ETV Bharat / state

কোরোনা থেকে বাঁচতে হাতের ঘড়ি-আংটি খোলার পরামর্শ নির্মল মাজির

author img

By

Published : Apr 7, 2020, 1:46 PM IST

সংক্রমণ এড়াতে এবার হাতের ঘড়ি-আংটি সমস্ত কিছু খুলে রাখার পরামর্শ দিলেন নির্মল মাজি ।

nirmal maji
নির্মল মাজি

কলকাতা, 7 এপ্রিল : কোরোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে আগেই ঘড়ি এবং দুই হাতের আঙুলগুলি থেকে আংটি খুলে ফেলেছেন রাজ্যের মন্ত্রী নির্মল মাজি‌ । তবে, শুধু নিজে নয়, কর্তব্যরত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদেরও ঘড়ি-আংটি খুলে রাখার পরামর্শ দিয়ে চলেছেন তিনি।

কোরোনা সংক্রমণ থেকে বাঁচতে নানারকম সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার কথা বলা হচ্ছে প্রশাসনের তরফে। বারবার ভিড় এড়িয়ে যেতে বলা হচ্ছে ।হাত-মুখ ধোয়া, স্যানিটাইজ়ার ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। এবার হাতের আংটি-ঘড়িগুলিও খুলে রাখার কথাও বলা হচ্ছে । কারণ এর মাধ্যমেও কোরোনা সংক্রমণ হতে পারে ।

এপ্রসঙ্গে নির্মল মাজি বলেন, "আংটি আগেই খুলে ফেলেছি। লকডাউনের পর ঘড়ি খুললাম। এই অবস্থায় সকলেরই উচিত ঘড়ি, আংটি ও হাতের বালা-চুড়ি জাতীয় সবকিছু খুলে রাখা। শুধু চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীরা নযন, সমস্ত মানুষের এবিষয়ে সচেতনতা অবলম্বন করা উচিত । হাত সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা উচিত।"

তিনি আরও বলেন, "বিজ্ঞানকে ভালোবাসতে শিখুন। হাতে এমন কিছু রাখবেন না যা থেকে কোনও ভাইরাস সংক্রমিত হয়। হাতকে সব সময় মুক্ত রাখুন। পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। সমাজের সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন এই বার্তা।"

কলকাতা, 7 এপ্রিল : কোরোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে আগেই ঘড়ি এবং দুই হাতের আঙুলগুলি থেকে আংটি খুলে ফেলেছেন রাজ্যের মন্ত্রী নির্মল মাজি‌ । তবে, শুধু নিজে নয়, কর্তব্যরত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদেরও ঘড়ি-আংটি খুলে রাখার পরামর্শ দিয়ে চলেছেন তিনি।

কোরোনা সংক্রমণ থেকে বাঁচতে নানারকম সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার কথা বলা হচ্ছে প্রশাসনের তরফে। বারবার ভিড় এড়িয়ে যেতে বলা হচ্ছে ।হাত-মুখ ধোয়া, স্যানিটাইজ়ার ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। এবার হাতের আংটি-ঘড়িগুলিও খুলে রাখার কথাও বলা হচ্ছে । কারণ এর মাধ্যমেও কোরোনা সংক্রমণ হতে পারে ।

এপ্রসঙ্গে নির্মল মাজি বলেন, "আংটি আগেই খুলে ফেলেছি। লকডাউনের পর ঘড়ি খুললাম। এই অবস্থায় সকলেরই উচিত ঘড়ি, আংটি ও হাতের বালা-চুড়ি জাতীয় সবকিছু খুলে রাখা। শুধু চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীরা নযন, সমস্ত মানুষের এবিষয়ে সচেতনতা অবলম্বন করা উচিত । হাত সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা উচিত।"

তিনি আরও বলেন, "বিজ্ঞানকে ভালোবাসতে শিখুন। হাতে এমন কিছু রাখবেন না যা থেকে কোনও ভাইরাস সংক্রমিত হয়। হাতকে সব সময় মুক্ত রাখুন। পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। সমাজের সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন এই বার্তা।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.