ETV Bharat / state

ত্রাণ বণ্টনে দলীয় প্রতীক ব্যবহার নয়, সতর্ক করলেন সোমেন মিত্র - Somen Mitra on use of Party Symbol

ত্রাণ বিলির সময় দলীয় প্রতীক ব্যবহার করছে শাসকদল । এমনই অভিযোগ উঠছে বার বার । তাই কংগ্রেসের তরফে ত্রাণ বিলির সময় যাতে দলীয় প্রতীক ব্যবহার না করা হয়ে তার জন্য জেলা নেতৃত্বকে নির্দেশ দিল প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ।

Somen Mitra
সোমেন মিত্র
author img

By

Published : Apr 2, 2020, 4:01 PM IST

কলকাতা, 2 এপ্রিল : কোরোনা সংক্রমণ প্রতিরোধ করতে লকডাউন ঘোষণা করা হয়েছে । তার জেরে সমস্যায় পড়ছেন রাজ্যের দরিদ্ররা । তাঁদের সংসারে টান পড়তে শুরু করেছে । তাই তাঁদের দু'বেলা খাবার জোগান দিতে বিভিন্ন সামাজিক সংগঠনের তরফে ত্রাণ দেওয়া হচ্ছে । এই কাজে এগিয়ে এসেছে রাজনৈতিক দলগুলি । কিন্তু দেখা যাচ্ছে, অনেকেই ত্রাণ বিলি কর্মসূচিকে দলীয় প্রচারের কাজে লাগাচ্ছে । তাই দুস্থদের ত্রাণ বিলি কর্মসূচিতে দলীয় চিহ্ন বা প্রতীক ব্যবহার না করার জন্য জেলার কংগ্রেস নেতৃত্বদের নির্দেশ দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ।

সোমেন মিত্র জেলা নেতৃত্বকে জানান, অভুক্ত মানুষকে খাদ্যদ্রব্য বিলির সময় সতর্ক থাকতে হবে । সেখানে কোনওরকমভাবেই কংগ্রেসের দলীয় চিহ্ন বা প্রতীক ব্যবহার করা যাবে না । ইতিমধ্যে নিজের উদ্যোগে ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিক ও রোগীদের রাজ্যে ফিরিয়ে এনেছেন তিনি । আর যাঁদের রাজ্যে ফিরিয়ে আনতে পারেননি তাঁদের খাবারের ব্যবস্থা করেন ।

আজ বিকেল থেকে রাজ্যের সর্বত্র কংগ্রেস জেলা সভাপতিরা ত্রাণ বিলি কর্মসূচি শুরু করবেন । সেখানে কোনওরকমভাবেই দলের প্রতীক লাগানো যাবে না বলে জেলা নেতৃত্বদের জানিয়ে দেন সোমেন মিত্র । এক বিবৃতিতে তিনি জানান, "কংগ্রেস ভোটের জন্য সেবা করে না । সেবা কংগ্রেসের ধর্ম । মানুষের দরকারে পাশে দাঁড়ানোই কংগ্রেসের বৈশিষ্ট্য । তাঁদের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও অন্যান্য ত্রাণ দিয়ে সাহায্য করা কংগ্রেসের অন্যতম মন্ত্র । সেই কারণে ত্রাণ বণ্টনের সময় কংগ্রেসের কোনও পরিচয় ব্যবহার করা যাবে না । এই নির্দেশ উপেক্ষা করলে সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে দল যথাযথ ব্যবস্থা নেবে ।"

সোমেন মিত্র তৃণমূলকে উদ্দেশ্য করে বলেন, "শাসক দল যে সমস্ত জায়গায় ত্রাণ বণ্টন করছে সেখানে দলের নেতা, মন্ত্রী, বিধায়ক ও কাউন্সিলররা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করছেন । দলীয় প্রতীকও ব্যবহার করেছেন । শাসক দল ভোটের কথা মাথায় রেখে এই সময় রাজনীতি করছে । খাদ্যদ্রব্যের প্যাকেটের উপর তৃণমূলের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে । কংগ্রেস জনসেবার বিরুদ্ধে ।"

কলকাতা, 2 এপ্রিল : কোরোনা সংক্রমণ প্রতিরোধ করতে লকডাউন ঘোষণা করা হয়েছে । তার জেরে সমস্যায় পড়ছেন রাজ্যের দরিদ্ররা । তাঁদের সংসারে টান পড়তে শুরু করেছে । তাই তাঁদের দু'বেলা খাবার জোগান দিতে বিভিন্ন সামাজিক সংগঠনের তরফে ত্রাণ দেওয়া হচ্ছে । এই কাজে এগিয়ে এসেছে রাজনৈতিক দলগুলি । কিন্তু দেখা যাচ্ছে, অনেকেই ত্রাণ বিলি কর্মসূচিকে দলীয় প্রচারের কাজে লাগাচ্ছে । তাই দুস্থদের ত্রাণ বিলি কর্মসূচিতে দলীয় চিহ্ন বা প্রতীক ব্যবহার না করার জন্য জেলার কংগ্রেস নেতৃত্বদের নির্দেশ দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ।

সোমেন মিত্র জেলা নেতৃত্বকে জানান, অভুক্ত মানুষকে খাদ্যদ্রব্য বিলির সময় সতর্ক থাকতে হবে । সেখানে কোনওরকমভাবেই কংগ্রেসের দলীয় চিহ্ন বা প্রতীক ব্যবহার করা যাবে না । ইতিমধ্যে নিজের উদ্যোগে ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিক ও রোগীদের রাজ্যে ফিরিয়ে এনেছেন তিনি । আর যাঁদের রাজ্যে ফিরিয়ে আনতে পারেননি তাঁদের খাবারের ব্যবস্থা করেন ।

আজ বিকেল থেকে রাজ্যের সর্বত্র কংগ্রেস জেলা সভাপতিরা ত্রাণ বিলি কর্মসূচি শুরু করবেন । সেখানে কোনওরকমভাবেই দলের প্রতীক লাগানো যাবে না বলে জেলা নেতৃত্বদের জানিয়ে দেন সোমেন মিত্র । এক বিবৃতিতে তিনি জানান, "কংগ্রেস ভোটের জন্য সেবা করে না । সেবা কংগ্রেসের ধর্ম । মানুষের দরকারে পাশে দাঁড়ানোই কংগ্রেসের বৈশিষ্ট্য । তাঁদের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও অন্যান্য ত্রাণ দিয়ে সাহায্য করা কংগ্রেসের অন্যতম মন্ত্র । সেই কারণে ত্রাণ বণ্টনের সময় কংগ্রেসের কোনও পরিচয় ব্যবহার করা যাবে না । এই নির্দেশ উপেক্ষা করলে সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে দল যথাযথ ব্যবস্থা নেবে ।"

সোমেন মিত্র তৃণমূলকে উদ্দেশ্য করে বলেন, "শাসক দল যে সমস্ত জায়গায় ত্রাণ বণ্টন করছে সেখানে দলের নেতা, মন্ত্রী, বিধায়ক ও কাউন্সিলররা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করছেন । দলীয় প্রতীকও ব্যবহার করেছেন । শাসক দল ভোটের কথা মাথায় রেখে এই সময় রাজনীতি করছে । খাদ্যদ্রব্যের প্যাকেটের উপর তৃণমূলের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে । কংগ্রেস জনসেবার বিরুদ্ধে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.