ETV Bharat / state

কোরোনা-আতঙ্ক : বাড়িতে আগাম খাবার মজুতে ব্যস্ত পুরুলিয়াবাসী - কোরোনা ভাইরাস

আগামীকাল জনতা কারফিউ, আর তার আগের দিন পুরুলিয়া শহরের হাটে বাজারে, মুদিখানায় উপচে পড়া ভিড় সাধারণ মানুষের ।

কোরোনা-আতঙ্ক
কোরোনা-আতঙ্ক
author img

By

Published : Mar 21, 2020, 8:15 PM IST

Updated : Mar 22, 2020, 3:50 PM IST

পুরুলিয়া, 21 মার্চ : কোরোনার গুজবে বাড়িতে আগাম রেশন ও কাঁচা সবজি মজুত করছেন সাধারণ মানুষ । আগামীকাল জনতা কারফিউ, আর তার আগের দিন পুরুলিয়া শহরের হাটে বাজারে, মুদিখানায় উপচে পড়া ভিড় সাধারণ মানুষের । আর রেশন সামগ্রী ও কাঁচামাল যোগান দিতে হিমশিম খাচ্ছেন দোকানী ও ব্যবসায়ীরা ।

পুরুলিয়ার বাসিন্দা শুক্লা পাল বলেন, "কোরোনা আতঙ্কে এমনিতেই বাড়িতে কম বের হয় । তার উপর আগামীকাল জনতা কারফিউ । তাই আগের দিনই আগাম রেশন সামগ্রী ও কাঁচা সবজি মজুত রাখতে হচ্ছে বাড়িতে । দোকানগুলোতে উপচে পড়া ভিড় । দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ।"

পুরুলিয়া শহরের দুলমির বাসিন্দা শঙ্কর মজুমদারের গলাতেও শোনা গেল একই কথা । তিনি বলেন, "কোরোনা আতঙ্ক একটা রয়েই গেছে । তাই বাড়ি থেকে বের হতে ভয় হচ্ছে । কিন্তু রেশন সামগ্রী ও কাঁচা সবজি বাড়িতে তো দরকার । তাই আগাম বেশি করে সবজি ও রেশন সামগ্রী বাড়িতে মজুত রাখার জন্য হাটে এসেছি । আগামীকাল জনতা কারফিউ, তাই বাড়ি থেকে কালকে আর বের হব না ।"

বাড়িতে আগাম খাবার মজুতে ব্যস্ত পুরুলিয়াবাসী

জেলায় এখনও পর্যন্ত কোরোনা আক্রান্তের সন্ধান মেলেনি । তবে একটা আতঙ্ক ও গুজব গ্রাস করেছে পুরুলিয়াবাসীকে ।

পুরুলিয়া, 21 মার্চ : কোরোনার গুজবে বাড়িতে আগাম রেশন ও কাঁচা সবজি মজুত করছেন সাধারণ মানুষ । আগামীকাল জনতা কারফিউ, আর তার আগের দিন পুরুলিয়া শহরের হাটে বাজারে, মুদিখানায় উপচে পড়া ভিড় সাধারণ মানুষের । আর রেশন সামগ্রী ও কাঁচামাল যোগান দিতে হিমশিম খাচ্ছেন দোকানী ও ব্যবসায়ীরা ।

পুরুলিয়ার বাসিন্দা শুক্লা পাল বলেন, "কোরোনা আতঙ্কে এমনিতেই বাড়িতে কম বের হয় । তার উপর আগামীকাল জনতা কারফিউ । তাই আগের দিনই আগাম রেশন সামগ্রী ও কাঁচা সবজি মজুত রাখতে হচ্ছে বাড়িতে । দোকানগুলোতে উপচে পড়া ভিড় । দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ।"

পুরুলিয়া শহরের দুলমির বাসিন্দা শঙ্কর মজুমদারের গলাতেও শোনা গেল একই কথা । তিনি বলেন, "কোরোনা আতঙ্ক একটা রয়েই গেছে । তাই বাড়ি থেকে বের হতে ভয় হচ্ছে । কিন্তু রেশন সামগ্রী ও কাঁচা সবজি বাড়িতে তো দরকার । তাই আগাম বেশি করে সবজি ও রেশন সামগ্রী বাড়িতে মজুত রাখার জন্য হাটে এসেছি । আগামীকাল জনতা কারফিউ, তাই বাড়ি থেকে কালকে আর বের হব না ।"

বাড়িতে আগাম খাবার মজুতে ব্যস্ত পুরুলিয়াবাসী

জেলায় এখনও পর্যন্ত কোরোনা আক্রান্তের সন্ধান মেলেনি । তবে একটা আতঙ্ক ও গুজব গ্রাস করেছে পুরুলিয়াবাসীকে ।

Last Updated : Mar 22, 2020, 3:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.