কলকাতা, 7 অক্টোবর : সাম্প্রদায়িক সম্প্রীতি তুলে ধরতে গিয়ে বিপাকে উত্তর কলকাতার এক পুজো মণ্ডপ ৷ মণ্ডপে ঢুকলেই শোনা যাচ্ছে একইসঙ্গে চণ্ডীপাঠ, আজান, চার্চ বেলের অংশ বিশেষ ৷ ভেসে আসছে মহিলা কণ্ঠে-আমরা এক,একা নই ৷ এই থিম ঘিরেই বিতর্কের শুরু ৷ ইতিমধ্যে ওই পুজোর উদ্যোক্তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ৷ অভিযোগকারীর দাবি, পুজো মণ্ডপে আজানের সুর শুনিয়ে শান্তি বিঘ্নিত করা হচ্ছে ৷ এটি নিম্নমানের রাজনৈতিক অভিসন্ধি ছাড়া আর কিছুই নয় ৷
বেলেঘাটা 33 পল্লি ৷ এবারের পুজোর থিম 'আমরা এক, একা নই'৷ সেই ভাবনা মাথায় রেখেই তৈরি করা হয়েছে আবহসংগীত ৷ দর্শনার্থীরা বিষয়টিকে স্বাগত জানিয়েছেন ৷ কিন্তু সরব হয়েছেন আইনজীবী শান্তনু সিংহ ৷ পুজো কমিটির আয়োজক, সভাপতি সহ আটজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি ৷
আইনজীবী বলেন, "অবশ্যই আজান সংশ্লিষ্ট সম্প্রদায়ের ধর্মীয় আচরণ ৷ আমি তাদের ধর্মীয় ভাবাবেগকে শ্রদ্ধা করি ৷ কিন্তু মণ্ডপে আজান বাজানোর উদ্দেশ্য কী ? কিছুই না ৷ এটি শুধুমাত্র একটি নিম্নমানের রাজনৈতিক অভিসন্ধি ৷ কারণ এই পুজোর পিছনে রয়েছে তৃণমূল কংগ্রেসের লোকজন ৷"
শান্তনু সিংহের দাবি, এই সমস্ত কাজের উদ্দেশ্য হল দুটি সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি করা ৷ আমি ব্যক্তিগতভাবে মনে করি, ধর্মনিরপেক্ষতা ও সম্প্রীতির নামে থিম নিয়ে এই ধরনের পরীক্ষা-নিরীক্ষা বন্ধ করা উচিত৷ কারণ এর পিছনে উদ্দেশ্যটা আলাদা৷
এই বিষয়ে পুজোর আয়োজক শান্তনু সাহা বলেন, "অভিযোগ সম্পর্কে শুনেছি৷ কিন্তু এই বিষয়ে কোনও অভিযোগপত্র আমাদের হাতে আসেনি ৷" এই ধরনের থিম সম্পর্কে তাঁর বক্তব্য, "সব ধর্মের মধ্যে ঐক্যকে তুলে ধরতে চেয়েছি আমরা ৷ সেকারণেই মণ্ডপ সজ্জায় মন্দির, মসজিদ ও চার্চের মডেল ব্যবহার করা হয়েছে ৷ আজান থিমেরই একটি অংশ ৷ এটা শুধুমাত্র একটি উদ্যোগ ৷ এ নিয়ে অযথা রাজনীতি করা হচ্ছে৷"