ETV Bharat / state

কোভিড-19: চার হাজার ছাড়াল দৈনিক সংক্রমণ, ভ্যাকসিন সঙ্কট রাজ্যে ! - করোনা ভ্য়াকসিন

রাজ্য় সরকারের তরফে শুক্রবার যে তথ্য় দেওয়া হয়েছিল তাতে একদিনে করোনা আক্রান্তের সংখ্য়া ছিল 4043 জন ৷ গত 24 ঘণ্টায় এরাজ্য়ে করোনা আক্রান্তের সংখ্য়া 4398 ৷ যদিও মৃতের সংখ্য়া শুক্রবার ছিল 12 এবং আজ কমে তা হয়েছে 10 ৷

Corona
কোভিড
author img

By

Published : Apr 11, 2021, 9:28 PM IST

Updated : Apr 11, 2021, 9:49 PM IST

কলকাতা, 11 এপ্রিল : গত 24 ঘণ্টায় এরাজ্য়ে করোনা আক্রান্তের সংখ্য়া 4398 ৷ এবং মৃতের সংখ্য়া 10 ৷ রাজ্য়ে করোনা আক্রান্তের সংখ্য়া বৃদ্ধি পাওয়ায় চিন্তিুত প্রশাসন ৷

গোটা দেশের সঙ্গে এরাজ্য়ের করোনা পরিস্থিতিও যথেষ্ট উদ্বেগজনক ৷ শুক্রবার যে তথ্য় দেওয়া হয়েছিল রাজ্য় সরকারের তরফে তাতে একদিনে করোনা আক্রান্তের সংখ্য়া ছিল 4043 জন ৷ যদিও মৃতের সংখ্য়া শুক্রবার ছিল 12 এবং আজ তা হয়েছে 10 ৷

করোনা পরিস্থিতি মোকাবিলা করতে টেস্টিং-এর সংখ্য়া বাড়ানো হয়েছে ৷ শুক্রবারের রিপোর্টে জানানো হয়েছিল 36865 টি স্য়াম্পেল টেস্ট করা হয়েছে ৷ সেখানে আজকের রিপোর্টে জানানো হয়েছে গত 24 ঘণ্টায় করোনা টেস্টিংএর সংখ্য়া 40372 ৷

আরও পড়ুন- করোনা সংক্রমণ রুখতে প্রস্তুত নয় রাজ্য, মত বিশেষজ্ঞদের

স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, শুক্রবার রাত সাড়ে ন'টা পর্যন্ত এ রাজ্যে এ দিন 3 লাখ 47 হাজার 383 জনকে COVID-19-এর ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে। এই পর্যন্ত এ রাজ্যের 76 লাখ 82 হাজার মানুষকে COVID-19-এর ভ্যাকসিন দেওয়া হল।

এই পরিস্থিতিতে রাজ্য় স্বাস্থ্য দপ্তরের চিন্তা বাড়িয়েছে ভ্যাকসিনের সংকটের বিষয়টি। দ্রুত যাতে ভ্যাকসিনের এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হয়, তার জন্য কেন্দ্রীয় সরকারকে চিঠি পাঠিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। এই বিষয়ে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী বলেন, "অবিলম্বে ভ্যাকসিন দেওয়ার জন্য আমরা কেন্দ্রীয় সরকারকে বলেছি।"

করোনা মোকাবিলায় মাস্ক ব্য়বহারে আরও জোর দেওয়া হয়েছে ৷ প্রত্য়েক রাজ্য়বাসীকে মাস্ক ব্য়বহার ও শারীরিক দূরত্ব বজার রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷

কলকাতা, 11 এপ্রিল : গত 24 ঘণ্টায় এরাজ্য়ে করোনা আক্রান্তের সংখ্য়া 4398 ৷ এবং মৃতের সংখ্য়া 10 ৷ রাজ্য়ে করোনা আক্রান্তের সংখ্য়া বৃদ্ধি পাওয়ায় চিন্তিুত প্রশাসন ৷

গোটা দেশের সঙ্গে এরাজ্য়ের করোনা পরিস্থিতিও যথেষ্ট উদ্বেগজনক ৷ শুক্রবার যে তথ্য় দেওয়া হয়েছিল রাজ্য় সরকারের তরফে তাতে একদিনে করোনা আক্রান্তের সংখ্য়া ছিল 4043 জন ৷ যদিও মৃতের সংখ্য়া শুক্রবার ছিল 12 এবং আজ তা হয়েছে 10 ৷

করোনা পরিস্থিতি মোকাবিলা করতে টেস্টিং-এর সংখ্য়া বাড়ানো হয়েছে ৷ শুক্রবারের রিপোর্টে জানানো হয়েছিল 36865 টি স্য়াম্পেল টেস্ট করা হয়েছে ৷ সেখানে আজকের রিপোর্টে জানানো হয়েছে গত 24 ঘণ্টায় করোনা টেস্টিংএর সংখ্য়া 40372 ৷

আরও পড়ুন- করোনা সংক্রমণ রুখতে প্রস্তুত নয় রাজ্য, মত বিশেষজ্ঞদের

স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, শুক্রবার রাত সাড়ে ন'টা পর্যন্ত এ রাজ্যে এ দিন 3 লাখ 47 হাজার 383 জনকে COVID-19-এর ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে। এই পর্যন্ত এ রাজ্যের 76 লাখ 82 হাজার মানুষকে COVID-19-এর ভ্যাকসিন দেওয়া হল।

এই পরিস্থিতিতে রাজ্য় স্বাস্থ্য দপ্তরের চিন্তা বাড়িয়েছে ভ্যাকসিনের সংকটের বিষয়টি। দ্রুত যাতে ভ্যাকসিনের এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হয়, তার জন্য কেন্দ্রীয় সরকারকে চিঠি পাঠিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। এই বিষয়ে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী বলেন, "অবিলম্বে ভ্যাকসিন দেওয়ার জন্য আমরা কেন্দ্রীয় সরকারকে বলেছি।"

করোনা মোকাবিলায় মাস্ক ব্য়বহারে আরও জোর দেওয়া হয়েছে ৷ প্রত্য়েক রাজ্য়বাসীকে মাস্ক ব্য়বহার ও শারীরিক দূরত্ব বজার রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷

Last Updated : Apr 11, 2021, 9:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.