ETV Bharat / state

কোরোনা আতঙ্ক বিধানসভাতেও

বিধায়কদের সঙ্গে সহকারি হিসেবে দু'জনের বেশি ঢুকতে পারবেন না বিধানসভায় । জানিয়ে দিলেন অধ্যক্ষ ৷

assembly
assembly
author img

By

Published : Mar 13, 2020, 5:43 PM IST

Updated : Mar 13, 2020, 6:12 PM IST

কলকাতা, 13 মার্চ : বিধানসভাতেও ধেয়ে এল কোরোনা আতঙ্ক । অধিবেশন শেষ হওয়ার পরেই তড়িঘড়ি সাংবাদিক বৈঠক করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । এবার থেকে বিধানসভায় প্রবেশের ক্ষেত্রে কিছু বিধি-নিষেধ চালু করলেন তিনি ।

সাংবাদিকদের প্রবেশাধিকার সর্বজনীন নয় বলেও আজ জানান বিমান বন্দ্যোপাধ্যায় । তিনি জানান, "বিধায়কদের সঙ্গে সহকারি হিসেবে দু'জনের বেশি ঢুকতে পারবেন না বিধানসভায় । সেই সঙ্গে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যে সমস্ত পড়ুয়ারা অধিবেশনের বিতর্ক দেখতে আসেন, তাঁদেরকেও আপাতত বিধানসভার অধিবেশন কক্ষে প্রবেশাধিকারের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন অধ্যক্ষ । পাশাপাশি বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ক্ষেত্রেও বিধি-নিষেধ আরোপ করেছেন তিনি ।

বিধানসভায় প্রবেশের ক্ষেত্রে বিধি-নিষেধ চালু করলেন অধ্য়ক্ষ

একজন চিত্রসাংবাদিকের সঙ্গে একজন সাংবাদিক বিধানসভার অধিবেশন কক্ষে প্রবেশ করতে পারবেন । একটি প্রতিষ্ঠানের একাধিক সাংবাদিক বিধানসভার অধিবেশন কক্ষে প্রবেশ করতে পারবেন না বলেও আজ জানিয়েদেন তিনি । কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোরোনা ভাইরাস নিয়ে বিভিন্ন রাজ্যে নির্দেশিকা আসায় বাধ্য হয়ে পদক্ষেপ নিতে হচ্ছে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে । এমনটাই জানিয়েছেন তিনি । চলতি অধিবেশনেই নিয়ম কার্যকর থাকবে । পরবর্তী সিদ্ধান্ত পরিস্থিতির সঙ্গে সঙ্গে পরিবর্তন হবে বলে জানান বিমানবাবু ।

কলকাতা, 13 মার্চ : বিধানসভাতেও ধেয়ে এল কোরোনা আতঙ্ক । অধিবেশন শেষ হওয়ার পরেই তড়িঘড়ি সাংবাদিক বৈঠক করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । এবার থেকে বিধানসভায় প্রবেশের ক্ষেত্রে কিছু বিধি-নিষেধ চালু করলেন তিনি ।

সাংবাদিকদের প্রবেশাধিকার সর্বজনীন নয় বলেও আজ জানান বিমান বন্দ্যোপাধ্যায় । তিনি জানান, "বিধায়কদের সঙ্গে সহকারি হিসেবে দু'জনের বেশি ঢুকতে পারবেন না বিধানসভায় । সেই সঙ্গে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যে সমস্ত পড়ুয়ারা অধিবেশনের বিতর্ক দেখতে আসেন, তাঁদেরকেও আপাতত বিধানসভার অধিবেশন কক্ষে প্রবেশাধিকারের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন অধ্যক্ষ । পাশাপাশি বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ক্ষেত্রেও বিধি-নিষেধ আরোপ করেছেন তিনি ।

বিধানসভায় প্রবেশের ক্ষেত্রে বিধি-নিষেধ চালু করলেন অধ্য়ক্ষ

একজন চিত্রসাংবাদিকের সঙ্গে একজন সাংবাদিক বিধানসভার অধিবেশন কক্ষে প্রবেশ করতে পারবেন । একটি প্রতিষ্ঠানের একাধিক সাংবাদিক বিধানসভার অধিবেশন কক্ষে প্রবেশ করতে পারবেন না বলেও আজ জানিয়েদেন তিনি । কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোরোনা ভাইরাস নিয়ে বিভিন্ন রাজ্যে নির্দেশিকা আসায় বাধ্য হয়ে পদক্ষেপ নিতে হচ্ছে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে । এমনটাই জানিয়েছেন তিনি । চলতি অধিবেশনেই নিয়ম কার্যকর থাকবে । পরবর্তী সিদ্ধান্ত পরিস্থিতির সঙ্গে সঙ্গে পরিবর্তন হবে বলে জানান বিমানবাবু ।

Last Updated : Mar 13, 2020, 6:12 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.