার প্রতিবাদে কালী রূপে স্ট‍্যাচু অফ লিবার্টি

এভাবেই নিজের শিল্পের মধ্যে কোরোনাকে জায়গা দিয়েছেন ভাস্করবাবু । আবার শিব কোরোনা বধ করছেন ত্রিশুল দিয়ে বা মা কালীর ত্রিনয়নের ছটায় কোরোনা পালাচ্ছে- এই ধরনের পটচিত্রও এঁকেছেন তিনি । শুধু কোরোনা নয়। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার প্রতিচ্ছবিও নিজের শিল্পকলায় ফুটিয়ে তুলেছেন ভাস্করবাবু । যেমন, কালো রঙা আমফান ধেয়ে আসছে, আর মুখে মাস্ক পরে তার মুখোমুখি মানুষ । অ্যামেরিকায় কৃষ্ণাঙ্গ হত‍্যার প্রতিবাদে কালী রূপে স্ট‍্যাচু অফ লিবার্টিও এঁকেছেন । শুধু দেশে নয়, বিদেশেও ভাস্করবাবুর শিল্পকলার চাহিদা বিশাল। সুদূর লন্ডন, অ্যামেরিকার মতো বিভিন্ন দেশ থেকে তাঁর পটচিত্রের জন্য অর্ডার আসছে। সবমিলিয়ে এখন ব‍্যস্ততাতেই দিন কাটছে তাঁর।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.