ETV Bharat / state

পুলিশ ও KMDA-র আপত্তিতে আপাতত স্থগিত পোস্তা উড়ালপুল ভাঙার কাজ

আজ রাত থেকেই শুরু হওয়ার কথা ছিল পোস্তা উড়ালপুলের বিপজ্জনক অংশ ভাঙার কাজ । কিন্তু, KMDA এবং কলকাতা পুলিশের আপত্তিতে আপাতত ৩ সপ্তাহ কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

ফাইল ফোটো
author img

By

Published : Jul 8, 2019, 9:43 PM IST

Updated : Jul 8, 2019, 11:37 PM IST

কলকাতা, 8 জুলাই: কথা ছিল আজ রাত থেকেই শুরু হবে পোস্তা উড়ালপুলের বিপজ্জনক অংশ ভাঙার কাজ । নোটিফিকেশনও জারি হয়ে যায় । সেখানে জানানো হয়, আজ রাত 8টা থেকেই শুরু হবে কাজ । কিন্তু, পরে বদল হয় সিদ্ধান্ত । KMC, KMDA এবং কলকাতা পুলিশের যৌথ বৈঠকের পর আজ থেকে ভাঙার কাজ শুরুর বিষয়টি স্থগিত হয়ে যায় । মূলত KMDA এবং কলকাতা পুলিশের আপত্তিতে আপাতত ৩ সপ্তাহ কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

লালবাজার সূত্রে খবর, ১০ জুলাই KMC, KMDA এবং কলকাতা পুলিশ পরিস্থিতি খতিয়ে দেখবে । এরপরই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ, ভাঙার কাজ শুরু হলে বন্ধ করা হবে রাস্তা । বড়বাজারের ব্যবসায়ীরা সমস্যায় পড়তে পারে। তাই বিকল্প রাস্তায় গাড়ি চলাচলের কী ব্যবস্থা করা যায় তা খতিয়ে দেখতে চান ট্র্যাফিকের সিনিয়র অফিসাররা । পাশাপাশি কাজের চূড়ান্ত নীল নকশা তৈরি করতে চায় KMDA । সেই সূত্রেই আপাতত কাজ স্থগিত করা হয়েছে বলে খবর ।

ভিডিয়োয় শুনুন ফিরহাদ হাকিমের বক্তব্য

২০১৬ সালের ৩১ মার্চ । হঠাৎই ভেঙে পড়ে পোস্তার নির্মীয়মাণ বিবেকানন্দ সেতু । ঘটনায় ২৭ জনের মৃত্যু হয় । আহত হন অনেকেই । তারপরই বন্ধ করে দেওয়া হয় নির্মাণকাজ । সরকারের তরফে গঠিত তদন্ত কমিটি জানায় যে ওই স্থানে উড়ালপুল রাখা আশঙ্কাজনক হয়ে যাবে । তারপরই উড়ালপুলের বিপজ্জনক অংশ ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয় ।

ফিরহাদ হাকিম বলেন, "পোস্তা ব্রিজের কিছু জায়গা অরক্ষিত রয়েছে । তাই ওই ব্রিজের অরক্ষিত অংশগুলি ভেঙে ফেলার সিদ্ধান্ত হয় ।"

কলকাতা, 8 জুলাই: কথা ছিল আজ রাত থেকেই শুরু হবে পোস্তা উড়ালপুলের বিপজ্জনক অংশ ভাঙার কাজ । নোটিফিকেশনও জারি হয়ে যায় । সেখানে জানানো হয়, আজ রাত 8টা থেকেই শুরু হবে কাজ । কিন্তু, পরে বদল হয় সিদ্ধান্ত । KMC, KMDA এবং কলকাতা পুলিশের যৌথ বৈঠকের পর আজ থেকে ভাঙার কাজ শুরুর বিষয়টি স্থগিত হয়ে যায় । মূলত KMDA এবং কলকাতা পুলিশের আপত্তিতে আপাতত ৩ সপ্তাহ কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

লালবাজার সূত্রে খবর, ১০ জুলাই KMC, KMDA এবং কলকাতা পুলিশ পরিস্থিতি খতিয়ে দেখবে । এরপরই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ, ভাঙার কাজ শুরু হলে বন্ধ করা হবে রাস্তা । বড়বাজারের ব্যবসায়ীরা সমস্যায় পড়তে পারে। তাই বিকল্প রাস্তায় গাড়ি চলাচলের কী ব্যবস্থা করা যায় তা খতিয়ে দেখতে চান ট্র্যাফিকের সিনিয়র অফিসাররা । পাশাপাশি কাজের চূড়ান্ত নীল নকশা তৈরি করতে চায় KMDA । সেই সূত্রেই আপাতত কাজ স্থগিত করা হয়েছে বলে খবর ।

ভিডিয়োয় শুনুন ফিরহাদ হাকিমের বক্তব্য

২০১৬ সালের ৩১ মার্চ । হঠাৎই ভেঙে পড়ে পোস্তার নির্মীয়মাণ বিবেকানন্দ সেতু । ঘটনায় ২৭ জনের মৃত্যু হয় । আহত হন অনেকেই । তারপরই বন্ধ করে দেওয়া হয় নির্মাণকাজ । সরকারের তরফে গঠিত তদন্ত কমিটি জানায় যে ওই স্থানে উড়ালপুল রাখা আশঙ্কাজনক হয়ে যাবে । তারপরই উড়ালপুলের বিপজ্জনক অংশ ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয় ।

ফিরহাদ হাকিম বলেন, "পোস্তা ব্রিজের কিছু জায়গা অরক্ষিত রয়েছে । তাই ওই ব্রিজের অরক্ষিত অংশগুলি ভেঙে ফেলার সিদ্ধান্ত হয় ।"

Intro:কলকাতা, ৮ জুলাই: কথা ছিল আজ রাত থেকেই শুরু হবে অভিষপ্ত পোস্তা উড়ালপুলের বিপজ্জনক অংশ ভেঙে ফেলার কাজ। নোটিফিকেশনও জারি হয়ে যায়। সেখানে জানানো হয়েছিল, আজ রাত ৮টা থেকেই শুরু হবে কাজ। কিন্তু পরে বদল হয় সিদ্ধান্ত। KMC, KMDA এবং কলকাতা পুলিশের যৌথ বৈঠকে আজ থেকে ভাঙার কাজ শুরুর বিষয়টি স্থগিত হয়ে যায়। সূত্র জানাচ্ছে, মূলত KMDA এবং কলকাতা পুলিশের আপত্তিতে আপাতত ৩ সপ্তাহ কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।Body:লালবাজার সূত্রে খবর, আগামী ১০ জুলাই KMC, KMDA এবং কলকাতা পুলিশ পরিস্থিতি পরিদর্শন করবে। এরপরেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ, ভাঙার কাজ শুরু হলে বন্ধ করা হবে রাস্তা। কলকাতার ব্যবসায়ীক প্রাণকেন্দ্র বড়বাজারের ব্যবসার সমস্যা হতে পারে এক্ষেত্রে। তাই বিকল্প রাস্তায় গাড়ি চলাচলের কী ব্যবস্থা করা যায় তা ক্ষতিয়ে দেখতে চান ট্রাফিকের সিনিয়র অফিসাররা। পাশাপাশি কাজের চূড়ান্ত নীল নকশা তৈরি করতে চায় KMDA। সেই সূত্রেই আপাতত কাজ স্থগিত করা হয়েছে বলে খবর।
Conclusion:২০১৬ সালের ৩১ মার্চ। হঠাৎই ভেঙে পড়ে পোস্তার নির্মীয়মাণ বিবেকানন্দ সেতু। ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়। আহত হন বহু। তারপরেই বন্ধ করে দেওয়া হয় নির্মাণ কাজ। পাশাপাশি সরকারের তরফে গঠিত তদন্ত কমিটি জানায় যে ওই স্থানে উড়ালপুল রাখা আশঙ্কাজনক হয়ে যাবে। তারপরেই উড়ালপুলের বিপদজনক অংশ ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়।
Last Updated : Jul 8, 2019, 11:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.