ETV Bharat / state

Bengali Teacher Removal Notice: বাংলা পড়ুয়া কম, তাই আসতে মানা শিক্ষিকাকে, স্কুলের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক - Bengali Teacher Removal Notice

বিদ্যালয়ে বাংলা পড়ুয়া কম থাকায় নোটিশ (Bengali Teacher Removal Notice) দিয়ে আসতে মানা করা হয় ওই বিষয়ের শিক্ষিকাকে ৷ এরপরেই বাংলা ভাষার ভবিষ্যৎ নিয়ে ওঠে প্রশ্ন ৷ স্কুলের বিজ্ঞপ্তি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক ৷ যদিও সেটি ভুল বিজ্ঞপ্তি ছিল বলে ক্ষমা চেয়ে নিয়েছেন প্রধান শিক্ষক ৷

Bengali Teacher Removed from school
বাংলার শিক্ষিকা
author img

By

Published : Mar 19, 2023, 10:58 PM IST

কলকাতা, 19 মার্চ: আবারও প্রশ্নের মুখে বাংলা ভাষা । একটি বেসরকারি স্কুলের নোটিশ দেখে রীতিমতো বাংলা ভাষাকে ঘিরে তৈরি হচ্ছে অস্তিত্বের প্রশ্ন । বেলঘড়িয়ার আড়িয়াদহের একটি ইংরাজি মাধ্যম স্কুলের ঘটনা ৷ স্কুল কর্তৃপক্ষের তরফে একটি চিঠি দেওয়া হয়েছে বাংলার শিক্ষিকাকে । যাতে লেখা ছিল, "বাংলা ভাষা প্রায় নেই বললেই চলে ৷" তবে এর ঠিক কিছুক্ষণের মধ্যে স্কুল কর্তৃপক্ষ ভুল শুধরে নেন । তারপরেই ফের আরেকটি চিঠি দিয়ে বলেন, বাংলা ভাষার পড়ুয়ার সংখ্যা কম রয়েছে, তাই ওই শিক্ষিকা আপাতত স্কুলে আসা থেকে বিরত থাকতে পারেন (Controversy over Bengali Teacher Removal Notice) ।

দশম শ্রেণি পর্যন্ত রয়েছে ওই বেসরকারি স্কুলে । এখনও পর্যন্ত 500 জন পড়ুয়া পঠন-পাঠন করে সেখানে । বেসরকারি ওই স্কুলের প্রথম ভাষা ইংরেজি । দ্বিতীয় ভাষা হিসাবে রয়েছে হিন্দি এবং বাংলা । তবে ক্রমেই বাংলার পড়ুয়ার সংখ্যা কমছে বলে জানায় স্কুল কর্তৃপক্ষ । যদিও এর জন্য এলাকাটাই বেশ কিছুটা দায়ী বলে মনে করছেন স্কুলের প্রধান শিক্ষক কমলেশ বসু । তিনি বলেন," আমাদের স্কুলে আরও দু'জন বাংলার শিক্ষক রয়েছেন । আমরা ওই শিক্ষিকাকে বলেই কাজে নিয়েছিলাম ৷ পড়ুয়ারা আসলেই উনি আবার কাজে যোগ দেবেন । তবে কিছুদিনের জন্য তাঁকে কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে । কারণ করোনার পর থেকে সব জায়গাতেই পড়ুয়াদের সংখ্যা কমেছে । পড়ুয়ারা ভরতিও হয়েছে কম । তাই স্কুল ছন্দে ফিরলে আবার আমরা পুরোনো নিয়মে ফিরে যাব ।"

Bengali Teacher Removal Notice
নতুন নোটিশ

এর পাশাপাশি প্রধান শিক্ষক ক্ষমাও চেয়েছেন তাঁর আগের চিঠির জন্য । একটি শব্দ লিখতে ভুল হওয়ার জেরে সম্পূর্ণ ভিন্ন মানে তৈরি হয়েছিল তাঁর চিঠির থেকে বলে তিনি জানান । সেবিষয়ে তিনি বলেন, "আমি ক্ষমাপ্রার্থী"। তবে এর পাশাপাশি তিনি জানান, যোগাযোগ করার চেষ্টাও করেছেন ওই শিক্ষিকার সঙ্গে । তবে শিক্ষিকার পক্ষ থেকে কোনওরকম উত্তর পাওয়া যাচ্ছে না বলেই দাবি করেন প্রধান শিক্ষক । মিডিয়ার সামনেও মুখে কুলুপ এঁটেছেন ওই শিক্ষিকা ।

Bengali Teacher Removal Notice
পুরনো নোটিশ

আরও পড়ুন: দুই শিক্ষকের কাজিয়ার জেরে আটদিন মিড-ডে-মিল বন্ধ স্কুলে

কলকাতা, 19 মার্চ: আবারও প্রশ্নের মুখে বাংলা ভাষা । একটি বেসরকারি স্কুলের নোটিশ দেখে রীতিমতো বাংলা ভাষাকে ঘিরে তৈরি হচ্ছে অস্তিত্বের প্রশ্ন । বেলঘড়িয়ার আড়িয়াদহের একটি ইংরাজি মাধ্যম স্কুলের ঘটনা ৷ স্কুল কর্তৃপক্ষের তরফে একটি চিঠি দেওয়া হয়েছে বাংলার শিক্ষিকাকে । যাতে লেখা ছিল, "বাংলা ভাষা প্রায় নেই বললেই চলে ৷" তবে এর ঠিক কিছুক্ষণের মধ্যে স্কুল কর্তৃপক্ষ ভুল শুধরে নেন । তারপরেই ফের আরেকটি চিঠি দিয়ে বলেন, বাংলা ভাষার পড়ুয়ার সংখ্যা কম রয়েছে, তাই ওই শিক্ষিকা আপাতত স্কুলে আসা থেকে বিরত থাকতে পারেন (Controversy over Bengali Teacher Removal Notice) ।

দশম শ্রেণি পর্যন্ত রয়েছে ওই বেসরকারি স্কুলে । এখনও পর্যন্ত 500 জন পড়ুয়া পঠন-পাঠন করে সেখানে । বেসরকারি ওই স্কুলের প্রথম ভাষা ইংরেজি । দ্বিতীয় ভাষা হিসাবে রয়েছে হিন্দি এবং বাংলা । তবে ক্রমেই বাংলার পড়ুয়ার সংখ্যা কমছে বলে জানায় স্কুল কর্তৃপক্ষ । যদিও এর জন্য এলাকাটাই বেশ কিছুটা দায়ী বলে মনে করছেন স্কুলের প্রধান শিক্ষক কমলেশ বসু । তিনি বলেন," আমাদের স্কুলে আরও দু'জন বাংলার শিক্ষক রয়েছেন । আমরা ওই শিক্ষিকাকে বলেই কাজে নিয়েছিলাম ৷ পড়ুয়ারা আসলেই উনি আবার কাজে যোগ দেবেন । তবে কিছুদিনের জন্য তাঁকে কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে । কারণ করোনার পর থেকে সব জায়গাতেই পড়ুয়াদের সংখ্যা কমেছে । পড়ুয়ারা ভরতিও হয়েছে কম । তাই স্কুল ছন্দে ফিরলে আবার আমরা পুরোনো নিয়মে ফিরে যাব ।"

Bengali Teacher Removal Notice
নতুন নোটিশ

এর পাশাপাশি প্রধান শিক্ষক ক্ষমাও চেয়েছেন তাঁর আগের চিঠির জন্য । একটি শব্দ লিখতে ভুল হওয়ার জেরে সম্পূর্ণ ভিন্ন মানে তৈরি হয়েছিল তাঁর চিঠির থেকে বলে তিনি জানান । সেবিষয়ে তিনি বলেন, "আমি ক্ষমাপ্রার্থী"। তবে এর পাশাপাশি তিনি জানান, যোগাযোগ করার চেষ্টাও করেছেন ওই শিক্ষিকার সঙ্গে । তবে শিক্ষিকার পক্ষ থেকে কোনওরকম উত্তর পাওয়া যাচ্ছে না বলেই দাবি করেন প্রধান শিক্ষক । মিডিয়ার সামনেও মুখে কুলুপ এঁটেছেন ওই শিক্ষিকা ।

Bengali Teacher Removal Notice
পুরনো নোটিশ

আরও পড়ুন: দুই শিক্ষকের কাজিয়ার জেরে আটদিন মিড-ডে-মিল বন্ধ স্কুলে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.