ETV Bharat / state

কলকাতার পুজো প্যান্ডেলে আজান ঘিরে বিতর্ক

বেলেঘাটা 33 পল্লি ৷ এবারের পুজোর থিম  'আমরা এক, একা নই'৷ সাম্প্রদায়িক সম্প্রীতি তুলে ধরতে গিয়েই বিপাকে উত্তর কলকাতার এই পুজো মণ্ডপ ৷ মণ্ডপে ঢুকলেই শোনা যাচ্ছে একইসঙ্গে চণ্ডীপাঠ, আজান, চার্চ বেলের অংশ বিশেষ ৷ ইতিমধ্যে ওই পুজোর উদ্যোক্তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ৷ অভিযোগকারীর দাবি, পুজো মণ্ডপে আজানের সুর শুনিয়ে শান্তি বিঘ্নিত করা হচ্ছে ৷

ফাইল ফোটো
author img

By

Published : Oct 7, 2019, 9:59 PM IST

Updated : Oct 7, 2019, 11:17 PM IST

কলকাতা, 7 অক্টোবর : সাম্প্রদায়িক সম্প্রীতি তুলে ধরতে গিয়ে বিপাকে উত্তর কলকাতার এক পুজো মণ্ডপ ৷ মণ্ডপে ঢুকলেই শোনা যাচ্ছে একইসঙ্গে চণ্ডীপাঠ, আজান, চার্চ বেলের অংশ বিশেষ ৷ ভেসে আসছে মহিলা কণ্ঠে-আমরা এক,একা নই ৷ এই থিম ঘিরেই বিতর্কের শুরু ৷ ইতিমধ্যে ওই পুজোর উদ্যোক্তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ৷ অভিযোগকারীর দাবি, পুজো মণ্ডপে আজানের সুর শুনিয়ে শান্তি বিঘ্নিত করা হচ্ছে ৷ এটি নিম্নমানের রাজনৈতিক অভিসন্ধি ছাড়া আর কিছুই নয় ৷

বেলেঘাটা 33 পল্লি ৷ এবারের পুজোর থিম 'আমরা এক, একা নই'৷ সেই ভাবনা মাথায় রেখেই তৈরি করা হয়েছে আবহসংগীত ৷ দর্শনার্থীরা বিষয়টিকে স্বাগত জানিয়েছেন ৷ কিন্তু সরব হয়েছেন আইনজীবী শান্তনু সিংহ ৷ পুজো কমিটির আয়োজক, সভাপতি সহ আটজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি ৷

image
বেলেঘাটা 33 পল্লির পুজো

আইনজীবী বলেন, "অবশ্যই আজান সংশ্লিষ্ট সম্প্রদায়ের ধর্মীয় আচরণ ৷ আমি তাদের ধর্মীয় ভাবাবেগকে শ্রদ্ধা করি ৷ কিন্তু মণ্ডপে আজান বাজানোর উদ্দেশ্য কী ? কিছুই না ৷ এটি শুধুমাত্র একটি নিম্নমানের রাজনৈতিক অভিসন্ধি ৷ কারণ এই পুজোর পিছনে রয়েছে তৃণমূল কংগ্রেসের লোকজন ৷"

শান্তনু সিংহের দাবি, এই সমস্ত কাজের উদ্দেশ্য হল দুটি সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি করা ৷ আমি ব্যক্তিগতভাবে মনে করি, ধর্মনিরপেক্ষতা ও সম্প্রীতির নামে থিম নিয়ে এই ধরনের পরীক্ষা-নিরীক্ষা বন্ধ করা উচিত৷ কারণ এর পিছনে উদ্দেশ্যটা আলাদা৷

এই বিষয়ে পুজোর আয়োজক শান্তনু সাহা বলেন, "অভিযোগ সম্পর্কে শুনেছি৷ কিন্তু এই বিষয়ে কোনও অভিযোগপত্র আমাদের হাতে আসেনি ৷" এই ধরনের থিম সম্পর্কে তাঁর বক্তব্য, "সব ধর্মের মধ্যে ঐক্যকে তুলে ধরতে চেয়েছি আমরা ৷ সেকারণেই মণ্ডপ সজ্জায় মন্দির, মসজিদ ও চার্চের মডেল ব্যবহার করা হয়েছে ৷ আজান থিমেরই একটি অংশ ৷ এটা শুধুমাত্র একটি উদ্যোগ ৷ এ নিয়ে অযথা রাজনীতি করা হচ্ছে৷"

কলকাতা, 7 অক্টোবর : সাম্প্রদায়িক সম্প্রীতি তুলে ধরতে গিয়ে বিপাকে উত্তর কলকাতার এক পুজো মণ্ডপ ৷ মণ্ডপে ঢুকলেই শোনা যাচ্ছে একইসঙ্গে চণ্ডীপাঠ, আজান, চার্চ বেলের অংশ বিশেষ ৷ ভেসে আসছে মহিলা কণ্ঠে-আমরা এক,একা নই ৷ এই থিম ঘিরেই বিতর্কের শুরু ৷ ইতিমধ্যে ওই পুজোর উদ্যোক্তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ৷ অভিযোগকারীর দাবি, পুজো মণ্ডপে আজানের সুর শুনিয়ে শান্তি বিঘ্নিত করা হচ্ছে ৷ এটি নিম্নমানের রাজনৈতিক অভিসন্ধি ছাড়া আর কিছুই নয় ৷

বেলেঘাটা 33 পল্লি ৷ এবারের পুজোর থিম 'আমরা এক, একা নই'৷ সেই ভাবনা মাথায় রেখেই তৈরি করা হয়েছে আবহসংগীত ৷ দর্শনার্থীরা বিষয়টিকে স্বাগত জানিয়েছেন ৷ কিন্তু সরব হয়েছেন আইনজীবী শান্তনু সিংহ ৷ পুজো কমিটির আয়োজক, সভাপতি সহ আটজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি ৷

image
বেলেঘাটা 33 পল্লির পুজো

আইনজীবী বলেন, "অবশ্যই আজান সংশ্লিষ্ট সম্প্রদায়ের ধর্মীয় আচরণ ৷ আমি তাদের ধর্মীয় ভাবাবেগকে শ্রদ্ধা করি ৷ কিন্তু মণ্ডপে আজান বাজানোর উদ্দেশ্য কী ? কিছুই না ৷ এটি শুধুমাত্র একটি নিম্নমানের রাজনৈতিক অভিসন্ধি ৷ কারণ এই পুজোর পিছনে রয়েছে তৃণমূল কংগ্রেসের লোকজন ৷"

শান্তনু সিংহের দাবি, এই সমস্ত কাজের উদ্দেশ্য হল দুটি সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি করা ৷ আমি ব্যক্তিগতভাবে মনে করি, ধর্মনিরপেক্ষতা ও সম্প্রীতির নামে থিম নিয়ে এই ধরনের পরীক্ষা-নিরীক্ষা বন্ধ করা উচিত৷ কারণ এর পিছনে উদ্দেশ্যটা আলাদা৷

এই বিষয়ে পুজোর আয়োজক শান্তনু সাহা বলেন, "অভিযোগ সম্পর্কে শুনেছি৷ কিন্তু এই বিষয়ে কোনও অভিযোগপত্র আমাদের হাতে আসেনি ৷" এই ধরনের থিম সম্পর্কে তাঁর বক্তব্য, "সব ধর্মের মধ্যে ঐক্যকে তুলে ধরতে চেয়েছি আমরা ৷ সেকারণেই মণ্ডপ সজ্জায় মন্দির, মসজিদ ও চার্চের মডেল ব্যবহার করা হয়েছে ৷ আজান থিমেরই একটি অংশ ৷ এটা শুধুমাত্র একটি উদ্যোগ ৷ এ নিয়ে অযথা রাজনীতি করা হচ্ছে৷"

Bengaluru (Karnataka), Oct 07 (ANI): Devotees offered prayers to their newly-bought vehicles by performing Ayudha Puja at the Sri Prasanna Ganapathi Temple in Bengaluru on October 07. The vehicle owners and drivers decorated their vehicles with flowers and banana plants. The Sri Prasanna Ganpathi Temple is popularly known as "Accident Ganesha temple" as the people believe that if they do not perform Pooja here for their vehicle, it will meet with an accident.
Last Updated : Oct 7, 2019, 11:17 PM IST

For All Latest Updates

TAGGED:

Durga Puja
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.