ETV Bharat / state

কোরোনা-কাঁটা : মহাকরণে বন্ধ আমলার ঘর - Kolkata

কোরোনা আক্রান্ত আমলার ছেলে নবান্নর পরে মহাকরণেও এসেছিলেন বলেই খবর । বন্ধ করে দেওয়া হল তাঁর সেই অফিস ঘরটিকে । মহাকরণের পাশাপাশি নবান্নতেও চলছে জোর কদমে শুদ্ধিকরণ প্রক্রিয়া । সেনিটাইজ় করা হচ্ছে প্রতিটি ঘর ।

মহাকরণ
মহাকরণ
author img

By

Published : Mar 18, 2020, 3:50 PM IST

Updated : Mar 18, 2020, 4:19 PM IST

কলকাতা, 18 মার্চ : এবার কোরোনা আতঙ্কে জেরবার মহাকরণ । কোরোনা আক্রান্ত আমলার ছেলে নবান্নর পর মহাকরণেও এসেছিলেন বলে খবর পাওয়া গিয়েছে । মহাকরণের তিনতলায় অফিস ওই আমলার । বন্ধ করে দেওয়া হল তাঁর সেই অফিস ঘরটিকে । এমনকী, বাইরে থেকে কারও আসার অনুমতিও নেই ৷

লন্ডন থেকে ছেলে ফিরলে সোমবার তাঁকে নিয়ে নবান্ন এবং মহাকরণে যান ওই আমলা । বেশ কিছুক্ষণ থাকেন মহাকরণের ঘরটিতে । এটি জানাজানি হওয়ার পর আজ সকাল থেকেই গোটা মহাকরণজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক । তিনতলার সেই ঘরটিকে বন্ধ রেখে জীবানুমুক্ত করার প্রয়াস নেওয়া হয়েছে ।

শুধুমাত্র আমলার ওই ঘরটি নয়, গোটা মহাকরণকেই জীবাণুমুক্ত করার চেষ্টা শুরু হয়েছে । ছুটি দেওয়া হয়েছে কর্মচারীদের । বাইরের অতিথি প্রবেশদ্বার বন্ধ রাখা হয়েছে । বিষয়টিকে কেন্দ্র করে চরম আতঙ্ক ছড়িয়েছে মহাকরণে । মহাকরণের পাশাপাশি নবান্নতেও চলছে জোর কদমে শুদ্ধিকরণ প্রক্রিয়া । স্যানিটাইজ় করা হচ্ছে প্রতিটি ঘর ।

কোরোনা আক্রান্ত তাঁর মায়ের সঙ্গে গিয়েছিলেন মহাকরণেও, জানার পর থেকে শুরু হয়েছে শুদ্ধিকরণ প্রক্রিয়া

কলকাতা, 18 মার্চ : এবার কোরোনা আতঙ্কে জেরবার মহাকরণ । কোরোনা আক্রান্ত আমলার ছেলে নবান্নর পর মহাকরণেও এসেছিলেন বলে খবর পাওয়া গিয়েছে । মহাকরণের তিনতলায় অফিস ওই আমলার । বন্ধ করে দেওয়া হল তাঁর সেই অফিস ঘরটিকে । এমনকী, বাইরে থেকে কারও আসার অনুমতিও নেই ৷

লন্ডন থেকে ছেলে ফিরলে সোমবার তাঁকে নিয়ে নবান্ন এবং মহাকরণে যান ওই আমলা । বেশ কিছুক্ষণ থাকেন মহাকরণের ঘরটিতে । এটি জানাজানি হওয়ার পর আজ সকাল থেকেই গোটা মহাকরণজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক । তিনতলার সেই ঘরটিকে বন্ধ রেখে জীবানুমুক্ত করার প্রয়াস নেওয়া হয়েছে ।

শুধুমাত্র আমলার ওই ঘরটি নয়, গোটা মহাকরণকেই জীবাণুমুক্ত করার চেষ্টা শুরু হয়েছে । ছুটি দেওয়া হয়েছে কর্মচারীদের । বাইরের অতিথি প্রবেশদ্বার বন্ধ রাখা হয়েছে । বিষয়টিকে কেন্দ্র করে চরম আতঙ্ক ছড়িয়েছে মহাকরণে । মহাকরণের পাশাপাশি নবান্নতেও চলছে জোর কদমে শুদ্ধিকরণ প্রক্রিয়া । স্যানিটাইজ় করা হচ্ছে প্রতিটি ঘর ।

কোরোনা আক্রান্ত তাঁর মায়ের সঙ্গে গিয়েছিলেন মহাকরণেও, জানার পর থেকে শুরু হয়েছে শুদ্ধিকরণ প্রক্রিয়া
Last Updated : Mar 18, 2020, 4:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.