ETV Bharat / state

বিতর্কে স্বর্ণ মন্দিরের আদলে মণ্ডপ, অনুষ্ঠান না করে ফিরলেন গুরদাস মান - puja pandal replicating golden temple

কলকাতায় এ বছর ভবানীপুরের নর্দান পার্কের 22 পল্লি শারোদৎসবের পুজো মণ্ডপ স্বর্ণ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে । শিরোমণি গুরুদোয়ারা প্রবন্ধক কমিটি (SGPC) জানিয়েছে, শিখদের পবিত্র ধর্মস্থানের প্রতিরূপ তৈরি তাঁদের ধর্মের পরিপন্থী ।

22 pally
author img

By

Published : Oct 7, 2019, 2:42 PM IST

Updated : Oct 7, 2019, 4:38 PM IST

কলকাতা, 7 অক্টোবর : অমৃতসরের স্বর্ণ মন্দিরের আদলে দুর্গা পুজোর মণ্ডপ তৈরির তীব্র প্রতিবাদ জানাল শিরোমণি গুরুদোয়ারা প্রবন্ধক কমিটি (SGPC) । কলকাতায় এ বছর ভবানীপুরের নর্দান পার্কের 22 পল্লি শারোদৎসবের পুজো মণ্ডপ স্বর্ণ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে । SGPC জানিয়েছে, শিখদের পবিত্র ধর্মস্থানের প্রতিরূপ তৈরি তাঁদের ধর্মের পরিপন্থী ।

দিল্লি শিখ গুরুদোয়ারা পরিচালন কমিটির সভাপতি মনজিন্দর সিং সিরসা বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন । মনজিন্দর জানান, তিনি সংশ্লিষ্ট পুজো কমিটির বিরুদ্ধে পদক্ষেপ করতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন । সংবাদমাধ্যমকে বলেছেন, "পবিত্র ধর্মস্থানের আদলে মণ্ডপ তৈরি করে শিখদের ধর্ম বিশ্বাসে আঘাত করা হয়েছে ।"

যে দুটো পুজো মণ্ডপ স্বর্ণ মন্দিরের আদলে তৈরি হয়েছিল, সেগুলির মধ্যে একটিতে অনু্ষ্ঠান করার জন্য নবমীর রাতে আমন্ত্রণ জানানো হয়েছিল পঞ্জাবের বিখ্যাত গায়ক গুরদাস মানকে । কিন্তু মণ্ডপ নিয়ে বিতর্ক শুরু হওয়ায় শিল্পী অনুষ্ঠান করবেন না বলে জানিয়েছেন । আজ সকালে গুরদাস মান বিমানে কলকাতায় আসেন । কিন্তু শহরে না ঢুকে অন্য বিমানে মুম্বই ফিরে যান ।

কলকাতা, 7 অক্টোবর : অমৃতসরের স্বর্ণ মন্দিরের আদলে দুর্গা পুজোর মণ্ডপ তৈরির তীব্র প্রতিবাদ জানাল শিরোমণি গুরুদোয়ারা প্রবন্ধক কমিটি (SGPC) । কলকাতায় এ বছর ভবানীপুরের নর্দান পার্কের 22 পল্লি শারোদৎসবের পুজো মণ্ডপ স্বর্ণ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে । SGPC জানিয়েছে, শিখদের পবিত্র ধর্মস্থানের প্রতিরূপ তৈরি তাঁদের ধর্মের পরিপন্থী ।

দিল্লি শিখ গুরুদোয়ারা পরিচালন কমিটির সভাপতি মনজিন্দর সিং সিরসা বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন । মনজিন্দর জানান, তিনি সংশ্লিষ্ট পুজো কমিটির বিরুদ্ধে পদক্ষেপ করতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন । সংবাদমাধ্যমকে বলেছেন, "পবিত্র ধর্মস্থানের আদলে মণ্ডপ তৈরি করে শিখদের ধর্ম বিশ্বাসে আঘাত করা হয়েছে ।"

যে দুটো পুজো মণ্ডপ স্বর্ণ মন্দিরের আদলে তৈরি হয়েছিল, সেগুলির মধ্যে একটিতে অনু্ষ্ঠান করার জন্য নবমীর রাতে আমন্ত্রণ জানানো হয়েছিল পঞ্জাবের বিখ্যাত গায়ক গুরদাস মানকে । কিন্তু মণ্ডপ নিয়ে বিতর্ক শুরু হওয়ায় শিল্পী অনুষ্ঠান করবেন না বলে জানিয়েছেন । আজ সকালে গুরদাস মান বিমানে কলকাতায় আসেন । কিন্তু শহরে না ঢুকে অন্য বিমানে মুম্বই ফিরে যান ।

Intro:পাঞ্জাবের স্বর্ণ মন্দিরের আদলে 22 পল্লী নর্দান পাক ভবানীপুর তাদের মণ্ডপ তৈরি করেছিল। স্বর্ণ মন্দিরের আদলে মন্ডপ তৈরি করা আপত্তি জানিয়েছে গুরুদুয়ারা কমিটি।


Body:স্বর্ণ মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করা শিরোমনি গুরুদুয়ারা কমিটি আপত্তি।


Conclusion:
Last Updated : Oct 7, 2019, 4:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.