ETV Bharat / state

লাইভ : কলকাতায় কমল কন্টেনমেন্ট জ়োনের সংখ্যা - Bengal unlock update

state
state
author img

By

Published : Aug 11, 2020, 10:30 AM IST

10:11 August 11

রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে । কিন্তু সুস্থও হচ্ছেন বেশিরভাগ সংক্রমিত ব্যক্তি । শনিবার রাজ্যে লকডাউন ছিল । পরবর্তী লকডাউন 20 অগাস্ট । এই মুহূর্তে কলকাতায় কন্টেনমেন্ট জ়োনের সংখ্যা কমানো হয়েছে । রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা 98 হাজার 459 ।

  • ফ্ল্যাট ও আবাসনগুলিতে এখনও সবথেকে বেশি সংক্রমণ ।
  • নতুন তালিকাতে উত্তর কলকাতার বেশ কয়েকটি এলাকা এখনও কনটেনমেন্ট জ়োনের মধ্যে রয়েছে যা উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা পৌরনিগমের।

10:11 August 11

  • কলকাতায় কমল কনটেনমেন্ট জ়োনের সংখ্যা । 39 থেকে হল 23 ।
  • গতকাল নবান্ন থেকে কনটেনমেন্ট জ়োনের নতুন তালিকা প্রকাশিত হয় ।

10:11 August 11

  • রাজ্যে 24 ঘণ্টায় 26 হাজার 297 জনের নমুনা পরীক্ষা করা হয় ।
  • মোট 11 লাখ 32 হাজার 196 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ।

10:10 August 11

  • একদিনে সুস্থ হয়েছেন 3 হাজার 208 জন ।
  • এখনও পর্যন্ত 70 হাজার 328 জন সুস্থ হয়েছেন ।
  • রাজ্যে সুস্থতার হার 71.43 শতাংশ ।

10:05 August 11

  • 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 41 জনের ৷
  • মোট মৃতের সংখ্যা 2 হাজার 100 ।

09:39 August 11

  • গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছেন 2 হাজার 905 জন ৷
  • রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 98 হাজার 459 ।

10:11 August 11

রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে । কিন্তু সুস্থও হচ্ছেন বেশিরভাগ সংক্রমিত ব্যক্তি । শনিবার রাজ্যে লকডাউন ছিল । পরবর্তী লকডাউন 20 অগাস্ট । এই মুহূর্তে কলকাতায় কন্টেনমেন্ট জ়োনের সংখ্যা কমানো হয়েছে । রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা 98 হাজার 459 ।

  • ফ্ল্যাট ও আবাসনগুলিতে এখনও সবথেকে বেশি সংক্রমণ ।
  • নতুন তালিকাতে উত্তর কলকাতার বেশ কয়েকটি এলাকা এখনও কনটেনমেন্ট জ়োনের মধ্যে রয়েছে যা উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা পৌরনিগমের।

10:11 August 11

  • কলকাতায় কমল কনটেনমেন্ট জ়োনের সংখ্যা । 39 থেকে হল 23 ।
  • গতকাল নবান্ন থেকে কনটেনমেন্ট জ়োনের নতুন তালিকা প্রকাশিত হয় ।

10:11 August 11

  • রাজ্যে 24 ঘণ্টায় 26 হাজার 297 জনের নমুনা পরীক্ষা করা হয় ।
  • মোট 11 লাখ 32 হাজার 196 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ।

10:10 August 11

  • একদিনে সুস্থ হয়েছেন 3 হাজার 208 জন ।
  • এখনও পর্যন্ত 70 হাজার 328 জন সুস্থ হয়েছেন ।
  • রাজ্যে সুস্থতার হার 71.43 শতাংশ ।

10:05 August 11

  • 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 41 জনের ৷
  • মোট মৃতের সংখ্যা 2 হাজার 100 ।

09:39 August 11

  • গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছেন 2 হাজার 905 জন ৷
  • রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 98 হাজার 459 ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.