ETV Bharat / state

KMC Election 2021 : বামেদের জোট প্রস্তাবে সায় না-দিয়ে প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের - congress releases candidate list for kolkata municipal election

কলকাতা পৌরসভার নির্বাচনের (Kolkata Municipal Election ) জন্য প্রথম দফায় 66 জনের প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস ৷

congress releases candidate list
প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের
author img

By

Published : Nov 27, 2021, 10:17 PM IST

কলকাতা, 27 নভেম্বর : সিপিএম, তৃণমূলের পর কলকাতা পৌরসভার ভোটের জন্য নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস (Candidate List of Congress) ৷ শনিবার প্রথম দফায় 66টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে প্রদেশ কংগ্রেস।

শুক্রবার কলকাতার পৌরভোটের (Kolkata Municipal Election) জন্য 127টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছিল বামেদের তরফে ৷ বাকি 17টি আসন ফাঁকা রেখে বামেদের তরফে কংগ্রেসকে জোটবার্তা দেওয়া হয়েছিল ৷ কিন্তু এদিন 66 আসনে কংগ্রেসও তাদের প্রার্থীদের নাম ঘোষণা করে দেওয়ায় সেই জোট সম্ভবনা কার্যত জলে গেল বলেই মনে করা হচ্ছে ৷ পরের দফায় আরও কয়েকটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করতে পারে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ৷ তবে 20-22টি আসনে তারা প্রার্থী নাও দিতে পারে বলে কংগ্রেসের তরফ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে।

আরও পড়ুন : KMC Election 2021: 21 ডিসেম্বর কলকাতা পৌরনিগম নির্বাচনের গণনা, বিজ্ঞপ্তি জারি কমিশনের

কংগ্রেসের তালিকায় উল্লেখযোগ্য নাম সন্তোষ পাঠক, প্রকাশ উপাধ্যায় । এদিন বিধান ভবন থেকে প্রার্থী তালিকা প্রকাশ করেন দলের তরফে পৌর ভোটের দায়িত্বপ্রাপ্ত নেতা তথা প্রাক্তন বিধায়ক নেপাল মাহাত। তৃণমূলের টিকিট না-পেয়ে দুই বিদায়ী কাউন্সিলর 138 নম্বর ওয়ার্ডের মমতাজ বেগম এবং 8 নম্বর ওয়ার্ডের পার্থ মিত্র শনিবারই যোগ দিয়েছেন কংগ্রেসে। আর যোগদানের পুরস্কারও পেলেন তাঁরা । দু’জনেই হাত শিবিরের হয়ে পৌরভোটে লড়াইয়ের টিকিট পেয়েছেন ৷ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী প্রার্থী ঘোষণা প্রসঙ্গে এদিন বলেবন, "বামেরা নিজেদের মতো করে প্রার্থী ঘোষণা করেছে, আমাদের সঙ্গে আলোচনা ছাড়া । তাই আমরা আমাদের মত করে প্রার্থীদের নাম ঘোষণা করলাম ।"

কলকাতা, 27 নভেম্বর : সিপিএম, তৃণমূলের পর কলকাতা পৌরসভার ভোটের জন্য নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস (Candidate List of Congress) ৷ শনিবার প্রথম দফায় 66টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে প্রদেশ কংগ্রেস।

শুক্রবার কলকাতার পৌরভোটের (Kolkata Municipal Election) জন্য 127টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছিল বামেদের তরফে ৷ বাকি 17টি আসন ফাঁকা রেখে বামেদের তরফে কংগ্রেসকে জোটবার্তা দেওয়া হয়েছিল ৷ কিন্তু এদিন 66 আসনে কংগ্রেসও তাদের প্রার্থীদের নাম ঘোষণা করে দেওয়ায় সেই জোট সম্ভবনা কার্যত জলে গেল বলেই মনে করা হচ্ছে ৷ পরের দফায় আরও কয়েকটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করতে পারে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ৷ তবে 20-22টি আসনে তারা প্রার্থী নাও দিতে পারে বলে কংগ্রেসের তরফ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে।

আরও পড়ুন : KMC Election 2021: 21 ডিসেম্বর কলকাতা পৌরনিগম নির্বাচনের গণনা, বিজ্ঞপ্তি জারি কমিশনের

কংগ্রেসের তালিকায় উল্লেখযোগ্য নাম সন্তোষ পাঠক, প্রকাশ উপাধ্যায় । এদিন বিধান ভবন থেকে প্রার্থী তালিকা প্রকাশ করেন দলের তরফে পৌর ভোটের দায়িত্বপ্রাপ্ত নেতা তথা প্রাক্তন বিধায়ক নেপাল মাহাত। তৃণমূলের টিকিট না-পেয়ে দুই বিদায়ী কাউন্সিলর 138 নম্বর ওয়ার্ডের মমতাজ বেগম এবং 8 নম্বর ওয়ার্ডের পার্থ মিত্র শনিবারই যোগ দিয়েছেন কংগ্রেসে। আর যোগদানের পুরস্কারও পেলেন তাঁরা । দু’জনেই হাত শিবিরের হয়ে পৌরভোটে লড়াইয়ের টিকিট পেয়েছেন ৷ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী প্রার্থী ঘোষণা প্রসঙ্গে এদিন বলেবন, "বামেরা নিজেদের মতো করে প্রার্থী ঘোষণা করেছে, আমাদের সঙ্গে আলোচনা ছাড়া । তাই আমরা আমাদের মত করে প্রার্থীদের নাম ঘোষণা করলাম ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.