ETV Bharat / state

নাড্ডার সঙ্গে অপরাধী ছিল, অভিযোগ তৃণমূলের - j p nadda

গতকাল জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনা বিজেপিরই পূর্বপরিকল্পিত বলে আগেই অভিযোগ করেছিল তৃণমূল কংগ্রেস । আর আজ সাংবাদিক বৈঠক করে একাধিক প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ সৌগত রায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় ।

kalyan attacks bjp
kalyan attacks bjp
author img

By

Published : Dec 11, 2020, 4:34 PM IST

Updated : Dec 11, 2020, 9:32 PM IST

কলকাতা, 11 ডিসেম্বর : জে পি নাড্ডার কনভয়ে 50টি গাড়ি থাকা নিয়ে গতকালই প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । আজ একই প্রশ্ন তুললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়রা । আরও একধাপ এগিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, সঙ্গে অপরাধীকে নিয়ে ঘুরেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি ।

আজ সাংবাদিক বৈঠক করে গতকালের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন রাজ্যপাল জগদীপ ধনকড় । হুঁশিয়ারি দিয়ে বলেন, "আগুন নিয়ে খেলবেন না ।" এরপরই আজ সাংবাদিক বৈঠক করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও সৌগত রায় । ডায়মন্ড হারবারে কোনও অঘটন ঘটেনি বলে তাঁদের বক্তব্য । বলেন, তাঁর নিরাপত্তাতেও কোনও গাফিলতি হয়নি । তাঁর কনভয়ে পাইলট কার ও বুলেট প্রুফ কার ছিল । উলটে কল্যাণবাবু বলেন, তাঁর কনভয়ের পিছনে বাইক মিছিল ছিল । জ়েড ক্যাটাগরি পাওয়া কোনও ব্যক্তি কনভয়ে অন্য কোনও গাড়ি বা বাইক নিয়ে ঘুরতে পারেন না । মিছিলে রাকেশ সিং ছিলেন যিনি সেখান থেকে প্ররোচনা দিচ্ছিলেন । তাঁর বিরুদ্ধে 59টি মামলা রয়েছে । এরপরই তাঁর প্রশ্ন, নাড্ডাজি কি অপরাধীদের নিয়ে ঘুরতে পারেন ? এত গাড়ি নিয়েও কি ঘুরতে পারেন ?

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

গতকালই ডায়মন্ড হারবারের ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, নিজেদের লোক দিয়ে নাটক করাচ্ছে বিজেপি । আজ সৌগত রায় বলেন, তৃণমূলের রিপোর্ট কার্ড প্রকাশের দিন এই ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত । নজর ঘোরাতেই এই গন্ডগোল বাঁধানো হয়েছে ।

এদিকে নাড্ডার কনভয়ে হামলা নিয়ে রাজ্যের ডিজিপি ও মুখ্যসচিবকে তলব করেছে স্বরাষ্ট্রমন্ত্রক । এনিয়ে কল্যাণবাবু বলেন, কেন্দ্রীয় সরকার এভাবে তলব করতে পারে না । এটা অসাংবিধানিক । তাঁর প্রশ্ন, কেন্দ্রীয় সরকার কোন আইনে এই দু'জনকে ডেকে পাঠালেন ?

কলকাতা, 11 ডিসেম্বর : জে পি নাড্ডার কনভয়ে 50টি গাড়ি থাকা নিয়ে গতকালই প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । আজ একই প্রশ্ন তুললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়রা । আরও একধাপ এগিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, সঙ্গে অপরাধীকে নিয়ে ঘুরেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি ।

আজ সাংবাদিক বৈঠক করে গতকালের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন রাজ্যপাল জগদীপ ধনকড় । হুঁশিয়ারি দিয়ে বলেন, "আগুন নিয়ে খেলবেন না ।" এরপরই আজ সাংবাদিক বৈঠক করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও সৌগত রায় । ডায়মন্ড হারবারে কোনও অঘটন ঘটেনি বলে তাঁদের বক্তব্য । বলেন, তাঁর নিরাপত্তাতেও কোনও গাফিলতি হয়নি । তাঁর কনভয়ে পাইলট কার ও বুলেট প্রুফ কার ছিল । উলটে কল্যাণবাবু বলেন, তাঁর কনভয়ের পিছনে বাইক মিছিল ছিল । জ়েড ক্যাটাগরি পাওয়া কোনও ব্যক্তি কনভয়ে অন্য কোনও গাড়ি বা বাইক নিয়ে ঘুরতে পারেন না । মিছিলে রাকেশ সিং ছিলেন যিনি সেখান থেকে প্ররোচনা দিচ্ছিলেন । তাঁর বিরুদ্ধে 59টি মামলা রয়েছে । এরপরই তাঁর প্রশ্ন, নাড্ডাজি কি অপরাধীদের নিয়ে ঘুরতে পারেন ? এত গাড়ি নিয়েও কি ঘুরতে পারেন ?

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

গতকালই ডায়মন্ড হারবারের ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, নিজেদের লোক দিয়ে নাটক করাচ্ছে বিজেপি । আজ সৌগত রায় বলেন, তৃণমূলের রিপোর্ট কার্ড প্রকাশের দিন এই ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত । নজর ঘোরাতেই এই গন্ডগোল বাঁধানো হয়েছে ।

এদিকে নাড্ডার কনভয়ে হামলা নিয়ে রাজ্যের ডিজিপি ও মুখ্যসচিবকে তলব করেছে স্বরাষ্ট্রমন্ত্রক । এনিয়ে কল্যাণবাবু বলেন, কেন্দ্রীয় সরকার এভাবে তলব করতে পারে না । এটা অসাংবিধানিক । তাঁর প্রশ্ন, কেন্দ্রীয় সরকার কোন আইনে এই দু'জনকে ডেকে পাঠালেন ?

Last Updated : Dec 11, 2020, 9:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.