ETV Bharat / state

লাইভ : পূর্ব বর্ধমানে কোরোনা আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছুঁইছুঁই - রাজ্য আনলক আপডেট

Unlock
আনলক
author img

By

Published : Aug 12, 2020, 7:00 AM IST

06:33 August 12

রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে । কোরোনা পরিস্থিতি নিয়ে যে 10 টি রাজ্য কেন্দ্রের চিন্তা বাড়াচ্ছে তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও । কোরোনা সংক্রমণ রুখতে অগাস্ট মাসে সাতদিন সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করেছে রাজ্য সরকার ৷ এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি ?

  • পূর্ব বর্ধমানে নতুন করে কোরোনায় আক্রান্ত হলেন 54 জন । সব মিলিয়ে জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 1 হাজার 498 জন ।

06:10 August 12

  • রাজ্যে গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে 2 হাজার 931 জন ৷ এ নিয়ে রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 1 লাখ । মৃত্যু হয়েছে 49 জনের ৷
  • আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় হাইকোর্টের তরফে কাউন্সেলিংয়ের অনুমতি পেলেও কোরোনা পরিস্থিতিতে আগের মতো পদ্ধতিতে প্রার্থীদের কমিশনের কেন্দ্রীয় অফিসে ডেকে কাউন্সেলিং করানো সম্ভব নয় । তাই কাউন্সেলিং করানোর বিকল্প পদ্ধতি নিয়ে একাধিক ভাবনাচিন্তা করছে কমিশন ।

06:33 August 12

রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে । কোরোনা পরিস্থিতি নিয়ে যে 10 টি রাজ্য কেন্দ্রের চিন্তা বাড়াচ্ছে তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও । কোরোনা সংক্রমণ রুখতে অগাস্ট মাসে সাতদিন সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করেছে রাজ্য সরকার ৷ এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি ?

  • পূর্ব বর্ধমানে নতুন করে কোরোনায় আক্রান্ত হলেন 54 জন । সব মিলিয়ে জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 1 হাজার 498 জন ।

06:10 August 12

  • রাজ্যে গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে 2 হাজার 931 জন ৷ এ নিয়ে রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 1 লাখ । মৃত্যু হয়েছে 49 জনের ৷
  • আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় হাইকোর্টের তরফে কাউন্সেলিংয়ের অনুমতি পেলেও কোরোনা পরিস্থিতিতে আগের মতো পদ্ধতিতে প্রার্থীদের কমিশনের কেন্দ্রীয় অফিসে ডেকে কাউন্সেলিং করানো সম্ভব নয় । তাই কাউন্সেলিং করানোর বিকল্প পদ্ধতি নিয়ে একাধিক ভাবনাচিন্তা করছে কমিশন ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.