ETV Bharat / state

Adhir Ranjan Chowdhury: কংগ্রেসের কর্মীরা শাসকদলের হিংসার শিকার, দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়ে মমতাকে চিঠি অধীরের - Adhir Ranjan Chowdhury writes to Mamata Banerjee

মুখ্যমন্ত্রীকে অধীরের অনুরোধ, আইন -শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে এবং ন্যায়বিচারের জন্য দ্রুত হস্তক্ষেপ করুক মুখ্যমন্ত্রী ৷

মমতাকে চিঠি অধীরের
মমতাকে চিঠি অধীরের
author img

By

Published : Sep 3, 2021, 7:34 AM IST

কলকাতা, 3 সেপ্টেম্বর : দিনের আলোয় কংগ্রেস কর্মীদের উপর অত্যাচার করা হচ্ছে ৷ শাসকদলের কর্মীরা তাদের কর্মীদের বাড়ি ভাঙচুর করছে ৷ লুঠ করছে ৷ এমনকি, গোটা বিষয়টা সম্পর্কে স্থানীয় পুলিশ প্রশাসনের গোচরে রয়েছে ৷ এমনই অভিযোগ তুলে এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপের অনুরোধ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী ৷

মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে শাসকদলের কর্মীদের হিংসার বিষয়টি তুলে ধরে তাঁর দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন ৷ চিঠিতে লেখেন, "দিনের আলোয় যেভাবে শাসকদলের কর্মীরা কংগ্রেস কর্মীদের বাড়ি ভাঙচুর ও লুঠ করে হিংসা ও নৃশংসতার পরিচয় দিচ্ছে, আমি সেই দিকেই আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই ৷"

আরও পড়ুন, Adhir Ranjan Chowdhury : আফগান নাগরিকদের পাশে দাঁড়াক ভারত সরকার, আর্জি অধীরের

পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন অধীর চৌধুরী ৷ চিঠিতে মুখ্যমন্ত্রীকে লেখেন, "আপনি শুনে অবাক হবেন যে, এই গোটা ঘটনার স্থানীয় পুলিশ প্রশাসনের উপস্থিতিতেই হচ্ছে ৷" এই পরিস্থিতিতে দুষ্কৃতীদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন ৷

মুখ্যমন্ত্রীকে অধীরের অনুরোধ, আইন -শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে এবং ন্যায়বিচারের জন্য দ্রুত হস্তক্ষেপ করুক মুখ্যমন্ত্রী ৷

কলকাতা, 3 সেপ্টেম্বর : দিনের আলোয় কংগ্রেস কর্মীদের উপর অত্যাচার করা হচ্ছে ৷ শাসকদলের কর্মীরা তাদের কর্মীদের বাড়ি ভাঙচুর করছে ৷ লুঠ করছে ৷ এমনকি, গোটা বিষয়টা সম্পর্কে স্থানীয় পুলিশ প্রশাসনের গোচরে রয়েছে ৷ এমনই অভিযোগ তুলে এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপের অনুরোধ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী ৷

মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে শাসকদলের কর্মীদের হিংসার বিষয়টি তুলে ধরে তাঁর দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন ৷ চিঠিতে লেখেন, "দিনের আলোয় যেভাবে শাসকদলের কর্মীরা কংগ্রেস কর্মীদের বাড়ি ভাঙচুর ও লুঠ করে হিংসা ও নৃশংসতার পরিচয় দিচ্ছে, আমি সেই দিকেই আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই ৷"

আরও পড়ুন, Adhir Ranjan Chowdhury : আফগান নাগরিকদের পাশে দাঁড়াক ভারত সরকার, আর্জি অধীরের

পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন অধীর চৌধুরী ৷ চিঠিতে মুখ্যমন্ত্রীকে লেখেন, "আপনি শুনে অবাক হবেন যে, এই গোটা ঘটনার স্থানীয় পুলিশ প্রশাসনের উপস্থিতিতেই হচ্ছে ৷" এই পরিস্থিতিতে দুষ্কৃতীদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন ৷

মুখ্যমন্ত্রীকে অধীরের অনুরোধ, আইন -শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে এবং ন্যায়বিচারের জন্য দ্রুত হস্তক্ষেপ করুক মুখ্যমন্ত্রী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.