কলকাতা, 1 এপ্রিল : রাজ্যে আরও এক কোরোনা আক্রান্তের মৃত্যু । আজ বিকেলে পঞ্চসায়রের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় প্রৌঢ়ের । নয়াবাদের ওই বাসিন্দার বয়স হয়েছিল 66 বছর ।
ন'দিনের জ্বর নিয়ে 23 মার্চ পঞ্চসায়রের বেসরকারি ওই হাসপাতালে ভরতি হন হন প্রৌঢ় । গত 12 মার্চ পরিবারের সদস্যদের সঙ্গে পূর্ব মেদিনীপুরের এগরায় এক আত্মীয়র বিয়ের অনুষ্ঠানে গেছিলেন। ১৪ মার্চ জ্বরে আক্রান্ত হন তিনি। পাশাপাশি কয়েকদিন ধরে ইউরিনের সমস্যাও দেখা দিয়েছিল। ভেন্টিলেটরের সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, গতকাল থেকে এই আক্রান্তের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে । বেসরকারি ওই হাসপাতালের চিফ এগজ়িকিউটিভ সুদীপ্ত মিত্র বলেন, "COVID-19 নিউমোনাইটিস সংক্রমণে এই আক্রান্তের মৃত্যু হয়েছে।"
28 মার্চ জানা যায়, নয়াবাদের ওই বাসিন্দার সংস্পর্শে আসার কারণে দুই প্রৌঢ়ার শরীরে পাওয়া গেছে COVID-19 পজ়িটিভ। এই দুই আক্রান্তের একজন নয়াবাদের ওই বাসিন্দার স্ত্রী এবং অন্যজন পিসি বলে জানা গেছে। গতকাল, এগরায় আরও এক COVID-19 আক্রান্তের খোঁজ পাওয়া গেছে। তিনিও নয়াবাদের ওই ব্যক্তির আত্মীয়।
এনিয়ে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত । যদিও আজ নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কোরোনা আক্রান্ত হয়ে রাজ্যে এপর্যন্ত মোট তিনজনের মৃত্যু হয়েছে ।