ETV Bharat / state

Rape Charge Against TMC Leader: কাঁথির তৃণমূল ছাত্র নেতার বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে মামলা হাইকোর্টে - কলকাতা হাইকোর্ট

কাঁথির এক তৃণমূল ছাত্র নেতার বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে (Rape Charge Against TMC Leader) মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)৷ পুলিশের তদন্তে আস্থা রাখতে না পেরেই আদালতের দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছে পরিবার (Minor Girl Raped)৷

Calcutta High Court ETV Bharat
কলকাতা হাইকোর্ট
author img

By

Published : Jan 19, 2023, 8:08 PM IST

কলকাতা, 19 জানুয়ারি: কাঁথির এক তৃণমূল ছাত্র নেতার বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের (Rape Charge Against TMC Leader) অভিযোগে এ বার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল নিগৃহীতার পরিবার (Minor Girl Raped)। পুলিশি তদন্তে তাদের আস্থা নেই বলে আদালতে জানিয়েছে তারা ৷ এই ঘটনায় জরুরি ভিত্তিতে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা । আগামিকাল সকাল 10:30টায় এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ।

ছাত্রনেতা শুভদীপ গিরির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছে নাবালিকার পরিবার । পুলিশি তদন্তে অনাস্থা ব্যক্ত করে তারা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছে । অভিযোগ, নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রথমে সহবাস করেন ওই ছাত্রনেতা ৷ এরপর আপত্তিজনক ভিডিয়ো দেখিয়ে কিশোরীকে ব্ল্যাকমেইল করেন তিনি ৷ বারবার অনুরোধ করার পর সেই ভিডিয়ো মুছে ফেলবেন বলে প্রতিশ্রুতি দেন অভিযুক্ত ৷ ভিডিয়ো মুছে দেওয়ার নাম করে তিনি নাকি গত 18 অক্টোবর দীঘার একটি হোটেলে নিয়ে যান ওই নাবালিকাকে ৷ সেখানে ফের তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ৷

এই ঘটনার পর মানসিক অবসাদে 1 নভেম্বর বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই নাবালিকা । তার পরিবার বিষয়টি জানতে পারলে গত 10 জানুয়ারি কাঁথি মহিলা থানায় অভিযোগ জানায় ৷ দায়ের হয় এফআইআর । শুভদীপ গিরি ও তাঁর বাবা-মায়ের বিরুদ্ধে এফআইআর-এ অভিযোগ আনা হয় । পকসো-সহ আইনের একাধিক ধারায় এফআইআর রুজু করে পুলিশ ।

আরও পড়ুন: ধনকড়কে পশ্চাদদেশ দেখানোর খেসারত ? সাধারণতন্ত্র দিবসে বাদ শতাব্দী প্রাচীন ঘোড়া পুলিশ

কিন্তু এখনও পর্যন্ত কারওকে গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ । নিগৃহীতার পরিবারকে মামলা প্রত্যাহার করার জন্য হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে ৷ পুলিশের প্রত্যক্ষ মদতে অভিযুক্তরা এই হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছে নিগৃহীতা নাবালিকার পরিবার ৷ মামলার গুরুত্ব বিবেচনা করে জরুরি ভিত্তিতে এই মামলার শুনানির অনুমতি দেন বিচারপতি রাজাশেখর মান্থা ।

কলকাতা, 19 জানুয়ারি: কাঁথির এক তৃণমূল ছাত্র নেতার বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের (Rape Charge Against TMC Leader) অভিযোগে এ বার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল নিগৃহীতার পরিবার (Minor Girl Raped)। পুলিশি তদন্তে তাদের আস্থা নেই বলে আদালতে জানিয়েছে তারা ৷ এই ঘটনায় জরুরি ভিত্তিতে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা । আগামিকাল সকাল 10:30টায় এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ।

ছাত্রনেতা শুভদীপ গিরির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছে নাবালিকার পরিবার । পুলিশি তদন্তে অনাস্থা ব্যক্ত করে তারা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছে । অভিযোগ, নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রথমে সহবাস করেন ওই ছাত্রনেতা ৷ এরপর আপত্তিজনক ভিডিয়ো দেখিয়ে কিশোরীকে ব্ল্যাকমেইল করেন তিনি ৷ বারবার অনুরোধ করার পর সেই ভিডিয়ো মুছে ফেলবেন বলে প্রতিশ্রুতি দেন অভিযুক্ত ৷ ভিডিয়ো মুছে দেওয়ার নাম করে তিনি নাকি গত 18 অক্টোবর দীঘার একটি হোটেলে নিয়ে যান ওই নাবালিকাকে ৷ সেখানে ফের তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ৷

এই ঘটনার পর মানসিক অবসাদে 1 নভেম্বর বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই নাবালিকা । তার পরিবার বিষয়টি জানতে পারলে গত 10 জানুয়ারি কাঁথি মহিলা থানায় অভিযোগ জানায় ৷ দায়ের হয় এফআইআর । শুভদীপ গিরি ও তাঁর বাবা-মায়ের বিরুদ্ধে এফআইআর-এ অভিযোগ আনা হয় । পকসো-সহ আইনের একাধিক ধারায় এফআইআর রুজু করে পুলিশ ।

আরও পড়ুন: ধনকড়কে পশ্চাদদেশ দেখানোর খেসারত ? সাধারণতন্ত্র দিবসে বাদ শতাব্দী প্রাচীন ঘোড়া পুলিশ

কিন্তু এখনও পর্যন্ত কারওকে গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ । নিগৃহীতার পরিবারকে মামলা প্রত্যাহার করার জন্য হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে ৷ পুলিশের প্রত্যক্ষ মদতে অভিযুক্তরা এই হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছে নিগৃহীতা নাবালিকার পরিবার ৷ মামলার গুরুত্ব বিবেচনা করে জরুরি ভিত্তিতে এই মামলার শুনানির অনুমতি দেন বিচারপতি রাজাশেখর মান্থা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.