ETV Bharat / state

Calcutta High Court: ভোটপরবর্তী হিংসায় কর্মীরা আক্রান্ত, হাইকোর্টের দ্বারস্থ কংগ্রেস - ভোট পরবর্তী হিংসায় কর্মীরা আক্রান্ত

পঞ্চায়েত নির্বাচন এবং তার পরবর্তী সময়ে রাজ্যের বিভিন্ন জেলায় কংগ্রেসের কর্মীরা আক্রান্ত হয়েছেন ৷ এই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল কংগ্রেস ৷

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট
author img

By

Published : Jul 18, 2023, 8:42 PM IST

ভোট পরবর্তী হিংসায় হাইকোর্টের দ্বারস্থ কংগ্রেস

কলকাতা, 18 জুলাই: পঞ্চায়েত নির্বাচন এবং ভোট পরবর্তী হিংসায় রাজ্যের বিভিন্ন জেলায় আক্রান্ত হচ্ছেন কংগ্রেস কর্মীরা ৷ কারও ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে । এই অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন কংগ্রেস নেতৃত্ব । এর আগে পঞ্চায়েত নির্বাচন নিয়ে মামলা হয়েছে আদালতে ৷ সেই মামলা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এবার মূল মামলার সঙ্গে নতুন বেশ কিছু আবেদন জানিয়ে যুক্ত হচ্ছে কংগ্রেসও।

হাইকোর্টে আর্জি জানানো হয়েছে, রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য একটা নির্দিষ্ট গাইডলাইন তৈরি করা হোক ৷ 3500-এর বেশি জায়গায় পুনর্নির্বাচনের নির্দেশ দিক আদালত । পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের সঙ্গে যুক্তদের শাস্তির ব্যবস্থা করা হোক । এই মর্মেই মামলায় যুক্ত হতে চলেছে প্রদেশ কংগ্রেস । 20 জুলাই সমস্ত মামলা একসঙ্গে শুনানির সম্ভাবনা রয়েছে কলকাতা হাইকোর্টে ।

মামলার বিষয়ে বলতে গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি একরাশ ক্ষোভ উগরে দিলেন কংগ্রেসের যুবনেতা ও আইনজীবী কৌস্তভ বাগচি । তিনি বলেন, "পঞ্চায়েত নির্বাচনে শুরু থেকে ভোট পরবর্তী সময়ে, বিভিন্ন জেলা থেকে খবর আসছে আমাদের কর্মীদের মারা হচ্ছে, ঘর ছাড়া করা হচ্ছে, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে । এই পরিস্থিতিতে পটনায় সর্বদলীয় বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্ব মিলিত হচ্ছে এটা আমাদের কর্মীদের কাছে ভুল বার্তা যাচ্ছে । এই ব্যাপারে কেন্দ্রীয় নেতৃত্বকে আমরা জানাব ।"

আরও পড়ুন: বিধানসভা কেন্দ্রে ঢুকতে বাধা, ফের হাইকোর্টের দ্বারস্থ নওশাদ

উল্লেখ্য, এর আগে সোমবার বিজেপি-র তরফের আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন । তিনি বলেন, "ভোট পরবর্তী হিংসা অব্যাহত রয়েছে ৷ মানুষ ঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে । মহিলাদের শ্লীলতাহানি করা হচ্ছে ।" সমস্ত বিষয়ে তাঁকে হলফনামা দিয়ে নিজের বক্তব্য জানাতে বলেছে প্রধান বিচারপতির বেঞ্চ । এছাড়াও বীরভূমে ভোট পরবর্তী হিংসাকে কেন্দ্র করে আলাদা মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে । 20 জুলাই একত্রে সবকটি মামলার শুনানি হবে ।

ভোট পরবর্তী হিংসায় হাইকোর্টের দ্বারস্থ কংগ্রেস

কলকাতা, 18 জুলাই: পঞ্চায়েত নির্বাচন এবং ভোট পরবর্তী হিংসায় রাজ্যের বিভিন্ন জেলায় আক্রান্ত হচ্ছেন কংগ্রেস কর্মীরা ৷ কারও ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে । এই অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন কংগ্রেস নেতৃত্ব । এর আগে পঞ্চায়েত নির্বাচন নিয়ে মামলা হয়েছে আদালতে ৷ সেই মামলা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এবার মূল মামলার সঙ্গে নতুন বেশ কিছু আবেদন জানিয়ে যুক্ত হচ্ছে কংগ্রেসও।

হাইকোর্টে আর্জি জানানো হয়েছে, রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য একটা নির্দিষ্ট গাইডলাইন তৈরি করা হোক ৷ 3500-এর বেশি জায়গায় পুনর্নির্বাচনের নির্দেশ দিক আদালত । পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের সঙ্গে যুক্তদের শাস্তির ব্যবস্থা করা হোক । এই মর্মেই মামলায় যুক্ত হতে চলেছে প্রদেশ কংগ্রেস । 20 জুলাই সমস্ত মামলা একসঙ্গে শুনানির সম্ভাবনা রয়েছে কলকাতা হাইকোর্টে ।

মামলার বিষয়ে বলতে গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি একরাশ ক্ষোভ উগরে দিলেন কংগ্রেসের যুবনেতা ও আইনজীবী কৌস্তভ বাগচি । তিনি বলেন, "পঞ্চায়েত নির্বাচনে শুরু থেকে ভোট পরবর্তী সময়ে, বিভিন্ন জেলা থেকে খবর আসছে আমাদের কর্মীদের মারা হচ্ছে, ঘর ছাড়া করা হচ্ছে, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে । এই পরিস্থিতিতে পটনায় সর্বদলীয় বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্ব মিলিত হচ্ছে এটা আমাদের কর্মীদের কাছে ভুল বার্তা যাচ্ছে । এই ব্যাপারে কেন্দ্রীয় নেতৃত্বকে আমরা জানাব ।"

আরও পড়ুন: বিধানসভা কেন্দ্রে ঢুকতে বাধা, ফের হাইকোর্টের দ্বারস্থ নওশাদ

উল্লেখ্য, এর আগে সোমবার বিজেপি-র তরফের আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন । তিনি বলেন, "ভোট পরবর্তী হিংসা অব্যাহত রয়েছে ৷ মানুষ ঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে । মহিলাদের শ্লীলতাহানি করা হচ্ছে ।" সমস্ত বিষয়ে তাঁকে হলফনামা দিয়ে নিজের বক্তব্য জানাতে বলেছে প্রধান বিচারপতির বেঞ্চ । এছাড়াও বীরভূমে ভোট পরবর্তী হিংসাকে কেন্দ্র করে আলাদা মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে । 20 জুলাই একত্রে সবকটি মামলার শুনানি হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.