কলকাতা, 18 এপ্রিল : কোরোনা মোকাবিলায় এবার হাইকোর্টের ভিতরে শুরু হল জীবাণুনাশক স্প্রে করার কাজ । হাইকোর্টের সবক'টি ঘরে সকাল থেকেই এই কাজ চলছে । জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে হাইকোর্ট চত্বরেও ।
কোরোনার জেরে 15 মার্চ থেকেই অনিয়মিতভাবে কাজ চলছে কলকাতা হাইকোর্টে । বর্তমানে জরুরি মামলাগুলির শুনানি চলছে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে । তবে অত্যন্ত জরুরি মামলার ক্ষেত্রে কয়েকজন আইনজীবীকে আসতে হচ্ছে । অনেকসময় আসতে হচ্ছে বিচারপতিকেও । নিয়মিত হাজির থাকতে হচ্ছে পুলিশ ও হাইকোর্টের প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত লোকজনকে । তাঁদের সুরক্ষার কথা মাথায় রেখেই আজ সকাল থেকে স্যানিটাইজ়েশনের কাজ শুরু হয় কলকাতা হাইকোর্টে । আজ সারাদিনই সে কাজ চলবে বলে জানা গেছে ।
এদিকে, গতকাল স্যানিটাইজ় করা হয় বিধানসভাকে । বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘর, সমস্ত মন্ত্রীর ঘর, সরকারি দলের মুখ্য সচেতক নির্মল ঘোষের ঘরসহ সবকটি বিরোধী রাজনৈতিক দলের ঘর ও বিধানসভার আনাচ-কানাচ পরিষ্কার করা হয় । এছাড়া বিধানসভার লাইব্রেরি, ক্যান্টিন এমনকী যাওয়া-আসার রাস্তাতেও পর্যাপ্ত পরিমাণে জীবাণুনাশক স্প্রে করা হয় ।