ETV Bharat / state

Gandhi as Asura: অসুরের শরীরে গান্ধি মুখের ঘটনায় আদালতের দ্বারস্থ হচ্ছে কংগ্রেস - দুর্গাপুজো

রুবি পার্কে অখিল ভারতীয় ভারতীয় হিন্দু মহাসভার (Akhil Bharatiya Hindu Mahasabha) পুজোয় অসুরের মুখাবয়বের বদলে গান্ধিজির মুখের আদল (Mahatma Gandhi Lookalike Asura) দেখেছিল রাজ্যের মানুষ ৷ সেই ঘটনায় আদালতের দ্বারস্থ হচ্ছে কংগ্রেস (Congress Moves to Court ) ৷

congress-moves-to-court-on-mahatma-gandhi-lookalike-asura-incident-of-rubi-park
congress-moves-to-court-on-mahatma-gandhi-lookalike-asura-incident-of-rubi-park
author img

By

Published : Oct 4, 2022, 5:33 PM IST

কলকাতা, 4 অক্টোবর: মহাত্মা গান্ধিকে নিয়ে কদর্যতার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হচ্ছে কংগ্রেস (Congress Moves to Court ) ৷ এ দিন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন সেকথা ৷ একইসঙ্গে এই ঘটনার জন্য তিনি তৃণমূল কংগ্রেস সরকার কেও দায়ী করেছেন ৷ তাঁর অভিযোগ, রাজ্যে তৃণমূলের শাসন আছে বলেই এই ধরনের ঘটনা ঘটছে ৷ দেশের অন্য কোনও রাজ্যে এই ধরনের ঘটনা ঘটেনি ৷ তাঁর মতে গান্ধিজিকে অসুরের সঙ্গে তুলনা (Gandhi as Asura) আসলে রাষ্ট্রদ্রোহিতার শামিল ৷ আর সে কারণেই আদালতের মাধ্যমে এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চাইছে কংগ্রেস হাইকমান্ড ৷

রুবি পার্কে অখিল ভারতীয় ভারতীয় হিন্দু মহাসভার (Akhil Bharatiya Hindu Mahasabha) দুর্গাপুজোয় (Durga Puja 2022) অসুরের মুখাবয়বের বদলে গান্ধিজির মুখের আদল (Mahatma Gandhi Lookalike Asura) দেখেছিল রাজ্যের মানুষ ৷ এই নিয়ে তোলপাড় হয়ে গিয়েছে রাজ্য রাজনীতি ৷ গতকালই এর বিরুদ্ধে টিটাগর থানায় অভিযোগ দায়ের করেন কংগ্রেস নেতা কৌস্তব বাগচী ৷ একই সঙ্গে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে গতকাল কসবা থানার বাইরেও বিক্ষোভ দেখানো হয় ৷ দাবি তোলা হয়েছে, যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে ৷

তবে, এ সবের বাইরে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি দ্বর্থহীন ভাষায় এই ঘটনার নিন্দা করেছেন ৷ তিনি বলেন, ‘‘আমরা এই ঘটনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছি ৷ এই ঘটনা রাষ্ট্রদ্রোহিতা ছাড়া কিছু নয় ৷ পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার আছে বলে এই ধরনের ঘটনা ঘটছে ৷ ভারতবর্ষের কোনও প্রান্তে বিজেপি বা কোন হিন্দুত্ব পার্টির এ ধরনের ক্ষমতা হয়নি মহাত্মা গান্ধিকে অসুর বানানোর ৷ মহাত্মা গান্ধি ভারতবর্ষের শুধু জাতির পিতা নন, সারা বিশ্বের মানুষের কাছে তিনি অনুসরণীয় ৷ তাঁকে এভাবে অপমান করা হচ্ছে, আর বাংলার বুকে দাঁড়িয়ে আমাদের দেখতে হচ্ছে !’’

আরও পড়ুন: হিন্দু মহাসভার পুজোয় অসুরের বদলে গান্ধির মুখ, বিতর্ক তিলোত্তমা জুড়ে

অধীর আরও বলেন, ‘‘রাজ্যে তৃণমূলের সরকার যতদিন আছে, ততদিন এ ধরনের ঘটনা চলবে ৷ ভারতবর্ষের কোথাও যা হয় না, বাংলায় তাই হয় ৷ তাই খুব স্বাভাবিকভাবেই এর বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি ৷ তিনি এই প্রসঙ্গে ফের একবার বলেন, ‘‘এই ঘটনাকে আমরা রাষ্ট্রদ্রোহিতা মনে করি ৷ কারণ ভারতবর্ষের হিন্দু-মুসলমান সব ধর্মের মানুষের কাছে মহাত্মা গান্ধি শ্রদ্ধেয় ৷ তাঁকে সারা পৃথিবীর মানুষ শ্রদ্ধা করেন ৷ সমগ্র বিশ্বে 2 অক্টোবরের দিনটা অহিংসা দিবস হিসাবে পালিত হয়েছে ৷ এখানে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে গান্ধিজিকে যেভাবে অপমান করা হল ৷ এটা আর কোথাও সম্ভব নয় ৷’’

অসুরের শরীরে গান্ধি মুখের ঘটনায় আদালতের দ্বারস্থ হচ্ছে কংগ্রেস

যদিও অধীর চৌধুরীর এই বক্তব্যের পর তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও পাল্টা জবাব দেওয়া হয়েছে ৷ তৃণমূল কোনও ভাবেই এ ধরনের ঘটনাকে সমর্থন করে না বলে দাবি করা হয়েছে ৷ প্রশাসন ঘটনা প্রকাশ্যে আসতেই দ্রুত ব্যবস্থা নিয়েছিল ৷ তৃণমূলের তরফে বলা হয়েছে, প্রদেশ কংগ্রেস সভাপতির এই সমালোচনা অর্থহীন ৷ বিরোধিতার জন্য বিরোধিতা করা ছাড়া কিছু নয় বলে মনে করে তৃণমূল নেতৃত্ব ৷

কলকাতা, 4 অক্টোবর: মহাত্মা গান্ধিকে নিয়ে কদর্যতার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হচ্ছে কংগ্রেস (Congress Moves to Court ) ৷ এ দিন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন সেকথা ৷ একইসঙ্গে এই ঘটনার জন্য তিনি তৃণমূল কংগ্রেস সরকার কেও দায়ী করেছেন ৷ তাঁর অভিযোগ, রাজ্যে তৃণমূলের শাসন আছে বলেই এই ধরনের ঘটনা ঘটছে ৷ দেশের অন্য কোনও রাজ্যে এই ধরনের ঘটনা ঘটেনি ৷ তাঁর মতে গান্ধিজিকে অসুরের সঙ্গে তুলনা (Gandhi as Asura) আসলে রাষ্ট্রদ্রোহিতার শামিল ৷ আর সে কারণেই আদালতের মাধ্যমে এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চাইছে কংগ্রেস হাইকমান্ড ৷

রুবি পার্কে অখিল ভারতীয় ভারতীয় হিন্দু মহাসভার (Akhil Bharatiya Hindu Mahasabha) দুর্গাপুজোয় (Durga Puja 2022) অসুরের মুখাবয়বের বদলে গান্ধিজির মুখের আদল (Mahatma Gandhi Lookalike Asura) দেখেছিল রাজ্যের মানুষ ৷ এই নিয়ে তোলপাড় হয়ে গিয়েছে রাজ্য রাজনীতি ৷ গতকালই এর বিরুদ্ধে টিটাগর থানায় অভিযোগ দায়ের করেন কংগ্রেস নেতা কৌস্তব বাগচী ৷ একই সঙ্গে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে গতকাল কসবা থানার বাইরেও বিক্ষোভ দেখানো হয় ৷ দাবি তোলা হয়েছে, যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে ৷

তবে, এ সবের বাইরে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি দ্বর্থহীন ভাষায় এই ঘটনার নিন্দা করেছেন ৷ তিনি বলেন, ‘‘আমরা এই ঘটনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছি ৷ এই ঘটনা রাষ্ট্রদ্রোহিতা ছাড়া কিছু নয় ৷ পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার আছে বলে এই ধরনের ঘটনা ঘটছে ৷ ভারতবর্ষের কোনও প্রান্তে বিজেপি বা কোন হিন্দুত্ব পার্টির এ ধরনের ক্ষমতা হয়নি মহাত্মা গান্ধিকে অসুর বানানোর ৷ মহাত্মা গান্ধি ভারতবর্ষের শুধু জাতির পিতা নন, সারা বিশ্বের মানুষের কাছে তিনি অনুসরণীয় ৷ তাঁকে এভাবে অপমান করা হচ্ছে, আর বাংলার বুকে দাঁড়িয়ে আমাদের দেখতে হচ্ছে !’’

আরও পড়ুন: হিন্দু মহাসভার পুজোয় অসুরের বদলে গান্ধির মুখ, বিতর্ক তিলোত্তমা জুড়ে

অধীর আরও বলেন, ‘‘রাজ্যে তৃণমূলের সরকার যতদিন আছে, ততদিন এ ধরনের ঘটনা চলবে ৷ ভারতবর্ষের কোথাও যা হয় না, বাংলায় তাই হয় ৷ তাই খুব স্বাভাবিকভাবেই এর বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি ৷ তিনি এই প্রসঙ্গে ফের একবার বলেন, ‘‘এই ঘটনাকে আমরা রাষ্ট্রদ্রোহিতা মনে করি ৷ কারণ ভারতবর্ষের হিন্দু-মুসলমান সব ধর্মের মানুষের কাছে মহাত্মা গান্ধি শ্রদ্ধেয় ৷ তাঁকে সারা পৃথিবীর মানুষ শ্রদ্ধা করেন ৷ সমগ্র বিশ্বে 2 অক্টোবরের দিনটা অহিংসা দিবস হিসাবে পালিত হয়েছে ৷ এখানে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে গান্ধিজিকে যেভাবে অপমান করা হল ৷ এটা আর কোথাও সম্ভব নয় ৷’’

অসুরের শরীরে গান্ধি মুখের ঘটনায় আদালতের দ্বারস্থ হচ্ছে কংগ্রেস

যদিও অধীর চৌধুরীর এই বক্তব্যের পর তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও পাল্টা জবাব দেওয়া হয়েছে ৷ তৃণমূল কোনও ভাবেই এ ধরনের ঘটনাকে সমর্থন করে না বলে দাবি করা হয়েছে ৷ প্রশাসন ঘটনা প্রকাশ্যে আসতেই দ্রুত ব্যবস্থা নিয়েছিল ৷ তৃণমূলের তরফে বলা হয়েছে, প্রদেশ কংগ্রেস সভাপতির এই সমালোচনা অর্থহীন ৷ বিরোধিতার জন্য বিরোধিতা করা ছাড়া কিছু নয় বলে মনে করে তৃণমূল নেতৃত্ব ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.