কলকাতা, 8মে : কোরোনা পরিস্থিতিকে মোকাবিলায় রাজ্য সরকার তথা শাসক দল তৃণমূল কংগ্রেস কীভাবে এগোবে তার রণকৌশল ঠিক করতে আজ গুরুত্বপূর্ণ বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায় । তবে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক করবেন তিনি । দলের সমস্ত জেলা সভাপতিদের বিকালে বৈঠকে হাজির থাকতে দলনেত্রী নির্দেশ দিয়েছেন বলে খবর ।
রাজ্যে ক্রমাগত বেড়ে চলেছে কোরোনা আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা । যা মোকাবিলা করতে তৎপর রাজ্য সরকার । মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন, বর্তমান পরিস্থিতিতে সরকারের সঙ্গে সমন্বয় রেখে শাসক দল তৃণমূল কংগ্রেস যেন সব জেলায় কোরোনা যুদ্ধে লড়াই জারি রাখে । ইতিমধ্যেই পরপর তিনদিন তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের নেতারা এবং দলের রাজ্য নেতারা বাংলার সার্বিক কোরোনা পরিস্থিতি নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হন । বাংলায় কোরোনা সংক্রমণ বৃদ্ধি হওয়ার কারণ নিয়ে কেন্দ্রকেই দুষেছেন তাঁরা । এছাড়াও দীর্ঘদিন যাবত লকডাউন চলার কারণে দলীয় নেতাদের মধ্যে সমন্বয় রক্ষা হচ্ছে না বলে মনে করছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ।
সমন্বয় রক্ষার্থে আজ দলের সমস্ত জেলা সভাপতিদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে মমতা বার্তা দেবেন বলে খবর । সরকারের সঙ্গে একযোগে কোরোনা পরিস্থিতি মোকাবিলার জন্য তাঁদের নির্দেশিকা দিতে পারেন তৃণমূল নেত্রী । পাশাপাশি, সামনেই বছরের সবথেকে বড় কর্মসূচি 21 জুলাই । সাধারণত সমাবেশের জন্য আগেভাগেই উদ্যোগ নিতে হয়। বর্তমান পরিস্থিতিতে 21 জুলাইয়ের সমাবেশ হবে না বলে মনে করছেন দলীয় নেতাদের একাংশ । আজ এবিষয়টি নিয়েও দলনেত্রী একপ্রস্থ আলোচনা সেরে নিতে পারেন জেলা সভাপতিদের সঙ্গে । অন্যদিকে, জেলা সভাপতিদের সঙ্গে তৃণমূল নেত্রীর এই ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠকে হাজির থাকতে পারেন রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোরও । সবকিছু মিলিয়ে আজ মমতার দলীয় বৈঠক খুব তাৎপর্যপূর্ণ ।