ETV Bharat / state

রাজ্যে বাড়ছে কোরোনায় সুস্থতার হার

রাজ্যে বর্তমানে সুস্থতার হার 92.04 শতাংশ । রোজই রাজ্যে সুস্থতার হার বাড়ছে । 16 নভেম্বর পর্যন্ত রাজ্যে 52 লাখ 56 হাজার 924 টি নমুনা পরীক্ষা করা হয়েছিল ।

author img

By

Published : Nov 17, 2020, 8:50 PM IST

kolkata
কলকাতা

কলকাতা, 17 নভেম্বর : গতকালের থেকে রাজ্যে আজ কোরোনা আক্রান্তের সংখ্যা কিছুটা বেশি ৷ যদিও পর পর তিন সপ্তাহের বেশি সময় ধরে রাজ্যে দৈনিক কোরোনা সংক্রমণের সংখ্যা 4 হাজারের নিচেই রয়েছে ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে কোরোনা আক্রান্ত হয়েছেন 3 হাজার 654 ৷ সুস্থ হয়ে উঠেছেন 4 হাজার 388 জন ৷ মৃত্যু হয়েছে 52 জনের ৷

এই নিয়ে রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 4 লাখ 38 হাজার 217 জন ৷ যার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন 4 লাখ 3 হাজার 340 জন ৷ অপরদিকে, রাজ্যে এখনও পর্যন্ত কোরোনায় মৃত্যু হয়েছে 7 হাজার 766 জনের ৷ রাজ্যে কোরোনায় সুস্থতার হার 92.04 শতাংশ ৷

গত 24 ঘণ্টায় কলকাতায় কোরোনায় আক্রান্ত হয়েছেন 752 জন ৷ উত্তর 24 পরগনা জেলায় 710 জনের শরীরে কোরোনা সংক্রমণের হদিস মিলেছে ৷ হাওড়াতে 185 জন নতুন কোরোনা আক্রান্তের হদিস মিলেছে ৷

রাজ্যে বর্তমানে সুস্থতার হার 92.04 শতাংশ । রোজই রাজ্যে সুস্থতার হার বাড়ছে । 16 নভেম্বর পর্যন্ত রাজ্যে 52 লাখ 56 হাজার 924 টি নমুনা পরীক্ষা করা হয়েছিল । আজ আরও 44 হাজার 238 টি নমুনা পরীক্ষা হয়েছে । এখনও পর্যন্ত রাজ্যে মোট 52 লাখ 56 হাজার 924 টি নমুনা পরীক্ষা করা হয়েছে ।

কলকাতা, 17 নভেম্বর : গতকালের থেকে রাজ্যে আজ কোরোনা আক্রান্তের সংখ্যা কিছুটা বেশি ৷ যদিও পর পর তিন সপ্তাহের বেশি সময় ধরে রাজ্যে দৈনিক কোরোনা সংক্রমণের সংখ্যা 4 হাজারের নিচেই রয়েছে ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে কোরোনা আক্রান্ত হয়েছেন 3 হাজার 654 ৷ সুস্থ হয়ে উঠেছেন 4 হাজার 388 জন ৷ মৃত্যু হয়েছে 52 জনের ৷

এই নিয়ে রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 4 লাখ 38 হাজার 217 জন ৷ যার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন 4 লাখ 3 হাজার 340 জন ৷ অপরদিকে, রাজ্যে এখনও পর্যন্ত কোরোনায় মৃত্যু হয়েছে 7 হাজার 766 জনের ৷ রাজ্যে কোরোনায় সুস্থতার হার 92.04 শতাংশ ৷

গত 24 ঘণ্টায় কলকাতায় কোরোনায় আক্রান্ত হয়েছেন 752 জন ৷ উত্তর 24 পরগনা জেলায় 710 জনের শরীরে কোরোনা সংক্রমণের হদিস মিলেছে ৷ হাওড়াতে 185 জন নতুন কোরোনা আক্রান্তের হদিস মিলেছে ৷

রাজ্যে বর্তমানে সুস্থতার হার 92.04 শতাংশ । রোজই রাজ্যে সুস্থতার হার বাড়ছে । 16 নভেম্বর পর্যন্ত রাজ্যে 52 লাখ 56 হাজার 924 টি নমুনা পরীক্ষা করা হয়েছিল । আজ আরও 44 হাজার 238 টি নমুনা পরীক্ষা হয়েছে । এখনও পর্যন্ত রাজ্যে মোট 52 লাখ 56 হাজার 924 টি নমুনা পরীক্ষা করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.