ETV Bharat / state

Dengue Death: কলকাতায় ডেঙ্গিতে মৃত্যু জেলা কংগ্রেস নেতার - অধীররঞ্জন চৌধুরী

ফের ডেঙ্গিতে মৃত্যু হল শহরে (Dengue Death) ৷ এবার মুর্শিদাবাদের কংগ্রেস নেতার মৃত্যু হল কলকাতার হাসপাতালে ৷ ঘটনায় শোকজ্ঞাপন করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) ৷

Congress Leader dies in Dengue in Kolkata
Congress Leader dies in Dengue in Kolkata
author img

By

Published : Oct 31, 2022, 3:13 PM IST

Updated : Oct 31, 2022, 3:29 PM IST

কলকাতা, 31 অক্টোবর: প্রতিদিন রাজ্যের বিভিন্ন জেলায় ডেঙ্গি আক্রান্ত সংখ্যা বাড়ছে (Dengue Death increasing Day by Day) । কলকাতায়ও আক্রান্তের সংখ্যা বাড়ছে ব্যাপক হারে । গতকাল উত্তর 24 পরগনা জেলায় দুই ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে । আজ সোমবার ডেঙ্গিতে মৃত্যু হল এক জেলা কংগ্রেস নেতার (Congress Leader dies in Dengue in Kolkata) ।

পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সদস্য ও মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মহম্মদ জহরের মৃত্যু হয়েছে (50) । সকাল 7 টা নাগাদ কলকাতার এসএসকেএম হাসপাতালে ওই কংগ্রেস নেতার মৃত্যু হয়েছে । ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) । তিনি বলেন, "বড় যন্ত্রণার দিন। ডেঙ্গির কারণে লড়াকু নেতাকে হারাতে হল । এই মৃত্যু মেনে নেওয়া যায় না ।"

কংগ্রেসের দাবি, সমগ্র বহরমপুর জুড়ে ডেঙ্গি প্রতিরোধের জন্যে লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন মহম্মদ জহর । কিন্তু তিনিই আজ ডেঙ্গির কবলে। কংগ্রেস সূত্রে খবর, কলকাতা থেকে তাঁর দেহ সন্ধ্যায় বহরমপুরে পৌঁছবে । সন্ধে সাড়ে ছ'টা নাগাদ বহরমপুর পার্টি অফিসে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হবে । তারপর রাত ন'টা নাগাদ স্থানীয় গোরস্থানে তাঁকে কবর দেওয়া হবে ।

আরও পড়ুন: ডেঙ্গি আক্রান্ত বধূর মৃত্যু, চাঞ্চল্য দেগঙ্গায়

জহরের শোকার্ত পরিবার প্রতি সমবেদনা জানিয়ে এক জেলা কংগ্রেস নেতা বলেন, "ডেঙ্গি প্রতিরোধে এলাকায় জহরদার যেভাবে প্রতিবেদন সংগঠন করতেন, বিভিন্ন সচেতনতার প্রচার সংগঠিত করতেন তা অতুলনীয় । খুবই দুঃখের বিষয় সেই জহরদারই ডেঙ্গিতে মৃত্যু হল । আমাদের জেলা তো বটেই, গোটা রাজ্যে ডেঙ্গির বাড়বাড়ন্ত । প্রশাসন ও সরকার উদাসীন । আগামীতে আমরা এর বিরুদ্ধে আন্দোলন সংঘটিত করার পরিকল্পনায় আছি ।"

কলকাতা, 31 অক্টোবর: প্রতিদিন রাজ্যের বিভিন্ন জেলায় ডেঙ্গি আক্রান্ত সংখ্যা বাড়ছে (Dengue Death increasing Day by Day) । কলকাতায়ও আক্রান্তের সংখ্যা বাড়ছে ব্যাপক হারে । গতকাল উত্তর 24 পরগনা জেলায় দুই ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে । আজ সোমবার ডেঙ্গিতে মৃত্যু হল এক জেলা কংগ্রেস নেতার (Congress Leader dies in Dengue in Kolkata) ।

পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সদস্য ও মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মহম্মদ জহরের মৃত্যু হয়েছে (50) । সকাল 7 টা নাগাদ কলকাতার এসএসকেএম হাসপাতালে ওই কংগ্রেস নেতার মৃত্যু হয়েছে । ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) । তিনি বলেন, "বড় যন্ত্রণার দিন। ডেঙ্গির কারণে লড়াকু নেতাকে হারাতে হল । এই মৃত্যু মেনে নেওয়া যায় না ।"

কংগ্রেসের দাবি, সমগ্র বহরমপুর জুড়ে ডেঙ্গি প্রতিরোধের জন্যে লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন মহম্মদ জহর । কিন্তু তিনিই আজ ডেঙ্গির কবলে। কংগ্রেস সূত্রে খবর, কলকাতা থেকে তাঁর দেহ সন্ধ্যায় বহরমপুরে পৌঁছবে । সন্ধে সাড়ে ছ'টা নাগাদ বহরমপুর পার্টি অফিসে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হবে । তারপর রাত ন'টা নাগাদ স্থানীয় গোরস্থানে তাঁকে কবর দেওয়া হবে ।

আরও পড়ুন: ডেঙ্গি আক্রান্ত বধূর মৃত্যু, চাঞ্চল্য দেগঙ্গায়

জহরের শোকার্ত পরিবার প্রতি সমবেদনা জানিয়ে এক জেলা কংগ্রেস নেতা বলেন, "ডেঙ্গি প্রতিরোধে এলাকায় জহরদার যেভাবে প্রতিবেদন সংগঠন করতেন, বিভিন্ন সচেতনতার প্রচার সংগঠিত করতেন তা অতুলনীয় । খুবই দুঃখের বিষয় সেই জহরদারই ডেঙ্গিতে মৃত্যু হল । আমাদের জেলা তো বটেই, গোটা রাজ্যে ডেঙ্গির বাড়বাড়ন্ত । প্রশাসন ও সরকার উদাসীন । আগামীতে আমরা এর বিরুদ্ধে আন্দোলন সংঘটিত করার পরিকল্পনায় আছি ।"

Last Updated : Oct 31, 2022, 3:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.